ETV Bharat / state

নাম না করে লকেটকে শকুনের সঙ্গে তুলনা অসীমা পাত্রের - mp of hoogly locket chatterjee

সম্প্রতি ধনিয়াখালির এক যুবকের মৃত্যু হয় । ওই যুবকের কোরোনায় মৃত্যু হয়েছে বলে ফেসবুকে মন্তব্য করেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

অসীমা পাত্র
অসীমা পাত্র
author img

By

Published : Apr 5, 2020, 12:47 AM IST

হুগলি, 4 এপ্রিল: নাম না করে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শকুনের সঙ্গে তুলনা করলেন ধনিয়াখালির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র । হুগলির সাংসদ মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ তাঁর । পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়কে দায়িত্বজ্ঞানহীন বলেও আক্রমণ করেন অসীমা পাত্র ।

সম্প্রতি ধনিয়াখালির এক যুবকের মৃত্যু হয় । ওই যুবকের কোরোনায় মৃত্যু হয়েছে বলে ফেসবুকে মন্তব্য করেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । সরকার তথ্য গোপন করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি । যদিও মৃত যুবকের সোয়াব টেস্টের রিপোর্টে কোরোনা ভাইরাসের প্রমাণ মেলেনি । এই নিয়ে ক্ষোভ উগরে দেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র । তিনি বলেন, ধনিয়াখালির যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । তাঁর রিপোর্টে কোরোনা পজিটিভ লেখা নেই । তাই অযথা ভয় পাওয়ার কোন কারণ নেই । যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি । এরপরই হুগলির সাংসদকে শকুনের সঙ্গে তুলনা করেন অসীমা পাত্র । তাঁর কথায়, ভাগাড়ের লোভে আকাশে যেমন শকুন ওড়ে তেমনই কলকাতায় বসে শকুনের কাজ করেছেন সাংসদ । মৃত্যু নিয়ে রাজনীতি করা কোনও মানুষের উচিত নয় । যিনি এরকম দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলেন তিনি অন্তত জনপ্রতিনিধি হতে পারেন না ।

শনিবার ওই যুবকের মৃতদেহ সৎকার করা হয় দামোদর নদীর পাশে । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ ও ধনিয়াখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন ঘোষ ।

হুগলি, 4 এপ্রিল: নাম না করে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শকুনের সঙ্গে তুলনা করলেন ধনিয়াখালির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র । হুগলির সাংসদ মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ তাঁর । পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়কে দায়িত্বজ্ঞানহীন বলেও আক্রমণ করেন অসীমা পাত্র ।

সম্প্রতি ধনিয়াখালির এক যুবকের মৃত্যু হয় । ওই যুবকের কোরোনায় মৃত্যু হয়েছে বলে ফেসবুকে মন্তব্য করেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । সরকার তথ্য গোপন করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি । যদিও মৃত যুবকের সোয়াব টেস্টের রিপোর্টে কোরোনা ভাইরাসের প্রমাণ মেলেনি । এই নিয়ে ক্ষোভ উগরে দেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র । তিনি বলেন, ধনিয়াখালির যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । তাঁর রিপোর্টে কোরোনা পজিটিভ লেখা নেই । তাই অযথা ভয় পাওয়ার কোন কারণ নেই । যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি । এরপরই হুগলির সাংসদকে শকুনের সঙ্গে তুলনা করেন অসীমা পাত্র । তাঁর কথায়, ভাগাড়ের লোভে আকাশে যেমন শকুন ওড়ে তেমনই কলকাতায় বসে শকুনের কাজ করেছেন সাংসদ । মৃত্যু নিয়ে রাজনীতি করা কোনও মানুষের উচিত নয় । যিনি এরকম দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলেন তিনি অন্তত জনপ্রতিনিধি হতে পারেন না ।

শনিবার ওই যুবকের মৃতদেহ সৎকার করা হয় দামোদর নদীর পাশে । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ ও ধনিয়াখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.