আরামবাগ, 9 এপ্রিল : বুধবারের পর আবার বৃহস্পতিবার ৷ আরও একবার স্ট্রং রুম পরিদর্শন করেন হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল ৷ বৃহস্পতিবার রাতে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে যে স্ট্রং রুম করা হয়েছে, সেখানে যান তিনি । এদিন তাঁর সঙ্গে দলের অনেক কর্মী-সমর্থক ছিলেন ৷ তাঁরা সুজাতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে স্লোগানও দেন ৷
সুজাতা মণ্ডল বলেন, ‘‘2 মে-র পর বিজেপি কর্মীদের লুকানোর জায়গা খুঁজে রাখতে বলুন ।’’ সেখানে উপস্থিত দলের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ পাশাপাশি কর্মীদের সঙ্গে তৃণমূল নেত্রীর সমর্থনে স্লোগান দেন ৷
আরও পড়ুন : 200-র বেশি আসনে জয়ে আত্মবিশ্বাসী মমতা-মোদি, আদৌ কি তা সম্ভব ?
উল্লেখ্য, বুধবার রাতেও তিনি ওই স্ট্রং রুমে এসেছিলেন ৷ সেখানে তাঁকে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান ৷ এই নিয়ে উত্তেজনা ছড়ায় ৷ তাঁর আসার খবর শুনে পরে ঘটনাস্থলে যান আরামবাগের বিজেপি প্রার্থীও ৷ তিনিও স্ট্রং রুম পরিদর্শন করে দেখেন ৷