ETV Bharat / state

প্রচারে গো-মাতার পুজো থেকে জয় শ্রীরাম ধ্বনিতে সুজাতা

আরামবাগ শহরের বিজেপি নেতা উপানন্দ মালের বাড়িতে প্রচারে যান তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল । 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার পাশাপাশি ওই বাড়ির একটি গরুকেও পুজো করেন তিনি ।

প্রচারে সুজাতা মণ্ডল
প্রচারে সুজাতা মণ্ডল
author img

By

Published : Mar 27, 2021, 9:48 PM IST

আরামবাগ, 27 মার্চ : প্রচারে গিয়ে আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থীর মুখে 'জয় শ্রীরাম' স্লোগান । আর এই স্লোগান শোনা গেল খোদ বিজেপি থেকে তৃণমূলে আসা সুজাতা মণ্ডলের মুখ থেকে । শুধু মাত্র জয় শ্রীরাম ধ্বনিই নয়, এদিন গো মাতার পুজোও করেন তৃণমূল প্রার্থী ।

শনিবার সকাল থেকেই আরামবাগ শহরে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল । এদিন বিকেলে আরামবাগ শহরের বিজেপি নেতা উপানন্দ মালের বাড়িতে প্রচারে যান তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল । উপানন্দ বাবুর বাড়ির মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী । 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার পাশাপাশি ওই বাড়ির একটি গরুকেও পুজো করেন তিনি । আর এই স্লোগান ও পুজো নিয়েই চলছে রাজনৈতিক তরজা । যদিও এবিষয়ে সুজাতা মণ্ডল বলেন,"রাম সবারই দেবতা । অতএব তাঁর নাম সবাই নিতে পারে । বিজেপি এই রাম নাম নিয়ে বিভাজনের রাজনীতি করছে ।"

প্রচারে সুজাতা মণ্ডল

আরও পড়ুন : ফুটবল ছুড়ে বিজেপিকে বোল্ড আউট করতে বললেন মমতা

এবিষয়ে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা যুব সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, "আরামবাগ বিধানসভা তৃণমূল যাচ্ছে এবং বিজেপি আসছে । যে দলের সুপ্রিমো জয় শ্রীরাম শুনলে গালাগাল দেয় তারই মনোনীত আরামবাগের প্রার্থী সুজাতা মণ্ডল জয় শ্রীরাম বলছেন ।"

আরামবাগ, 27 মার্চ : প্রচারে গিয়ে আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থীর মুখে 'জয় শ্রীরাম' স্লোগান । আর এই স্লোগান শোনা গেল খোদ বিজেপি থেকে তৃণমূলে আসা সুজাতা মণ্ডলের মুখ থেকে । শুধু মাত্র জয় শ্রীরাম ধ্বনিই নয়, এদিন গো মাতার পুজোও করেন তৃণমূল প্রার্থী ।

শনিবার সকাল থেকেই আরামবাগ শহরে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল । এদিন বিকেলে আরামবাগ শহরের বিজেপি নেতা উপানন্দ মালের বাড়িতে প্রচারে যান তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল । উপানন্দ বাবুর বাড়ির মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী । 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার পাশাপাশি ওই বাড়ির একটি গরুকেও পুজো করেন তিনি । আর এই স্লোগান ও পুজো নিয়েই চলছে রাজনৈতিক তরজা । যদিও এবিষয়ে সুজাতা মণ্ডল বলেন,"রাম সবারই দেবতা । অতএব তাঁর নাম সবাই নিতে পারে । বিজেপি এই রাম নাম নিয়ে বিভাজনের রাজনীতি করছে ।"

প্রচারে সুজাতা মণ্ডল

আরও পড়ুন : ফুটবল ছুড়ে বিজেপিকে বোল্ড আউট করতে বললেন মমতা

এবিষয়ে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা যুব সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, "আরামবাগ বিধানসভা তৃণমূল যাচ্ছে এবং বিজেপি আসছে । যে দলের সুপ্রিমো জয় শ্রীরাম শুনলে গালাগাল দেয় তারই মনোনীত আরামবাগের প্রার্থী সুজাতা মণ্ডল জয় শ্রীরাম বলছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.