ETV Bharat / state

খানাকুলে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের মারধর; অভিযুক্ত তৃণমূল - খানাকুল

নির্বাচনী কার্যালয় থাকা 5 বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ । তাদের মধ্যে একজনকে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও আরেকজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

tmc-accused-of-vandalizing-election-office-of-bjp
tmc-accused-of-vandalizing-election-office-of-bjp
author img

By

Published : Apr 1, 2021, 7:20 AM IST

খানাকুল (হুগলি), 1 এপ্রিল: বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনা গতকাল রাতের খানাকুলের কামারশাল এলাকার । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

বিজেপি কর্মীদের অভিযোগ, খানাকুলের কামারশালে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাশাপাশি বিজেপি প্রার্থীর গাড়ি ও বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় । নির্বাচনী কার্যালয় থাকা 5 বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ । তাদের মধ্যে একজনকে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও আরেকজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ ।

বুধবার দুপুরে খানাকুলের হরিশচক এলাকা থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয় ৷ তা নিয়ে সারাদিনই উত্তেজনা ছিল খানাকুলের বিভিন্ন এলাকায় । রাতে বিজেপির নির্বাচনী কার্যালয় ও বিজেপি কর্মীদেরকে মারধরের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় ।

খানাকুলে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের মারধর; অভিযুক্ত তৃণমূল

আরও পড়ুন: ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চলল গুলি ; রিপোর্ট তলব কমিশনের

খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, তৃণমূল প্রার্থী হচ্ছে হার্মাদ প্রার্থী সে তার কর্মীদের দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ৷ অবিলম্বে গ্রেফতারের দাবি করছি ।

খানাকুলের তৃণমূল প্রার্থী নজবুল করিম বলেন, দুপুরে আমাদের এক কার্যকর্তা খুন হয়েছেন ৷ যদি অশান্তি করার থাকত তখনই করতাম । আমরা এ ধরনের নোংরা রাজনীতি করি না । বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় তৃণমূল কোনওভাবে জড়িত নয় ।

পরস্পর দুই ঘটনায় জেরে চরম উত্তেজনা ছড়িয়েছে খানাকুলে ৷ খানাকুল থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

খানাকুল (হুগলি), 1 এপ্রিল: বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনা গতকাল রাতের খানাকুলের কামারশাল এলাকার । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

বিজেপি কর্মীদের অভিযোগ, খানাকুলের কামারশালে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাশাপাশি বিজেপি প্রার্থীর গাড়ি ও বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় । নির্বাচনী কার্যালয় থাকা 5 বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ । তাদের মধ্যে একজনকে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও আরেকজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ ।

বুধবার দুপুরে খানাকুলের হরিশচক এলাকা থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয় ৷ তা নিয়ে সারাদিনই উত্তেজনা ছিল খানাকুলের বিভিন্ন এলাকায় । রাতে বিজেপির নির্বাচনী কার্যালয় ও বিজেপি কর্মীদেরকে মারধরের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় ।

খানাকুলে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের মারধর; অভিযুক্ত তৃণমূল

আরও পড়ুন: ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চলল গুলি ; রিপোর্ট তলব কমিশনের

খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, তৃণমূল প্রার্থী হচ্ছে হার্মাদ প্রার্থী সে তার কর্মীদের দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ৷ অবিলম্বে গ্রেফতারের দাবি করছি ।

খানাকুলের তৃণমূল প্রার্থী নজবুল করিম বলেন, দুপুরে আমাদের এক কার্যকর্তা খুন হয়েছেন ৷ যদি অশান্তি করার থাকত তখনই করতাম । আমরা এ ধরনের নোংরা রাজনীতি করি না । বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় তৃণমূল কোনওভাবে জড়িত নয় ।

পরস্পর দুই ঘটনায় জেরে চরম উত্তেজনা ছড়িয়েছে খানাকুলে ৷ খানাকুল থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.