ETV Bharat / state

পরিবারকে ঘেঁষতে না দিয়ে বাড়িতে বিশেষ ভাবে সক্ষম প্রৌঢ়ার ভোট নেওয়া ঘিরে ক্ষোভ

author img

By

Published : Mar 27, 2021, 7:22 PM IST

গোঘাটের কর্ণপুর এলাকায় সঞ্জিত পালের মা লীনা পাল দীর্ঘদিন ধরেই অসুস্থ । বাড়িতেই ভোটদানে ইচ্ছাপ্রকাশ করেন তিনি। কিন্তু পরিবারের অভিযোগ, মায়ের কাছে দাঁড়িয়ে থেকে ভোটদানের বিষয়টি দেখতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল ৷

প্রতিবন্ধী প্রৌঢ়াকে ভোট দেওয়ানোর অভিযোগ প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে
প্রতিবন্ধী প্রৌঢ়াকে ভোট দেওয়ানোর অভিযোগ প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে

হুগলি, 27 মার্চ : বাংলার নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম বাড়িতে ভোটগ্রহণ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন । আর এই অভিনব উদ্যোগে কার্যত তুলকালাম গোঘাটের কর্ণপুর এলাকা । পরিবারের লোকজনকে একপ্রকার অন্ধকারে রেখে এক বিশেষ ভাবে সক্ষম প্রৌঢ়াকে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে । যা নিয়ে পরিবারের লোকজনের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ৷ সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের সমস্ত বিষয়টি বারবার জানানো হলেও এক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা । বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস । এরপর দফায় দফায় বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা । ঘটনার জেরে শনিবার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।


80 বছরের ঊর্ধ্বে বহু ভোটারই বুথে গিয়ে ভোট দিতে সমর্থ নন । একই পরিস্থিতি হয় বিশেষ ভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রেও । তাই প্রত্যেকের ভোট সুনিশ্চিত করতে এবার নির্বাচন কমিশন ভোটারদের কাছে রিপোর্ট জানতে চায় । কোনও ভোটার যদি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারেন, কিন্তু ভোটদানে তিনি যদি ইচ্ছুক হন তাহলে বাড়িতেই তাঁর ভোটগ্রহণের ব্যবস্থা করা হয় ৷ আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতে এই প্রক্রিয়া চলছে । গোঘাটের কর্ণপুর এলাকায় সঞ্জিত পালের মা লীনা পাল দীর্ঘদিন ধরেই অসুস্থ । বাড়িতেই ভোটদানে ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

এ বিষয়ে সঞ্জিৎ পাল বলেন, ‘‘মা দীর্ঘদিন ধরেই অসুস্থ । আমরা চেয়েছিলেন মায়ের কাছে দাঁড়িয়ে থেকে ভোটদানের বিষয়টি দেখতে । কিন্তু, তাতে অনুমতি দে়ননি সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা । বারবার এনিয়ে আর্জি জানানো হলেও উল্টে আমাকে হুমকি দেওয়া হয় ৷’’ এমনকি কেন্দ্রীয় বাহিনী সঞ্জিৎবাবুকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিতে থাকে বলে অভিযোগ । তিনি চেয়েছিলেন, সমস্ত প্রক্রিয়াটি স্বচ্ছভাবে তাঁদের চোখের সামনে হোক।

পরিবারকে অন্ধকারে রেখে প্রতিবন্ধী প্রৌঢ়াকে ভোট দেওয়ানোর অভিযোগ প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে

আরও পড়ুন, ভোট দিলেই মিলছে পান-গুটখা-চকোলেট


গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার বিষয়টি জানার পরই এলাকায় পৌঁছান । পরিবারের লোকজনের কাছে বিষয়টি শোনার পর তিনি ক্ষোভে ফেটে পড়েন । মানসবাবু জানিয়েছেন, তাঁদের নেত্রী প্রথম থেকেই দাবি করে আসছিলেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করাবে ৷ নেত্রীর এই কথা প্রমাণ হয়ে গেল । তাঁরা সমস্ত বিষয়টি নিয়ে উচ্চ দফতরে লিখিত অভিযোগ করবেন ৷

হুগলি, 27 মার্চ : বাংলার নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম বাড়িতে ভোটগ্রহণ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন । আর এই অভিনব উদ্যোগে কার্যত তুলকালাম গোঘাটের কর্ণপুর এলাকা । পরিবারের লোকজনকে একপ্রকার অন্ধকারে রেখে এক বিশেষ ভাবে সক্ষম প্রৌঢ়াকে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে । যা নিয়ে পরিবারের লোকজনের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ৷ সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের সমস্ত বিষয়টি বারবার জানানো হলেও এক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা । বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস । এরপর দফায় দফায় বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা । ঘটনার জেরে শনিবার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।


80 বছরের ঊর্ধ্বে বহু ভোটারই বুথে গিয়ে ভোট দিতে সমর্থ নন । একই পরিস্থিতি হয় বিশেষ ভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রেও । তাই প্রত্যেকের ভোট সুনিশ্চিত করতে এবার নির্বাচন কমিশন ভোটারদের কাছে রিপোর্ট জানতে চায় । কোনও ভোটার যদি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারেন, কিন্তু ভোটদানে তিনি যদি ইচ্ছুক হন তাহলে বাড়িতেই তাঁর ভোটগ্রহণের ব্যবস্থা করা হয় ৷ আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতে এই প্রক্রিয়া চলছে । গোঘাটের কর্ণপুর এলাকায় সঞ্জিত পালের মা লীনা পাল দীর্ঘদিন ধরেই অসুস্থ । বাড়িতেই ভোটদানে ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

এ বিষয়ে সঞ্জিৎ পাল বলেন, ‘‘মা দীর্ঘদিন ধরেই অসুস্থ । আমরা চেয়েছিলেন মায়ের কাছে দাঁড়িয়ে থেকে ভোটদানের বিষয়টি দেখতে । কিন্তু, তাতে অনুমতি দে়ননি সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা । বারবার এনিয়ে আর্জি জানানো হলেও উল্টে আমাকে হুমকি দেওয়া হয় ৷’’ এমনকি কেন্দ্রীয় বাহিনী সঞ্জিৎবাবুকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিতে থাকে বলে অভিযোগ । তিনি চেয়েছিলেন, সমস্ত প্রক্রিয়াটি স্বচ্ছভাবে তাঁদের চোখের সামনে হোক।

পরিবারকে অন্ধকারে রেখে প্রতিবন্ধী প্রৌঢ়াকে ভোট দেওয়ানোর অভিযোগ প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে

আরও পড়ুন, ভোট দিলেই মিলছে পান-গুটখা-চকোলেট


গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার বিষয়টি জানার পরই এলাকায় পৌঁছান । পরিবারের লোকজনের কাছে বিষয়টি শোনার পর তিনি ক্ষোভে ফেটে পড়েন । মানসবাবু জানিয়েছেন, তাঁদের নেত্রী প্রথম থেকেই দাবি করে আসছিলেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করাবে ৷ নেত্রীর এই কথা প্রমাণ হয়ে গেল । তাঁরা সমস্ত বিষয়টি নিয়ে উচ্চ দফতরে লিখিত অভিযোগ করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.