ETV Bharat / state

Sukanta Majumdar Criticises TMC : চুঁচুড়ার তৃণমূল বিধায়ককে ডাকাত দলের সর্দার বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের - bengal bjp president sukanta majumdar criticises chinsurah mla asit majumdar

তৃণমূল নেতারা বাজার গরম করতে এরকম মন্তব্য করেন বলেও কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি (Sukanta Majumdar Criticises TMC) ৷

Chinsurah TMC MLA
চুঁচুড়ার তৃণমূল বিধায়ককে ডাকাত দলের সর্দার বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের
author img

By

Published : Apr 28, 2022, 9:05 PM IST

চুঁচুড়া, 28 এপ্রিল : "তৃণমূলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী ৷ তাই বলে কি আমি ডাকাতকে ছেড়ে দেব, চোরকে ছেড়ে দেব ?" বৃহস্পতিবার এই মন্তব্য শোনা গিয়েছিল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের মুখে ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ তাঁর এই মন্তব্য প্রসঙ্গে অসিত মজুমদারকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar criticises Chinsurah MLA Asit Majumdar) ৷

এদিন সুকান্ত বলেন, "উনি থাকতে যদি দলে চোর, ডাকাত থাকে তাহলে তো উনি তাদের সর্দার ৷ উনি ব্যবস্থা নিন ৷ কোনও ব্যবস্থা তো নেন না ৷ কারণ ভোটের সময় এই চোর, ডাকাতদের ব্যবহার করে তৃণমূল । বিজেপি কর্মীদের মারধর ও ধর্ষণ করার জন্য ব্যবহার করা হয় এই চোর, ডাকাতদের । আর সারা বছর বাজার গরম করার জন্য এরকম কথা বলেন । এদের মধ্যে একজনও গ্রেফতার হবে না । যারা গুলি চালাচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে । মুখ্যমন্ত্রী নাটক করছেন, তাঁর দলের নেতারাও নাটক করছেন ।"

অসিত মজুমদারকে ডাকাত দলের সর্দার বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের

আরও পড়ুন : তপন দত্ত হত্যায় সিবিআই তদন্তের আর্জি মৃতের স্ত্রীর

রামপুরহাট থেকে হাঁসখালি রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে হুগলি জেলা বিজেপি ৷ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সুকান্ত মজুমদার, দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ ৷ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েই এদিন এই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার ৷

চুঁচুড়া, 28 এপ্রিল : "তৃণমূলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী ৷ তাই বলে কি আমি ডাকাতকে ছেড়ে দেব, চোরকে ছেড়ে দেব ?" বৃহস্পতিবার এই মন্তব্য শোনা গিয়েছিল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের মুখে ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ তাঁর এই মন্তব্য প্রসঙ্গে অসিত মজুমদারকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar criticises Chinsurah MLA Asit Majumdar) ৷

এদিন সুকান্ত বলেন, "উনি থাকতে যদি দলে চোর, ডাকাত থাকে তাহলে তো উনি তাদের সর্দার ৷ উনি ব্যবস্থা নিন ৷ কোনও ব্যবস্থা তো নেন না ৷ কারণ ভোটের সময় এই চোর, ডাকাতদের ব্যবহার করে তৃণমূল । বিজেপি কর্মীদের মারধর ও ধর্ষণ করার জন্য ব্যবহার করা হয় এই চোর, ডাকাতদের । আর সারা বছর বাজার গরম করার জন্য এরকম কথা বলেন । এদের মধ্যে একজনও গ্রেফতার হবে না । যারা গুলি চালাচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে । মুখ্যমন্ত্রী নাটক করছেন, তাঁর দলের নেতারাও নাটক করছেন ।"

অসিত মজুমদারকে ডাকাত দলের সর্দার বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের

আরও পড়ুন : তপন দত্ত হত্যায় সিবিআই তদন্তের আর্জি মৃতের স্ত্রীর

রামপুরহাট থেকে হাঁসখালি রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে হুগলি জেলা বিজেপি ৷ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সুকান্ত মজুমদার, দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ ৷ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েই এদিন এই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.