ETV Bharat / state

Bappi Lahiri Political career : রাজনীতির ময়দানে পরাজয়ের গ্লানিতে ডুবেছিলেন 'ডিস্কো কিং' - Bappi Lahiri in politics

শ্রীরামপুরের পথে সেদিন জনবিস্ফোরণ ঘটেছিল ৷ ডিস্কো ডান্সার থেকে অমর প্রেম, অবলীলায় একের পর এক গান গেয়ে মানুষের আবদার রেখেছিলেন ৷ কেমন ছিল সদ্য প্রয়াত বাপ্পি লাহিড়ীর অতিস্বল্প রাজনৈতিক জীবন ? স্মৃতিতে ভাসছে শ্রীরামপুরবাসী ৷

Bappi Lahiri Political career
Bappi Lahiri Political career
author img

By

Published : Feb 16, 2022, 5:29 PM IST

শ্রীরামপুর, 16 ফেব্রুয়ারি : সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক ৷ সঙ্গীত জগতের সদ্য প্রয়াত বাপী লাহিড়ী ছিলেন আদ্যোপান্ত সুরের জগতের মানুষ ৷ এছাড়া তাঁর রুচি ছিল সোনার গয়নার প্রতি ৷ বাপ্পি লাহিড়ীর স্টাইল কোশেন্ট ৷ এসব তথ্য সবার জানা ৷ কিন্তু জানেন কি সঙ্গীত জগতের এই দিকপাল মানুষটি একসময় রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন (Bappi Lahiri Political career) ৷ আর রাজনৈতিক ক্ষেত্রে ভাগ্য পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন নিজের জন্মভূমি, এই বাংলাকে !

বুধ সকালে একটা মনখারাপ করা খবরে ঘুম ভেঙেছে দেশবাসীর ৷ দীর্ঘ রোগভোগের পর পরলোকে পাড়ি দিয়েছেন সুরের স্র্ষ্টা বাপ্পি লাহিড়ি ৷ যাঁর সুরে সুরালোকিত হয়েছে বাংলা থেকে হিন্দি সিনেমার জগত ৷ তবে বাংলার তুলনায় বলিউডে তাঁর কাজের পরিধি ছিল অনেকটাই বেশি ৷ দীর্ঘ সময় ধরে নিজের সুরে আচ্ছন্ন করে রেখেছেন অনুরাগীদের ৷ সাধারণত এমন শিল্পীরা রাজনীতির জগত থেকে দূরেই থাকেন ৷ কিন্তু জলপাইগুড়ির মধ্যবিত্ত পরিবার থেকে গানের জগতের ডিস্কো কিং হয়ে ওঠা মানুষটি রাজনীতিতেও ভাগ্য পরীক্ষার লড়াইয়ে নেমে পড়েছিলেন (Bappi Lahiri in politics) ৷ হতে পারে তাতে সফল হননি ৷ তাঁর মৃত্যুর পর এই অজানা দিকটি সাধারণের সামনে এসেছে ৷

Bappi Lahiri Political career
নমিনেশন জমা দেওয়ার পর পরিবার সহ বাপ্পি দা

বাংলায় তখন ঘাসফুলের হাওয়া ৷ দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু বাপ্পী লাহিড়ী সেই স্রোতে গা ভাসাননি ৷ বরং গেরুয়া শিবিরের হাত ধরে রাজনীতির জগতে তাঁর প্রবেশ ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে শ্রীরামপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ৷ উল্টোদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির ময়দানে কেমন লড়াই দিয়েছিলেন সুরের জগতের রাজা ? শিল্পীকে কাছে পেয়ে শ্রীরামপুরের মানুষের কী প্রতিক্রিয়া ছিল ? আজ তাঁর প্রয়াণের আট বছর আগের স্মৃতির ঝাঁপি খুলেছেন শ্রীরামপুরবাসী ৷

Bappi Lahiri Political career
প্রচারে বেরিয়ে

আরও পড়ুন : Usha Uthup remembers Bappi Lahiri : গয়না পরতেন তো কী ! তিনি চেয়েছিলেন রকস্টার হতে, হয়েওছেন: ঊষা উত্থুপ

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সেবার নির্বাচনী প্রচার শুরু করেন বাপ্পী লাহিড়ী । উত্তরপাড়া থেকে শ্রীরামপুরে আসার সময় পথঘাটে জনবিস্ফোরণ ঘটেছিল ৷ চারিদিকে মানুষের উল্লাস ৷ শ্রীরামপুরের মানুষজন উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন সঙ্গীত শিল্পীকে । উত্তরপাড়া থেকে চাঁপদানি পর্যন্ত গানে গানে প্রচার করেছিলেন । তাঁর জনপ্রিয়তার সামনে একটু যেন পিছিয়েই ছিলেন তৃণমূলের দাপুটে নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনিও সেলিব্রিটি প্রতিদ্বন্দ্বীকে লড়াই ছুঁড়ে দিয়েছিলেন গানের মাধ্যমেই ৷ অবশ্য শেষমেশ রাজনীতির ময়দানে হারতে হয়েছিল বাপ্পী লাহিড়ীকে । তবে শ্রীরামপুরের বিজেপি নেতৃত্ব ও মানুষের মধ্যে 'সঙ্গীতশিল্পী' বাপ্পি লাহিড়ী চিরকাল বেঁচে থাকবেন ৷ শ্রীরামপুরের বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করতে গিয়ে বলেছেন, "রাজনৈতিকভাবে লড়াই হয়েছিল । বাপ্পি লাহিড়ীর গান দিয়েই তাঁর বিরুদ্ধে প্রচার করেছিলাম । মুম্বই সে আয়া মেরে দোস্ত, দোস্তকে সেলাম কর । তবে ভোটের পর থেকে আর যোগাযোগ ছিল না । ওঁনার আত্মার শান্তি কামনা করি ।"

Bappi Lahiri Political career
লোকসভা ভোটে সর্বক্ষণের ছায়াসঙ্গী ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে বাপ্পি লাহিড়ী

ভোটের ময়দানে সেইসময় বাপ্পি লাহিড়ীর ছায়াসঙ্গী ছিলেন বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য ৷ শিল্পীর নির্বাচনী প্রচার থেকে সবকিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন ভাস্কর বাবু ৷ শিল্পীর সান্নিধ্য পেয়ে নিজেকে গর্বিত মনে হয়েছিল ৷ আটবছর আগের কথা হলেও গড়গড় করে বলে গেলেন সবকিছু ৷ বললেন, "পুজো দিয়ে উত্তরপাড়া থেকে বাপ্পিদার মিছিল শুরু হয়েছিল দুপুর আড়াইটে নাগাদ । শ্রীরামপুরে এসে সেই মিছিল শেষ হয় রাত 9টায় । এত মানুষ ভিড় জমিয়েছিলেন যে গাড়ি এগোনো দুঃসাধ্য উঠেছিল ৷ যেখানেই প্রচারে গিয়েছেন অনুরাগীদের জন্য গান গেয়েছেন । ডিস্কো ডান্সার থেকে অমর প্রেম, অবলীলায় গেয়ে চলেন ।

আরও পড়ুন : Bappi Lahiri the Disco King Of India : চির ঘুমের দেশে ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং, এক বর্ণময় অধ্য়ায়ের পরিসমাপ্তি

মনোনয়ন জমা দেওয়ার দিন সঙ্গীতশিল্পীর স্ত্রী, পুত্র-সহ পুরো পরিবার শ্রীরামপুরে এসেছিলেন ৷ দিনটির কথা আলাদাভাবে মনে রেখেছেন ভাস্কর ভট্টাচার্য ৷ বললেন, "প্রচুর মানুষের ভিড় জমিয়েছিলেন সেদিন ৷ যা দেখে ডিস্কো কিং বলেন, ভাস্কর আমি তো জিতেই গিয়েছি ৷ এত মানুষের ভালবাসা ৷ নির্বাচনটা জেতা আমার কাছে কোনও ব্যাপার নয় ৷"

নিজের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী ছিলেন ৷ এ রাজ্যের মানুষের হৃদয়ে তাঁর গান ৷ কিন্তু রাজনীতি সচেতন বাংলার মানুষের মন জয় করতে পারেননি ৷ রাজনীতির রুক্ষ ময়দানে বাস্তবতার খোঁজ পেয়েছিলেন সেদিনই যেদিন পরাজয়ের গ্নানিতে মুখ ডোবাতে হয়েছিল ৷ সেটাই শেষ ৷ এরপর আর রাজনীতির ধার মাড়াননি বাপ্পি দা ৷ ফিরে গিয়েছিলেন নিজের জগতে ৷

আরও পড়ুন : Bappi Lahiri A Memorable Journey : ফিরে দেখা ডিস্কো কিং বাপ্পিদার বর্ণময় সঙ্গীত যাত্রা

শ্রীরামপুর, 16 ফেব্রুয়ারি : সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক ৷ সঙ্গীত জগতের সদ্য প্রয়াত বাপী লাহিড়ী ছিলেন আদ্যোপান্ত সুরের জগতের মানুষ ৷ এছাড়া তাঁর রুচি ছিল সোনার গয়নার প্রতি ৷ বাপ্পি লাহিড়ীর স্টাইল কোশেন্ট ৷ এসব তথ্য সবার জানা ৷ কিন্তু জানেন কি সঙ্গীত জগতের এই দিকপাল মানুষটি একসময় রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন (Bappi Lahiri Political career) ৷ আর রাজনৈতিক ক্ষেত্রে ভাগ্য পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন নিজের জন্মভূমি, এই বাংলাকে !

বুধ সকালে একটা মনখারাপ করা খবরে ঘুম ভেঙেছে দেশবাসীর ৷ দীর্ঘ রোগভোগের পর পরলোকে পাড়ি দিয়েছেন সুরের স্র্ষ্টা বাপ্পি লাহিড়ি ৷ যাঁর সুরে সুরালোকিত হয়েছে বাংলা থেকে হিন্দি সিনেমার জগত ৷ তবে বাংলার তুলনায় বলিউডে তাঁর কাজের পরিধি ছিল অনেকটাই বেশি ৷ দীর্ঘ সময় ধরে নিজের সুরে আচ্ছন্ন করে রেখেছেন অনুরাগীদের ৷ সাধারণত এমন শিল্পীরা রাজনীতির জগত থেকে দূরেই থাকেন ৷ কিন্তু জলপাইগুড়ির মধ্যবিত্ত পরিবার থেকে গানের জগতের ডিস্কো কিং হয়ে ওঠা মানুষটি রাজনীতিতেও ভাগ্য পরীক্ষার লড়াইয়ে নেমে পড়েছিলেন (Bappi Lahiri in politics) ৷ হতে পারে তাতে সফল হননি ৷ তাঁর মৃত্যুর পর এই অজানা দিকটি সাধারণের সামনে এসেছে ৷

Bappi Lahiri Political career
নমিনেশন জমা দেওয়ার পর পরিবার সহ বাপ্পি দা

বাংলায় তখন ঘাসফুলের হাওয়া ৷ দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু বাপ্পী লাহিড়ী সেই স্রোতে গা ভাসাননি ৷ বরং গেরুয়া শিবিরের হাত ধরে রাজনীতির জগতে তাঁর প্রবেশ ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে শ্রীরামপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ৷ উল্টোদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির ময়দানে কেমন লড়াই দিয়েছিলেন সুরের জগতের রাজা ? শিল্পীকে কাছে পেয়ে শ্রীরামপুরের মানুষের কী প্রতিক্রিয়া ছিল ? আজ তাঁর প্রয়াণের আট বছর আগের স্মৃতির ঝাঁপি খুলেছেন শ্রীরামপুরবাসী ৷

Bappi Lahiri Political career
প্রচারে বেরিয়ে

আরও পড়ুন : Usha Uthup remembers Bappi Lahiri : গয়না পরতেন তো কী ! তিনি চেয়েছিলেন রকস্টার হতে, হয়েওছেন: ঊষা উত্থুপ

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সেবার নির্বাচনী প্রচার শুরু করেন বাপ্পী লাহিড়ী । উত্তরপাড়া থেকে শ্রীরামপুরে আসার সময় পথঘাটে জনবিস্ফোরণ ঘটেছিল ৷ চারিদিকে মানুষের উল্লাস ৷ শ্রীরামপুরের মানুষজন উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন সঙ্গীত শিল্পীকে । উত্তরপাড়া থেকে চাঁপদানি পর্যন্ত গানে গানে প্রচার করেছিলেন । তাঁর জনপ্রিয়তার সামনে একটু যেন পিছিয়েই ছিলেন তৃণমূলের দাপুটে নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনিও সেলিব্রিটি প্রতিদ্বন্দ্বীকে লড়াই ছুঁড়ে দিয়েছিলেন গানের মাধ্যমেই ৷ অবশ্য শেষমেশ রাজনীতির ময়দানে হারতে হয়েছিল বাপ্পী লাহিড়ীকে । তবে শ্রীরামপুরের বিজেপি নেতৃত্ব ও মানুষের মধ্যে 'সঙ্গীতশিল্পী' বাপ্পি লাহিড়ী চিরকাল বেঁচে থাকবেন ৷ শ্রীরামপুরের বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করতে গিয়ে বলেছেন, "রাজনৈতিকভাবে লড়াই হয়েছিল । বাপ্পি লাহিড়ীর গান দিয়েই তাঁর বিরুদ্ধে প্রচার করেছিলাম । মুম্বই সে আয়া মেরে দোস্ত, দোস্তকে সেলাম কর । তবে ভোটের পর থেকে আর যোগাযোগ ছিল না । ওঁনার আত্মার শান্তি কামনা করি ।"

Bappi Lahiri Political career
লোকসভা ভোটে সর্বক্ষণের ছায়াসঙ্গী ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে বাপ্পি লাহিড়ী

ভোটের ময়দানে সেইসময় বাপ্পি লাহিড়ীর ছায়াসঙ্গী ছিলেন বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য ৷ শিল্পীর নির্বাচনী প্রচার থেকে সবকিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন ভাস্কর বাবু ৷ শিল্পীর সান্নিধ্য পেয়ে নিজেকে গর্বিত মনে হয়েছিল ৷ আটবছর আগের কথা হলেও গড়গড় করে বলে গেলেন সবকিছু ৷ বললেন, "পুজো দিয়ে উত্তরপাড়া থেকে বাপ্পিদার মিছিল শুরু হয়েছিল দুপুর আড়াইটে নাগাদ । শ্রীরামপুরে এসে সেই মিছিল শেষ হয় রাত 9টায় । এত মানুষ ভিড় জমিয়েছিলেন যে গাড়ি এগোনো দুঃসাধ্য উঠেছিল ৷ যেখানেই প্রচারে গিয়েছেন অনুরাগীদের জন্য গান গেয়েছেন । ডিস্কো ডান্সার থেকে অমর প্রেম, অবলীলায় গেয়ে চলেন ।

আরও পড়ুন : Bappi Lahiri the Disco King Of India : চির ঘুমের দেশে ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং, এক বর্ণময় অধ্য়ায়ের পরিসমাপ্তি

মনোনয়ন জমা দেওয়ার দিন সঙ্গীতশিল্পীর স্ত্রী, পুত্র-সহ পুরো পরিবার শ্রীরামপুরে এসেছিলেন ৷ দিনটির কথা আলাদাভাবে মনে রেখেছেন ভাস্কর ভট্টাচার্য ৷ বললেন, "প্রচুর মানুষের ভিড় জমিয়েছিলেন সেদিন ৷ যা দেখে ডিস্কো কিং বলেন, ভাস্কর আমি তো জিতেই গিয়েছি ৷ এত মানুষের ভালবাসা ৷ নির্বাচনটা জেতা আমার কাছে কোনও ব্যাপার নয় ৷"

নিজের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী ছিলেন ৷ এ রাজ্যের মানুষের হৃদয়ে তাঁর গান ৷ কিন্তু রাজনীতি সচেতন বাংলার মানুষের মন জয় করতে পারেননি ৷ রাজনীতির রুক্ষ ময়দানে বাস্তবতার খোঁজ পেয়েছিলেন সেদিনই যেদিন পরাজয়ের গ্নানিতে মুখ ডোবাতে হয়েছিল ৷ সেটাই শেষ ৷ এরপর আর রাজনীতির ধার মাড়াননি বাপ্পি দা ৷ ফিরে গিয়েছিলেন নিজের জগতে ৷

আরও পড়ুন : Bappi Lahiri A Memorable Journey : ফিরে দেখা ডিস্কো কিং বাপ্পিদার বর্ণময় সঙ্গীত যাত্রা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.