ETV Bharat / state

"কাটমানির টাকা ফেরত চাই " চন্দননগরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নামে ব্যানার - ex- tmc councilor

চন্দননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নামে ব্যানার পড়ল । তাতে লেখা "সুপর্ণা মণ্ডল তোমায় জানাই ধিক্কার । কাটমানির টাকা ফেরত চাই ।"

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নামে ব্যানার
author img

By

Published : Jun 21, 2019, 11:52 PM IST

Updated : Jun 22, 2019, 12:01 AM IST

চন্দননগর, 21 জুন : চন্দননগরের 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে । সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছে । তাতে লেখা রয়েছে , "সুপর্ণা মণ্ডল তোমায় জানাই ধিক্কার । কাটমানির টাকা ফেরত চাই ।"

বিরোধীদের অভিযোগ, সুপর্ণা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর থাকাকালীন তিনি বাড়ি তৈরি ও দোকান বসানোর নাম করে এলাকাবাসীর কাছ থেকে টাকা তোলেন । তবে কে বা কারা ব্যানারগুলি লাগিয়েছে সেটা এখনও জানা যায়নি ।

tmc, suparna mandal
সুপর্ণা মণ্ডল, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (5 নম্বর ওয়ার্ড , চন্দননগর)

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুপর্ণা । তাঁর দাবি, CPI(M) ও BJP একজোট বেঁধে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে । তিনি বলেন, "5 নম্বর ওয়ার্ড পুরোটাই বস্তি এলাকা । এখানে কাটমানি খাওয়ার কোনও জায়গাই নেই । সুতরাং আমার নামে কোনও অভিযোগ উঠলে সেটা পুরোটাই রাজনৈতিক চক্রান্ত । যদি সত্যি আমি টাকা তুলে থাকি আমরা বিরুদ্ধে তদন্ত হোক । তদন্তে যদি ধরা পরে আমি দোষী তাহলে প্রশাসন যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব । দল আমাকে শাস্তি দেব আমি সেটাও মাথা পেতে নেব । "

এইবিষয়ে স্থানীয় CPI(M) নেতা হীরালাল সিং বলেন, "সুপর্ণা মণ্ডল দীর্ঘদিন বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন । গঙ্গার ধারে টিনের ঘর করতে দেওয়ার জন্য এক লাখ টাকা করে নিয়েছেন তিনি । তাছাড়াও বিভিন্নভাবে তোলা তুলে নিজে মার্বেল দিয়ে বাড়ি তৈরি করেছেন । স্থানীয়দের জিজ্ঞাসা করলে সব পরিষ্কার হয়ে যাবে ।"

চন্দননগর, 21 জুন : চন্দননগরের 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে । সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছে । তাতে লেখা রয়েছে , "সুপর্ণা মণ্ডল তোমায় জানাই ধিক্কার । কাটমানির টাকা ফেরত চাই ।"

বিরোধীদের অভিযোগ, সুপর্ণা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর থাকাকালীন তিনি বাড়ি তৈরি ও দোকান বসানোর নাম করে এলাকাবাসীর কাছ থেকে টাকা তোলেন । তবে কে বা কারা ব্যানারগুলি লাগিয়েছে সেটা এখনও জানা যায়নি ।

tmc, suparna mandal
সুপর্ণা মণ্ডল, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (5 নম্বর ওয়ার্ড , চন্দননগর)

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুপর্ণা । তাঁর দাবি, CPI(M) ও BJP একজোট বেঁধে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে । তিনি বলেন, "5 নম্বর ওয়ার্ড পুরোটাই বস্তি এলাকা । এখানে কাটমানি খাওয়ার কোনও জায়গাই নেই । সুতরাং আমার নামে কোনও অভিযোগ উঠলে সেটা পুরোটাই রাজনৈতিক চক্রান্ত । যদি সত্যি আমি টাকা তুলে থাকি আমরা বিরুদ্ধে তদন্ত হোক । তদন্তে যদি ধরা পরে আমি দোষী তাহলে প্রশাসন যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব । দল আমাকে শাস্তি দেব আমি সেটাও মাথা পেতে নেব । "

এইবিষয়ে স্থানীয় CPI(M) নেতা হীরালাল সিং বলেন, "সুপর্ণা মণ্ডল দীর্ঘদিন বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন । গঙ্গার ধারে টিনের ঘর করতে দেওয়ার জন্য এক লাখ টাকা করে নিয়েছেন তিনি । তাছাড়াও বিভিন্নভাবে তোলা তুলে নিজে মার্বেল দিয়ে বাড়ি তৈরি করেছেন । স্থানীয়দের জিজ্ঞাসা করলে সব পরিষ্কার হয়ে যাবে ।"

Intro:চন্দননগর প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ।চন্দননগর 5নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছে।অভিযোগ তৃণমূলের সুপর্ণা মন্ডল নামে এই কাউন্সিলার থাকা কালীন বাড়ি তৈরি ও দোকান বসানো নাম করে বিভিন্ন লোকের কাছে টাকা তোলেন বলে অভিযোগ বিরোধী দের।তবে কে এই ব্যানার লাগিয়েছে সেটা কেউই স্বীকার করেননি।তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলার সুপর্ণা দেবী।তার দাবি Cpim ও বিজেপি এক সঙ্গে জোট বেঁধে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।যদি সত্যি আমি টাকা তুলে থাকি আমরা বিরুদ্ধে তদন্ত হোক।তাহলেই পরিষ্কার হয়ে যাবে।Body:WB_HGL_21JUNE_CHANDANNAGAR EX COUNCILOR CORRUPTION_7203418Conclusion:
Last Updated : Jun 22, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.