চন্দননগর, 21 জুন : চন্দননগরের 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে । সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছে । তাতে লেখা রয়েছে , "সুপর্ণা মণ্ডল তোমায় জানাই ধিক্কার । কাটমানির টাকা ফেরত চাই ।"
বিরোধীদের অভিযোগ, সুপর্ণা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর থাকাকালীন তিনি বাড়ি তৈরি ও দোকান বসানোর নাম করে এলাকাবাসীর কাছ থেকে টাকা তোলেন । তবে কে বা কারা ব্যানারগুলি লাগিয়েছে সেটা এখনও জানা যায়নি ।
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুপর্ণা । তাঁর দাবি, CPI(M) ও BJP একজোট বেঁধে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে । তিনি বলেন, "5 নম্বর ওয়ার্ড পুরোটাই বস্তি এলাকা । এখানে কাটমানি খাওয়ার কোনও জায়গাই নেই । সুতরাং আমার নামে কোনও অভিযোগ উঠলে সেটা পুরোটাই রাজনৈতিক চক্রান্ত । যদি সত্যি আমি টাকা তুলে থাকি আমরা বিরুদ্ধে তদন্ত হোক । তদন্তে যদি ধরা পরে আমি দোষী তাহলে প্রশাসন যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব । দল আমাকে শাস্তি দেব আমি সেটাও মাথা পেতে নেব । "
এইবিষয়ে স্থানীয় CPI(M) নেতা হীরালাল সিং বলেন, "সুপর্ণা মণ্ডল দীর্ঘদিন বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন । গঙ্গার ধারে টিনের ঘর করতে দেওয়ার জন্য এক লাখ টাকা করে নিয়েছেন তিনি । তাছাড়াও বিভিন্নভাবে তোলা তুলে নিজে মার্বেল দিয়ে বাড়ি তৈরি করেছেন । স্থানীয়দের জিজ্ঞাসা করলে সব পরিষ্কার হয়ে যাবে ।"