ETV Bharat / state

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, আক্রান্ত গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি - Manoranjan Pal

স্বয়ম্ভর গোষ্ঠীর কাজ নিয়ে মনোরঞ্জনবাবুর সঙ্গে দেবাশিসের বাকবিতন্ডা শুরু হয় । কথা কাটাকাটি হাতাহাতিতে পৌঁছায় ৷

আক্রান্ত গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল
আক্রান্ত গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল
author img

By

Published : May 30, 2021, 8:55 PM IST

গোঘাট, 30 মে : আক্রান্ত হলেন গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল ৷ আজ তাঁর বাড়িতে পেশায় ঠিকাদার দেবাশিস চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন পৌঁছায় । স্বয়ম্ভর গোষ্ঠী কাজ নিয়ে মনোরঞ্জনবাবুর সঙ্গে দেবাশিসের বাকবিতন্ডা শুরু হয় । কথা কাটাকাটি হাতাহাতিতে পৌঁছায় ৷ দেবাশিস চট্টোপাধ্যায়ের অভিযোগ, স্বয়ম্ভর গোষ্ঠীর কাজ নিয়ে মনোরঞ্জনবাবু বহু বছর ধরে বেনিয়ম করে যাচ্ছেন । এরই প্রতিবাদ জানাতে তাঁরা বাড়িতে উপস্থিত হয়েছিলেন ।

এই বিষয়ে মনোরঞ্জন পাল বলেছেন, "দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি । ভোটের ফল ঘোষণা হওয়ার পর দলগতভাবে বেনজির হিংসাত্মক আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্নভাবে । যাঁরা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাঁদের প্রত্যেকের মুখে মানস মজুমদার ও ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজার কথার উল্লেখ শোনা যাচ্ছিল । এ থেকে স্পষ্ট আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে । সমস্ত ঘটনার পেছনে মাস্টারমাইন্ড ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা ।" যদিও নারায়ণচন্দ্র পাঁজা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা মনোরঞ্জন পাল ।

আক্রান্ত গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল

আরও পড়ুন : আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা দিলীপ ঘোষ পাগলের মতো বকছেন : কল্যাণ

এই বিষয়ে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বলেছেন, "স্বয়ম্ভর গোষ্ঠীর সমস্যা প্রশাসনিকভাবে মেটানো দরকার ছিল ৷ মনোরঞ্জনবাবুর বাড়ি গিয়ে এমন হামলা করাটা ঠিক হয়নি ৷" এদিকে তৃণমূল নেতৃত্বের একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । আরামবাগে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, "এটা লজ্জার । এখনও অনেক বাকি ।"

গোঘাট, 30 মে : আক্রান্ত হলেন গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল ৷ আজ তাঁর বাড়িতে পেশায় ঠিকাদার দেবাশিস চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন পৌঁছায় । স্বয়ম্ভর গোষ্ঠী কাজ নিয়ে মনোরঞ্জনবাবুর সঙ্গে দেবাশিসের বাকবিতন্ডা শুরু হয় । কথা কাটাকাটি হাতাহাতিতে পৌঁছায় ৷ দেবাশিস চট্টোপাধ্যায়ের অভিযোগ, স্বয়ম্ভর গোষ্ঠীর কাজ নিয়ে মনোরঞ্জনবাবু বহু বছর ধরে বেনিয়ম করে যাচ্ছেন । এরই প্রতিবাদ জানাতে তাঁরা বাড়িতে উপস্থিত হয়েছিলেন ।

এই বিষয়ে মনোরঞ্জন পাল বলেছেন, "দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি । ভোটের ফল ঘোষণা হওয়ার পর দলগতভাবে বেনজির হিংসাত্মক আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্নভাবে । যাঁরা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাঁদের প্রত্যেকের মুখে মানস মজুমদার ও ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজার কথার উল্লেখ শোনা যাচ্ছিল । এ থেকে স্পষ্ট আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে । সমস্ত ঘটনার পেছনে মাস্টারমাইন্ড ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা ।" যদিও নারায়ণচন্দ্র পাঁজা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা মনোরঞ্জন পাল ।

আক্রান্ত গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল

আরও পড়ুন : আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা দিলীপ ঘোষ পাগলের মতো বকছেন : কল্যাণ

এই বিষয়ে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বলেছেন, "স্বয়ম্ভর গোষ্ঠীর সমস্যা প্রশাসনিকভাবে মেটানো দরকার ছিল ৷ মনোরঞ্জনবাবুর বাড়ি গিয়ে এমন হামলা করাটা ঠিক হয়নি ৷" এদিকে তৃণমূল নেতৃত্বের একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । আরামবাগে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, "এটা লজ্জার । এখনও অনেক বাকি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.