ETV Bharat / state

আক্রান্তদের পরিবারের জন্য বিনামূল্যে খাবার আরামবাগ পৌরসভার

author img

By

Published : May 14, 2021, 8:03 PM IST

করোনা আক্রান্ত পরিবারের সদস্যরা প্রতিদিন সকালে টোল ফ্রি নম্বরে 9775559113, 7719196281, 8918015201 ফোন করে জানালেই দুপুরের খাবার পৌঁছে যাবে বাড়িতে ৷

arambagh
arambagh

আরামবাগ, 14 মে : বাড়িতে করোনা আক্রান্ত ৷ পরিবারের অন্যান্য সদস্যরাও হোম আইসোলেশনে রয়েছেন ৷ বাড়ি থেকে বেরোনোর উপায় নেই ৷ এমন অবস্থায় ওইসব পরিবারগুলির সাহায্যে এগিয়ে এল আরামবাগ পৌরসভা ৷ হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পৌরসভা ৷

নদীতে ভেসে আসা শব, অক্সিজেনের হাহাকার, সামাজিক মাধ্যম থেকে সংবাদমাধ্যম, মন খারাপ করে দেওয়া ছবি সর্বত্রই ৷ কিন্তু এটা যদি মুদ্রার এক পিঠ হয়, তাহলে উল্টোদিকটাও রয়েছে ৷ সেটাই প্রমাণ করল আরামবাগ পৌরসভা । করোনা আক্রান্ত হলে কত ধরনের ভোগান্তি হতে পারে তার নানা ছবি উঠে এসেছে । হাসপাতালে ভর্তি হতে হয়রানি, পাড়ায় একঘরে হওয়া, মৃত্যু ঘটলে সৎকারে সমস্যা ৷ বাড়িতে কেউ করোনা আক্রান্ত হলে পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকার কথা । করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি থাকলেও পরিবারের লোকজনকে বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন চিকিৎসকরা । এই দুর্দিনে এমন পরিবারগুলিকে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আরামবাগ পৌরসভা ৷ আজ থেকে শুরু হয়েছে এই উদ্যোগ ৷

আক্রান্তদের পরিবারের জন্য বিনামূল্যে খাবার আরামবাগ পৌরসভার

আরও পড়ুন : করোনার ভয়ে সিঁটিয়ে পরিজনেরা, হরেন্দ্রনাথের দেহ সৎকার আশিক-গোলামদের

করোনা আক্রান্ত পরিবারের সদস্যরা প্রতিদিন সকালে টোল ফ্রি নম্বরে 9775559113, 7719196281, 8918015201 ফোন করে জানালেই দুপুরের খাবার পৌঁছে যাবে বাড়িতে ৷ জানিয়েছেন পৌর প্রশাসক স্বপন নন্দী । পৌরসভার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী ৷ মানুষের পাশে দাঁড়াতে পেরে পৌরসভার কর্মীরাও খুশি ৷

আরামবাগ, 14 মে : বাড়িতে করোনা আক্রান্ত ৷ পরিবারের অন্যান্য সদস্যরাও হোম আইসোলেশনে রয়েছেন ৷ বাড়ি থেকে বেরোনোর উপায় নেই ৷ এমন অবস্থায় ওইসব পরিবারগুলির সাহায্যে এগিয়ে এল আরামবাগ পৌরসভা ৷ হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পৌরসভা ৷

নদীতে ভেসে আসা শব, অক্সিজেনের হাহাকার, সামাজিক মাধ্যম থেকে সংবাদমাধ্যম, মন খারাপ করে দেওয়া ছবি সর্বত্রই ৷ কিন্তু এটা যদি মুদ্রার এক পিঠ হয়, তাহলে উল্টোদিকটাও রয়েছে ৷ সেটাই প্রমাণ করল আরামবাগ পৌরসভা । করোনা আক্রান্ত হলে কত ধরনের ভোগান্তি হতে পারে তার নানা ছবি উঠে এসেছে । হাসপাতালে ভর্তি হতে হয়রানি, পাড়ায় একঘরে হওয়া, মৃত্যু ঘটলে সৎকারে সমস্যা ৷ বাড়িতে কেউ করোনা আক্রান্ত হলে পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকার কথা । করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি থাকলেও পরিবারের লোকজনকে বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন চিকিৎসকরা । এই দুর্দিনে এমন পরিবারগুলিকে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আরামবাগ পৌরসভা ৷ আজ থেকে শুরু হয়েছে এই উদ্যোগ ৷

আক্রান্তদের পরিবারের জন্য বিনামূল্যে খাবার আরামবাগ পৌরসভার

আরও পড়ুন : করোনার ভয়ে সিঁটিয়ে পরিজনেরা, হরেন্দ্রনাথের দেহ সৎকার আশিক-গোলামদের

করোনা আক্রান্ত পরিবারের সদস্যরা প্রতিদিন সকালে টোল ফ্রি নম্বরে 9775559113, 7719196281, 8918015201 ফোন করে জানালেই দুপুরের খাবার পৌঁছে যাবে বাড়িতে ৷ জানিয়েছেন পৌর প্রশাসক স্বপন নন্দী । পৌরসভার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী ৷ মানুষের পাশে দাঁড়াতে পেরে পৌরসভার কর্মীরাও খুশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.