ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত ব্যাঙ্ককর্মী, চুঁচুড়ায় বন্ধ SBI-র প্রধানশাখা

author img

By

Published : Jul 8, 2020, 8:47 PM IST

SBI-র চুঁচুড়ার প্রধান শাখায় এক মহিলা কর্মী কোরোনায় আক্রান্ত । 14 দিনের জন্য বন্ধ হল ব্যাঙ্ক পরিষেবা ।

Corona positive case in SBI brunch
Corona positive case in SBI brunch

চুঁচুড়া, 7 জুলাই : SBI-র এক মহিলা ব্যাঙ্ক কর্মী কোরোনায় আক্রান্ত । 14 দিনের জন্য ব্যাঙ্ক পরিষেবা বন্ধ করা হল । চুঁচুড়া আখনবাজারে SBI-এর মেইন ব্রাঞ্চের ঘটনা ।

জানা গেছে জানা গেছে ওই কর্মী কলকাতার বাসিন্দা । গত শনিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন । শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি লালারসের নমুনার পরীক্ষা করান । আজ সেই রিপোর্ট মেলে। রিপোর্টে কোভিড পজিটিভ জানতে পেরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বন্ধ করে দিল ব্যাঙ্ক । অবশ্য বুধবার দুপুর দুটো পর্যন্ত ব্যাঙ্ক খোলা ছিল ।

ওই ব্যাঙ্কের অন্য এক কর্মী জানান, ব্যাঙ্কের সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক লাগোয়া ATM, ডিপোজিট কিয়স্ক । খুব শীঘ্রই ব্যাঙ্কটিকে স্যানিটাইজ করা হবে । দুসপ্তাহের জন্য গ্রাহকদের অসুবিধা হবে । তবে গ্রাহকরা অনেকেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ।

ইতিমধ্যে হুগলির 21 টি জায়গায় কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে । আগামীকাল বিকাল 5 টার পর থেকে ফের কঠোরভাবে লকডাউন জারি করা হবে বলে জানিয়েছে প্রশাসন ।

চুঁচুড়া, 7 জুলাই : SBI-র এক মহিলা ব্যাঙ্ক কর্মী কোরোনায় আক্রান্ত । 14 দিনের জন্য ব্যাঙ্ক পরিষেবা বন্ধ করা হল । চুঁচুড়া আখনবাজারে SBI-এর মেইন ব্রাঞ্চের ঘটনা ।

জানা গেছে জানা গেছে ওই কর্মী কলকাতার বাসিন্দা । গত শনিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন । শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি লালারসের নমুনার পরীক্ষা করান । আজ সেই রিপোর্ট মেলে। রিপোর্টে কোভিড পজিটিভ জানতে পেরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বন্ধ করে দিল ব্যাঙ্ক । অবশ্য বুধবার দুপুর দুটো পর্যন্ত ব্যাঙ্ক খোলা ছিল ।

ওই ব্যাঙ্কের অন্য এক কর্মী জানান, ব্যাঙ্কের সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক লাগোয়া ATM, ডিপোজিট কিয়স্ক । খুব শীঘ্রই ব্যাঙ্কটিকে স্যানিটাইজ করা হবে । দুসপ্তাহের জন্য গ্রাহকদের অসুবিধা হবে । তবে গ্রাহকরা অনেকেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ।

ইতিমধ্যে হুগলির 21 টি জায়গায় কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে । আগামীকাল বিকাল 5 টার পর থেকে ফের কঠোরভাবে লকডাউন জারি করা হবে বলে জানিয়েছে প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.