আরামবাগ, 25মে : ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়ার নাম করে এলাকার মানুষের থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেছিলেন গ্রামবাসীরা ৷ কিন্তু সেই সময় সন্ধান মেলেনি অভিযুক্তদের ৷ মঙ্গলবার অভিযুক্তরা এলাকায় আসতেই স্থানীয়রা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ ঘটনাটি আরামবাগের পারুল এলাকার ৷ সেই সঙ্গে তাদের বাড়ি ঘেরাও করে প্রতারিতরা ।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ৷ সেখান থেকেই এক অভিযুক্ত তাপস দাসকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ ৷
স্থানীয়দের অভিযোগ, তাপস দাস, মন্টু সিং সহ বেশ কয়েকজন তাদের ব্যাংকের অ্যাকাউন্ট করে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা নেয় । কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে তাদের দেওয়া টাকা তারা পাননি । একইসঙ্গে তাদের সরকারি গৃহনির্মাণ প্রকল্পে ঘর পাইয়ে দেওয়া হবে বলে জানায় তাপস-মন্টুরা । কিন্তু অবস্থা এখানেও এক । ঘটনার পর থেকে বেপাত্তা ছিল তারা । এদিন তাপস বাড়িতে ফিরতেই স্থানীয়রা বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে । দাবি করে টাকা ফেরত দেওয়ার ৷
আরও পড়ুন: টিটাগড়ে উদ্ধার চুঁচুড়ার ব্যক্তির দেহ, বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ
যদিও টাকা নেয়ার কথা স্বীকার করে নিয়েছে তাপস । তাপসের দাবি, শুধু সে নয়, তার সঙ্গে অনেক জনই এই চক্রের সঙ্গে জড়িত । এ নিয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ শাসকদলকে কটাক্ষ করেছেন ৷