ETV Bharat / state

Asha Worker Misbehaves in Pandua : আশাকর্মীর বিরুদ্ধে শিশুর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ - আশাকর্মীর বিরুদ্ধে পোলিও টিকা নিতে আশা শিশুর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

পাণ্ডুয়ায় আশাকর্মীর বিরুদ্ধে পোলিও টিকা নিতে আশা শিশুর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ (Allegation of Misbehaving Against an Asha Worker in Pandua) ৷ শিশুর বাবাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে (Asha Worker Misbehaves With the Family of a Child) ৷ যা নিয়ে অভিযুক্ত আশাকর্মীর বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা ৷

allegation-of-misbehaving-against-an-asha-worker-in-pandua
allegation-of-misbehaving-against-an-asha-worker-in-pandua
author img

By

Published : May 11, 2022, 12:25 PM IST

পাণ্ডুয়া, 11 মে : স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও মিলল না পোলিও টিকা ৷ উল্টে পোলিও খাওয়াতে নিয়ে যাওয়া শিশুর বাবাকে মারধরের অভিযোগ আশাকর্মীর বিরুদ্ধে (Allegation of Misbehaving Against an Asha Worker in Pandua) ৷ এমনকি শিশুর পোলিও কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশাকর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার দ্বারবাসিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ৷ সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন অভিযোগকারী (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ গত 6 মে’র ঘটনায় পাণ্ডুয়া থানা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অমৃত অধিকারী নামে আক্রান্ত ব্যক্তি ৷ এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক লিখিতভাবে এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

অমৃত অধিকারী অভিযোগ করেছেন, গত 6 মে তিনি এবং তাঁর স্ত্রী 9 মাসের কন্যাসন্তানকে নিয়ে দ্বারবাসিনী স্বাস্থ্য কেন্দ্রে যান পোলিও টিকা দেওয়ানোর জন্য ৷ কতবার পোলিওর টিকা দেওয়া হবে ? তা জানতে তিনি আশাকর্মীদের কাছে যান ৷ সেখানে তিনি এক আশাকর্মীকে বলেন, এর আগে একবার টিকা দেওয়ার সময় সূঁচ আটকে গিয়েছিল ৷ তখন মেয়ে খুবই কষ্ট পেয়েছিল বলে জানান তিনি ৷ অভিযোগ সেই কথা শুনেই রেগে যান আশাকর্মী অনুরূপা দাস ৷ তিনি শিশু ও তার মাকে স্বাস্থ্য কেন্দ্রের ঘর থেকে বের করে দেন (Asha Worker Misbehaves With the Family of a Child) ৷ তাঁদের উপর চিৎকার করা হয় বলেও অভিযোগ ৷

অমৃত অধিকারী এই ঘটনার ভিডিয়ো করছিলেন ৷ অভিযোগ তাঁকে ভিডিয়ো করতে দেখে আরও ক্ষিপ্ত হয়ে যান আশাকর্মী ৷ অন্যান্য আশাকর্মীরাও চিৎকার শুরু করেন বলে অভিযোগ ৷ অমৃত অধিকারী অভিযোগ করেছেন, সেই সময় তাঁকে মারধর করেন ওই আশাকর্মীরা ৷ শিশুকে টিকা না দিয়েই বের করে দেওয়ার অভিযোগ করেছেন অমৃত অধিকারী ৷ এমনকি পোলিও টিকার কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন শিশুর বাবা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে হামের টিকাও দেননি আশাকর্মীরা ৷ এ নিয়ে অভিযুক্ত আশাকর্মীকে প্রশ্ন করা হলে, তিনি কোনও কথা বলতে চাননি ৷

আশাকর্মীর বিরুদ্ধে শিশুর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

আরও পড়ুন : Polio Drive Postponed : করোনার জেরে পিছিয়ে গেল পোলিও ড্রপ অভিযান

পুরো বিষয়টিকে প্রতিকার চেয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন অমৃত অধিকারী ৷ এ নিয়ে পাণ্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক মঞ্জুর আলম জানিয়েছেন, শিশুর পরিবার থেকে এক আশাকর্মীর বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে ৷ এমনকি তিনি একটি ভিডিয়ো দেখে এ সংক্রান্ত ৷ যেখানে শিশুর পরিবারের সঙ্গে চেঁচামেচি করছেন আশাকর্মীরা ৷ তবে, ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, তিনি ছুটিতে ছিলেন বলে অভিযোগপত্র খতিয়ে দেখা হয়নি ৷ কিন্তু, জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া নাকি এ নিয়ে তদন্ত করতে লিখিত নির্দেশ দিয়েছেন ৷ দু-তিনদিনের মধ্যেই তদন্তের জন্য টিম আসবে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷

পাণ্ডুয়া, 11 মে : স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও মিলল না পোলিও টিকা ৷ উল্টে পোলিও খাওয়াতে নিয়ে যাওয়া শিশুর বাবাকে মারধরের অভিযোগ আশাকর্মীর বিরুদ্ধে (Allegation of Misbehaving Against an Asha Worker in Pandua) ৷ এমনকি শিশুর পোলিও কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশাকর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার দ্বারবাসিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ৷ সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন অভিযোগকারী (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ গত 6 মে’র ঘটনায় পাণ্ডুয়া থানা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অমৃত অধিকারী নামে আক্রান্ত ব্যক্তি ৷ এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক লিখিতভাবে এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

অমৃত অধিকারী অভিযোগ করেছেন, গত 6 মে তিনি এবং তাঁর স্ত্রী 9 মাসের কন্যাসন্তানকে নিয়ে দ্বারবাসিনী স্বাস্থ্য কেন্দ্রে যান পোলিও টিকা দেওয়ানোর জন্য ৷ কতবার পোলিওর টিকা দেওয়া হবে ? তা জানতে তিনি আশাকর্মীদের কাছে যান ৷ সেখানে তিনি এক আশাকর্মীকে বলেন, এর আগে একবার টিকা দেওয়ার সময় সূঁচ আটকে গিয়েছিল ৷ তখন মেয়ে খুবই কষ্ট পেয়েছিল বলে জানান তিনি ৷ অভিযোগ সেই কথা শুনেই রেগে যান আশাকর্মী অনুরূপা দাস ৷ তিনি শিশু ও তার মাকে স্বাস্থ্য কেন্দ্রের ঘর থেকে বের করে দেন (Asha Worker Misbehaves With the Family of a Child) ৷ তাঁদের উপর চিৎকার করা হয় বলেও অভিযোগ ৷

অমৃত অধিকারী এই ঘটনার ভিডিয়ো করছিলেন ৷ অভিযোগ তাঁকে ভিডিয়ো করতে দেখে আরও ক্ষিপ্ত হয়ে যান আশাকর্মী ৷ অন্যান্য আশাকর্মীরাও চিৎকার শুরু করেন বলে অভিযোগ ৷ অমৃত অধিকারী অভিযোগ করেছেন, সেই সময় তাঁকে মারধর করেন ওই আশাকর্মীরা ৷ শিশুকে টিকা না দিয়েই বের করে দেওয়ার অভিযোগ করেছেন অমৃত অধিকারী ৷ এমনকি পোলিও টিকার কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন শিশুর বাবা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে হামের টিকাও দেননি আশাকর্মীরা ৷ এ নিয়ে অভিযুক্ত আশাকর্মীকে প্রশ্ন করা হলে, তিনি কোনও কথা বলতে চাননি ৷

আশাকর্মীর বিরুদ্ধে শিশুর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

আরও পড়ুন : Polio Drive Postponed : করোনার জেরে পিছিয়ে গেল পোলিও ড্রপ অভিযান

পুরো বিষয়টিকে প্রতিকার চেয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন অমৃত অধিকারী ৷ এ নিয়ে পাণ্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক মঞ্জুর আলম জানিয়েছেন, শিশুর পরিবার থেকে এক আশাকর্মীর বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে ৷ এমনকি তিনি একটি ভিডিয়ো দেখে এ সংক্রান্ত ৷ যেখানে শিশুর পরিবারের সঙ্গে চেঁচামেচি করছেন আশাকর্মীরা ৷ তবে, ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, তিনি ছুটিতে ছিলেন বলে অভিযোগপত্র খতিয়ে দেখা হয়নি ৷ কিন্তু, জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া নাকি এ নিয়ে তদন্ত করতে লিখিত নির্দেশ দিয়েছেন ৷ দু-তিনদিনের মধ্যেই তদন্তের জন্য টিম আসবে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.