খানাকুল, 20 মে : বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । জখম ওই বিজেপি কর্মীর নাম ঘনশ্যাম রানা ৷ ঘটনাটি খানাকুলের ময়াল এলাকার । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনার তদন্তে খানাকুল থানার পুলিশ ।
বিজেপি কর্মীদের অভিযোগ, গতকাল রাতে ওই বিজেপি কর্মী কোনও কাজে বেরিয়েছিলেন ৷ সেখান থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ।
আরও পড়ুন, নরেন্দ্রপুরে বিজেপি কর্মী খুন, অভিযুক্ত তৃণমূল
এদিকে, আজ সকালে এই ঘটনার প্রতিবাদে খানাকুল থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান । পাশাপাশি, খানাকুল-সহ বিভিন্ন এলাকার ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর দাবি তোলেন তাঁরা।