ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণ না পেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ

author img

By

Published : Jun 25, 2020, 9:48 PM IST

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য টাকা দেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে । এই টাকা বিতরণ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে । প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না, এই অভিযোগে আজ সিঙ্গুরে নসিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ।

aa
বিক্ষোভ

সিঙ্গুর, 25 জুন: আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠছে বারংবার । প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না । বরং সেই জায়গায় যাঁদের ক্ষতিপূরণের দরকার নেই তাঁদেরই টাকা দেওয়া হচ্ছে । এই অভিযোগেই আজ পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । পঞ্চায়েত প্রধান ও সদস্যকে ঘিরে চলে বিক্ষোভ । সিঙ্গুর নসিবপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার ঘটনা ।

গ্রামবাসীর দাবি, ক্ষতিপূরণের তালিকায় নাম নেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের । সেই জায়গায় নাম রয়েছে পাকা ও দোতলা বাড়ির মালিকদের । ত্রাণ বিলিকে কেন্দ্র করে দলবাজির অভিযোগ করেছেন গ্রামবাসীরা । ত্রাণের টাকা না পাওয়ার অভিযোগে আজ সকালে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়ে । গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন পঞ্চায়েত প্রধান দিপালী সাঁতরাও । গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় তাঁর । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে সিঙ্গুর থানার পুলিশ ।

স্থানীয়দের কথায়, "ঝড়ে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে । অনেকের বাড়ির চাল ভেঙে পড়েছে । অথচ প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণের টাকা পাচ্ছেন না । বরং যাঁদের কোনও ক্ষতি হয়নি তাঁরা টাকা পাচ্ছেন । আগে আমরা CPI(M)-এর সমর্থক ছিলাম । এখন আমরা BJP-তে যোগ দিয়েছি । সেই কারণেই আমাদের ত্রাণের টাকা দেওয়া হচ্ছে না ।" অবশ্য গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান দিপালী সাঁতরা । তিনি বলেন, "গ্রামবাসীর অভিযোগ মিথ্যা । একটি ক্ষতিপূরণ তালিকা তৈরি করা হয়েছে । যাঁরা ক্ষতিপূরণ পাননি বলে দাবি করছেন তাঁদের আমার বাড়ি এসে দরখাস্ত করতে হতো । আমাদের পক্ষেও সবার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় ।" পঞ্চায়েত সূত্রে খবর, আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা খতিয়ে দেখা হবে । ক্ষতিগ্রস্ত নন এমন কেউ টাকা পেয়ে থাকলে তা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে । BDO-র কাছে ক্ষতিপূরণ পাওয়ার জন্য ফের আবেদন জানানোর ব্যবস্থা করা হবে ।"

সিঙ্গুর, 25 জুন: আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠছে বারংবার । প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না । বরং সেই জায়গায় যাঁদের ক্ষতিপূরণের দরকার নেই তাঁদেরই টাকা দেওয়া হচ্ছে । এই অভিযোগেই আজ পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । পঞ্চায়েত প্রধান ও সদস্যকে ঘিরে চলে বিক্ষোভ । সিঙ্গুর নসিবপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার ঘটনা ।

গ্রামবাসীর দাবি, ক্ষতিপূরণের তালিকায় নাম নেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের । সেই জায়গায় নাম রয়েছে পাকা ও দোতলা বাড়ির মালিকদের । ত্রাণ বিলিকে কেন্দ্র করে দলবাজির অভিযোগ করেছেন গ্রামবাসীরা । ত্রাণের টাকা না পাওয়ার অভিযোগে আজ সকালে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়ে । গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন পঞ্চায়েত প্রধান দিপালী সাঁতরাও । গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় তাঁর । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে সিঙ্গুর থানার পুলিশ ।

স্থানীয়দের কথায়, "ঝড়ে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে । অনেকের বাড়ির চাল ভেঙে পড়েছে । অথচ প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণের টাকা পাচ্ছেন না । বরং যাঁদের কোনও ক্ষতি হয়নি তাঁরা টাকা পাচ্ছেন । আগে আমরা CPI(M)-এর সমর্থক ছিলাম । এখন আমরা BJP-তে যোগ দিয়েছি । সেই কারণেই আমাদের ত্রাণের টাকা দেওয়া হচ্ছে না ।" অবশ্য গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান দিপালী সাঁতরা । তিনি বলেন, "গ্রামবাসীর অভিযোগ মিথ্যা । একটি ক্ষতিপূরণ তালিকা তৈরি করা হয়েছে । যাঁরা ক্ষতিপূরণ পাননি বলে দাবি করছেন তাঁদের আমার বাড়ি এসে দরখাস্ত করতে হতো । আমাদের পক্ষেও সবার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় ।" পঞ্চায়েত সূত্রে খবর, আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা খতিয়ে দেখা হবে । ক্ষতিগ্রস্ত নন এমন কেউ টাকা পেয়ে থাকলে তা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে । BDO-র কাছে ক্ষতিপূরণ পাওয়ার জন্য ফের আবেদন জানানোর ব্যবস্থা করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.