ETV Bharat / state

পৌরসভার চেয়ারম্যানের ব্যাগে নীল ছবির CD ? ঘেরাও স্থানীয় বাসিন্দাদের

author img

By

Published : Nov 28, 2019, 8:08 PM IST

তারকেশ্বরের পাঁচ নম্বর ওয়ার্ডের রাস মঞ্চের মাঠ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । সেই কেন্দ্রের একটি ঘরে সেখানে ছুটির পর চলত তৃণমূলের ওয়ার্ড কমিটির কাজ । সেখানেই না কি নীল ছবির CD বিক্রির ব্যবসা চলছে । এই অভিযোগে আজ তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা ।

tarekeshwar
ছবিটি প্রতীকী

তারকেশ্বর, 28 নভেম্বর : নীল ছবির CD বিক্রির ব্যবসা চলছে এই অভিযোগে আজ তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা । তারকেশ্বরের পাঁচ নম্বর ওয়ার্ডের রাস মঞ্চের মাঠ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । সেই কেন্দ্রের একটি ঘরে সেখানে ছুটির পর চলত তৃণমূলের ওয়ার্ড কমিটির কাজ । কাজের ফাঁকেই সেখানে নীল ছবির CD বিক্রির ব্যবসা চলত বলে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা । সেই ঘটনায় চেয়ারম্যানের মদত থাকার অভিযোগ ওঠে ।

বিষয়টি এতদিন অভিযোগ হিসেবে থাকলেও আজ চেয়ারম্যান স্বপন সামন্তর ব্যাগের মধ্যে থেকে না কি মেলে নীল ছবির CD । এরপর তাঁকে ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা । পরে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ।

তবে বিষয়টি অস্বীকার করেছেন স্বপনবাবু । তাঁর পালটা অভিযোগ, যে জায়গাটির কথা বলা হচ্ছে সেখানে আগে তৃণমূল কাজ করত । কিন্তু লোকসভা ভোটের পর তা দখল করে নেয় BJP । তারপর থেকে BJP-র ছেলেরাই সেখানে নীল ছবির ব্যবসা করত । 5 নম্বর ওয়ার্ড কমিটির সেক্রেটারি তথা স্থানীয় তৃণমূল নেতা বিমান অধিকারী বলেন, "সকালে ওখানে স্কুল চলত এবং বাকি সময় 5 নম্বর ওয়ার্ড কমিটির অফিস ছিল । ওখানে দলীয় কোনও কাজ হত না । লোকসভা ভোটের পর সেটি BJP দখল করে নেয় ।"

তারকেশ্বর, 28 নভেম্বর : নীল ছবির CD বিক্রির ব্যবসা চলছে এই অভিযোগে আজ তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা । তারকেশ্বরের পাঁচ নম্বর ওয়ার্ডের রাস মঞ্চের মাঠ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । সেই কেন্দ্রের একটি ঘরে সেখানে ছুটির পর চলত তৃণমূলের ওয়ার্ড কমিটির কাজ । কাজের ফাঁকেই সেখানে নীল ছবির CD বিক্রির ব্যবসা চলত বলে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা । সেই ঘটনায় চেয়ারম্যানের মদত থাকার অভিযোগ ওঠে ।

বিষয়টি এতদিন অভিযোগ হিসেবে থাকলেও আজ চেয়ারম্যান স্বপন সামন্তর ব্যাগের মধ্যে থেকে না কি মেলে নীল ছবির CD । এরপর তাঁকে ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা । পরে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ।

তবে বিষয়টি অস্বীকার করেছেন স্বপনবাবু । তাঁর পালটা অভিযোগ, যে জায়গাটির কথা বলা হচ্ছে সেখানে আগে তৃণমূল কাজ করত । কিন্তু লোকসভা ভোটের পর তা দখল করে নেয় BJP । তারপর থেকে BJP-র ছেলেরাই সেখানে নীল ছবির ব্যবসা করত । 5 নম্বর ওয়ার্ড কমিটির সেক্রেটারি তথা স্থানীয় তৃণমূল নেতা বিমান অধিকারী বলেন, "সকালে ওখানে স্কুল চলত এবং বাকি সময় 5 নম্বর ওয়ার্ড কমিটির অফিস ছিল । ওখানে দলীয় কোনও কাজ হত না । লোকসভা ভোটের পর সেটি BJP দখল করে নেয় ।"

Intro:Body:অঙ্গনাওয়ারি স্কুল থেকে উদ্ধার নীল ছবির সিডি,পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ।
চলতো তৃণমূলের পার্টি অফিস দীর্ঘ দিন ধরে এমনই অভিযোগ আসছিলো তারকেশ্বর পাঁচ নম্বর ওয়ার্ডের রাশ মঞ্চ মাঠ এলাকায়।
আজ সকালে পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত ওই স্কুলে গিয়ে দলীয় কাগজপত্র বের করতে যান।তখন নীল ছবির সিডি বেরিয়ে পরে।এলাকার বাসিন্দারা আটকে রাখে চেয়ারম্যানকে।
অভিযোগ এই স্কুলে পর্নো ছবির সিডির ব্যবসা চলতো। তাতে মদত ছিল চেয়ারম্যান সহ তৃণমূল নেতাদের।
চেয়ারম্যানকে ঘন্টা খানেক ঘেরাও করে রাখে এলাকার বাসিন্দারা।এর পরই তারকেশ্বর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।স্থানীয় বিজেপি এই ঘটনা নিয়ে সরব হয়েছে।যদিও তারকেশ্বরের চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন,কিছু হয়নি।যা বলার পরে বলবেন।

যদিও পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির সেক্রেটারি বিমান অধিকারী বলেন সকালে ওখানে স্কুল চলতো এবং বাকি সময় টি পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির অফিস ছিল।ওখানে দলীয় কোন কাজ হতো না।লোকসভা ভোটের পর বিজেপি ওঠা দখল করে নেয়।আজ সকালে ওখানে চেয়ারম্যান যায় তাকে হেনস্থা করা এবং ওখানে যে নীল ছবির যে সিডি উদ্ধার হয়েছে ওগুলো বিজেপির ছেলেরাই রেখে ব্যবসা করতো।আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে বিজেপি।


wb_hgl_01_tarakeswar_5 no ward scholl_copi_10007

B_1_জগন্নাথ দাস (বিজেপি)
B_2_স্বপন সামন্ত (চেয়ারম্যান
B_3_বিমান অধিকারী(ওয়ার্ড সেক্রেটারি)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.