ETV Bharat / state

প্রেমে প্রত্যাখ্যাত, আত্মঘাতী যুবক - আরামবাগ

পরিবারের পক্ষ থেকে জানান হয় প্রেমঘটিত কারণেই এই আত্মহত্যা । দীর্ঘ দুই বছর ধরে সম্পর্ক চলার পর সেই সম্পর্ক কিছুদিন আগে ভেঙে যায় । তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন আইনের দ্বিতীয় বর্ষের এই কৃতী ছাত্র ।

পবিত্র সরকার
পবিত্র সরকার
author img

By

Published : Apr 1, 2021, 6:22 PM IST

আরামবাগ, 1 এপ্রিল : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা আইনের কৃতী ছাত্রের । ঘটনাটি ঘটে আরামবাগের বিবেকানন্দ পল্লিতে । মৃত ছাত্রের নাম পবিত্র সরকার । বৃহস্পতিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রেমঘটিত কারণেই এই আত্মহত্যা । দীর্ঘ দুই বছর ধরে সম্পর্ক চলার পর সেই সম্পর্ক কিছুদিন আগে ভেঙে যায় । তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন আইনের দ্বিতীয় বর্ষের এই কৃতী ছাত্র । পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় , সম্ভবত কোনও হুমকি দেওয়া হচ্ছিল পবিত্রকে । কিন্তু পবিত্র সে কথা কাউকে বলতে পারছিল না । তারপরই বুধবার রাতে গলায় দড়ি দেয় । মৃতের মায়ের অভিযোগ এই ঘটনার সঙ্গে পবিত্রর প্রাক্তন প্রেমিকার মায়ের যোগও আছে ৷

আত্মঘাতী আইনের কৃতি ছাত্র

আরও পড়ুন : দলীয় ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ, পথ অবরোধ তৃণমূল কর্মীদের

এলাকায় কৃতী ছাত্র হিসাবেই পরিচিত ছিল পবিত্র ৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আরামবাগের বিবেকানন্দ পল্লিতে ।

আরামবাগ, 1 এপ্রিল : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা আইনের কৃতী ছাত্রের । ঘটনাটি ঘটে আরামবাগের বিবেকানন্দ পল্লিতে । মৃত ছাত্রের নাম পবিত্র সরকার । বৃহস্পতিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রেমঘটিত কারণেই এই আত্মহত্যা । দীর্ঘ দুই বছর ধরে সম্পর্ক চলার পর সেই সম্পর্ক কিছুদিন আগে ভেঙে যায় । তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন আইনের দ্বিতীয় বর্ষের এই কৃতী ছাত্র । পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় , সম্ভবত কোনও হুমকি দেওয়া হচ্ছিল পবিত্রকে । কিন্তু পবিত্র সে কথা কাউকে বলতে পারছিল না । তারপরই বুধবার রাতে গলায় দড়ি দেয় । মৃতের মায়ের অভিযোগ এই ঘটনার সঙ্গে পবিত্রর প্রাক্তন প্রেমিকার মায়ের যোগও আছে ৷

আত্মঘাতী আইনের কৃতি ছাত্র

আরও পড়ুন : দলীয় ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ, পথ অবরোধ তৃণমূল কর্মীদের

এলাকায় কৃতী ছাত্র হিসাবেই পরিচিত ছিল পবিত্র ৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আরামবাগের বিবেকানন্দ পল্লিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.