ভদ্রেশ্বর, 27 জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বর থানার পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করেছে ৷ বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের তেলিনিপাড়া রাজাবাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মেয়েটি ও বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করার পর বিষয়টি পরিষ্কার হবে ৷
অভিযুক্তের এলাকায় একটি খড়, বিচুলির দোকান আছে ৷ এদিন সেই দোকানেই চাঁদা তুলতে এসেছিলেন স্থানীয় যুবকরা ৷ তাদের দাবি, সেই সময়ে একটি নাবালিকাকে দোকানে অসংলগ্ন অবস্থায় বসে থাকতে দেখেন তারা ৷ ওই যুবকদের বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তারা নাবালিকার সঙ্গে কথা বলেন ৷ অভিযোগ, নাবালিকাকে শ্লীলতাহানি করে ওই দোকানদারই। ঘটনাটি এলাকায় চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধের দোকানের সামনে জমায়েত করে ক্ষোভ প্রকাশ করতে থাকে ৷ উত্তেজনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক করা হয় বৃদ্ধকে। বেশ কয়েকজন সাক্ষীর ভিত্তিতে শ্লীলতাহানি অভিযোগ দায়ের করে পরিবার।
ঘটনা প্রসঙ্গে, চাঁদা তুলতে আসা যুবক আতর আলি বলেন, "আমরা চাঁদা তুলতে গিয়েছিলাম। বিচুলির দোকানে মেয়েটিকে বসিয়ে অভব্য আচরণের চেষ্টা করে ৷ ব্যাপারটি আমাদের চোখে পড়তেই মেয়েটিকে দোকান থেকে বের করে জিজ্ঞাসাবাদ করি । ওই বৃদ্ধের সঙ্গে চাঁদা নিয়েও কোন গণ্ডগোল হয়নি।" স্থানীয় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসে। বৃদ্ধকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷
আরও পড়ুন: পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4
তবে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাদা বলেন, "প্রায় 100 বছরের পুরনো তাদের দোকান ৷ দাদা বয়স্ক মানুষ । নাতির বয়সি মেয়েটি । দাদা বদরাগী। লোকের সঙ্গে রাগারাগি হতে পারে । কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে তা অবিশ্বাস্য। অতিরিক্ত চাঁদা চাওয়ার জন্য বচসা হয় যুবকদের সঙ্গে। সেই কারণে ফাঁসানো হয়েছে ।"