ETV Bharat / state

সিঙ্গুরে গাড়ি থেকে উদ্ধার ৪৮০ লিটার চোলাই মদ

চেকিং চলাকালীন একটি টাটা সুমো থেকে ৪৮০ লিটার চোলাই মদ উদ্ধার করল বড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালককে।

উদ্ধার হওয়া চোলাই
author img

By

Published : Mar 19, 2019, 2:50 PM IST

সিঙ্গুর, ১৯ মার্চ : চেকিং চলাকালীন একটি টাটা সুমো থেকে ৪৮০ লিটার চোলাই মদ উদ্ধার করল বড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালককে। নাম সুশান্ত হাইত। সিঙ্গুরের আজবনগর গ্রামের বাসিন্দা। আটক করা হয়েছে গাড়িটিকেও। ঘটনাটি সিঙ্গুরের ঘনশ্যামপুর সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের।

পুলিশ সূত্রে খবর, ভোটের জন্য সিঙ্গুরের ঘনশ্যামপুর সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কে চেকিং চলছিল। সেইসময় একটি টাটা সুমোকে বাইপাস রোড থেকে জাতীয় সড়কের দিকে আসতে দেখে আটকানো হয়। তল্লাশির পর গাড়ির পিছনের দিক থেকে উদ্ধার হয় চোলাই। জিজ্ঞাসাবাদের পর চোলাই পাচারের কথা স্বীকার করে গাড়ির চালক। গ্রেপ্তার করা হয় ওই চালককে। চোলাই মদগুলি নিয়ে সিঙ্গুর থেকে গুড়াপে যাওয়া হচ্ছিল। ধৃতকে আজ চন্দননগর আদালতে তোলা হবে।

সিঙ্গুর, ১৯ মার্চ : চেকিং চলাকালীন একটি টাটা সুমো থেকে ৪৮০ লিটার চোলাই মদ উদ্ধার করল বড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালককে। নাম সুশান্ত হাইত। সিঙ্গুরের আজবনগর গ্রামের বাসিন্দা। আটক করা হয়েছে গাড়িটিকেও। ঘটনাটি সিঙ্গুরের ঘনশ্যামপুর সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের।

পুলিশ সূত্রে খবর, ভোটের জন্য সিঙ্গুরের ঘনশ্যামপুর সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কে চেকিং চলছিল। সেইসময় একটি টাটা সুমোকে বাইপাস রোড থেকে জাতীয় সড়কের দিকে আসতে দেখে আটকানো হয়। তল্লাশির পর গাড়ির পিছনের দিক থেকে উদ্ধার হয় চোলাই। জিজ্ঞাসাবাদের পর চোলাই পাচারের কথা স্বীকার করে গাড়ির চালক। গ্রেপ্তার করা হয় ওই চালককে। চোলাই মদগুলি নিয়ে সিঙ্গুর থেকে গুড়াপে যাওয়া হচ্ছিল। ধৃতকে আজ চন্দননগর আদালতে তোলা হবে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.