ETV Bharat / state

দাদপুরে পথ দুর্ঘটনায় মৃত 3 পুলিশকর্মী

author img

By

Published : Sep 11, 2020, 11:19 AM IST

Updated : Sep 11, 2020, 12:10 PM IST

পথ দুর্ঘটনায় মৃত্যু হল 3 পুলিশকর্মীর ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

3-police-personnel-died-in-road-accident
দাদপুরে 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত 3 পুলিশকর্মী

দাদপুর, 11 সেপ্টেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা পুলিশ আধিকারিকসহ তিন পুলিশকর্মীর ৷ আজ সকালে দাদপুরের হোদলায়রা এলাকার 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের নাম দেবশ্রী চট্টোপাধ্যায়( পুলিশ আধিকারিক), তাপস বর্মণ ও গাড়িচালক মনোজ সাহা ৷ ঘটনার খবর পেয়ে হুগলি পুলিশের SP (গ্রামীণ) তথাগত বসু ঘটনাস্থানে আসেন ৷ তদন্তের জন্য আসে স্পেশাল টিম ৷

দেবশ্রী চট্টোপাধ্যায় রাজ্য পুলিশের CO পদে 12 ব্যাটেলিয়নের ডাবগ্রামে পোস্টেড ছিলেন ৷ আজ সকাল সাড়ে 6 টা নাগাদ 2 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে আধিকারিকের স্করপিও গাড়িটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দাদপুর থানার পুলিশ ৷ আহত তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

দাদপুরে পথ দুর্ঘটনায় মৃত 3 পুলিশকর্মী

পুলিশের প্রাথমিক অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন ৷ দুর্ঘটনা প্রসঙ্গে তথাগত বসু বলেন, তাঁদের গাড়িটি কলকাতা ফেরার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে ৷ আমাদের ফরেনসিক টিম দিয়ে তদন্ত করা হবে ৷ মৃতদের পরিজনকে খবর দেওয়া হয়েছে ৷

দাদপুর, 11 সেপ্টেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা পুলিশ আধিকারিকসহ তিন পুলিশকর্মীর ৷ আজ সকালে দাদপুরের হোদলায়রা এলাকার 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের নাম দেবশ্রী চট্টোপাধ্যায়( পুলিশ আধিকারিক), তাপস বর্মণ ও গাড়িচালক মনোজ সাহা ৷ ঘটনার খবর পেয়ে হুগলি পুলিশের SP (গ্রামীণ) তথাগত বসু ঘটনাস্থানে আসেন ৷ তদন্তের জন্য আসে স্পেশাল টিম ৷

দেবশ্রী চট্টোপাধ্যায় রাজ্য পুলিশের CO পদে 12 ব্যাটেলিয়নের ডাবগ্রামে পোস্টেড ছিলেন ৷ আজ সকাল সাড়ে 6 টা নাগাদ 2 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে আধিকারিকের স্করপিও গাড়িটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দাদপুর থানার পুলিশ ৷ আহত তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

দাদপুরে পথ দুর্ঘটনায় মৃত 3 পুলিশকর্মী

পুলিশের প্রাথমিক অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন ৷ দুর্ঘটনা প্রসঙ্গে তথাগত বসু বলেন, তাঁদের গাড়িটি কলকাতা ফেরার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে ৷ আমাদের ফরেনসিক টিম দিয়ে তদন্ত করা হবে ৷ মৃতদের পরিজনকে খবর দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 11, 2020, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.