ETV Bharat / state

হুগলিতে বজ্রাঘাতে মৃত 2, আহত 4 - হুগলিতে বজ্রাঘাত

সকাল থেকে হুগলি জেলাজুড়ে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি । আর তাতে মৃত্যু হল দুই জনের ।

thunderstorm
হুগলিতে বজ্রাঘাত
author img

By

Published : Jul 12, 2020, 2:56 AM IST

চন্দননগর, 12 জুলাই : হুগলিতে বজ্রাঘাতে মৃত্যু হল দু'জনের । আহত চারজন । শনিবার সকাল থেকে জেলাজুড়ে শুরু হয় বজ্রপাত-সহ বৃষ্টি । মৃতদের মধ্যে একজনের বাড়ি খানাকুলের তাঁতিশাল এলাকায় । নাম অষ্ট সাঁতরা (৩৫)। অপরজনের বাড়ি পাণ্ডুয়া থানার বৈঁচি গ্রামে । নাম খিপু হাঁসদা (৫০)।

আহত চারজনের মধ্যে একজন মৃত অষ্ট সাঁতরার ছেলে স্বরূপ সাঁতরা। অন্য তিনজন যথাক্রমে আরামবাগের রাগপুর, কলকাতা ও পুড়শুড়া থানার দেউল পাড়া এলাকায় বাসিন্দা । দেওল পাড়ায় শেখ আক্তার আলি নামে এক ব্যক্তি বজ্রঘাতে অগ্নিদগ্ধ হন । তাঁকে আরামবাগ মুহুকুমা হাসপাতালে ভরতি করা হয়।

সকালে আরামবাগের আরান্ডি এলাকায় একটি মন্দিরে পুজো দিতে আসে ভক্তরা । সেই সময় বাজ পড়ে আহত হন চার জন। প্রথমে তাঁদের দক্ষিণ নারায়ণপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । চতুর্থজন অর্থাৎ অষ্ট সাঁতরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

অপর মৃত ব্যক্তি খিপু হাঁসদা । পাণ্ডুয়ার বৈঁচিগ্রাম এলাকায় মাঠে কাজ করছিলেন । বাজ পড়ে । আহত অবস্থায় মাঠে কিছুক্ষণ পড়েছিলেন তিনি । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বৈঁচিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । পরে তাঁর মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

চন্দননগর, 12 জুলাই : হুগলিতে বজ্রাঘাতে মৃত্যু হল দু'জনের । আহত চারজন । শনিবার সকাল থেকে জেলাজুড়ে শুরু হয় বজ্রপাত-সহ বৃষ্টি । মৃতদের মধ্যে একজনের বাড়ি খানাকুলের তাঁতিশাল এলাকায় । নাম অষ্ট সাঁতরা (৩৫)। অপরজনের বাড়ি পাণ্ডুয়া থানার বৈঁচি গ্রামে । নাম খিপু হাঁসদা (৫০)।

আহত চারজনের মধ্যে একজন মৃত অষ্ট সাঁতরার ছেলে স্বরূপ সাঁতরা। অন্য তিনজন যথাক্রমে আরামবাগের রাগপুর, কলকাতা ও পুড়শুড়া থানার দেউল পাড়া এলাকায় বাসিন্দা । দেওল পাড়ায় শেখ আক্তার আলি নামে এক ব্যক্তি বজ্রঘাতে অগ্নিদগ্ধ হন । তাঁকে আরামবাগ মুহুকুমা হাসপাতালে ভরতি করা হয়।

সকালে আরামবাগের আরান্ডি এলাকায় একটি মন্দিরে পুজো দিতে আসে ভক্তরা । সেই সময় বাজ পড়ে আহত হন চার জন। প্রথমে তাঁদের দক্ষিণ নারায়ণপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । চতুর্থজন অর্থাৎ অষ্ট সাঁতরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

অপর মৃত ব্যক্তি খিপু হাঁসদা । পাণ্ডুয়ার বৈঁচিগ্রাম এলাকায় মাঠে কাজ করছিলেন । বাজ পড়ে । আহত অবস্থায় মাঠে কিছুক্ষণ পড়েছিলেন তিনি । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বৈঁচিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । পরে তাঁর মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.