ETV Bharat / state

তৃণমূলকে সমর্থনে অসন্তুষ্ট গুরুংপন্থীরা ? দল ছাড়লেন 12 জন মোর্চা নেতা - বিমল গুরুং

ডুয়ার্সের 18 টি আসনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন বিমল গুরুং ৷ সেই কারণেই কি ক্ষোভ বাড়ছে বিমলপন্থী মোর্চা নেতাদের ?

West Bengal Assembly Election 2021
শুভ প্রধান
author img

By

Published : Mar 15, 2021, 12:09 PM IST

কালিম্পং, 15 মার্চ : নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দল ভাঙার খেলা । সেটা পাহাড় হোক কিংবা সমতল... তৃণমূল হোক কিংবা বিজেপি... গোষ্ঠী কোন্দল হোক কিংবা টিকিট না পাওয়া... সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি । এবার পাহাড়ে ফের বড়সড় ধাক্কা খেলেন বিমল গুরুং । দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন কালিম্পঙের বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা ওই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী শুভ প্রধান । একইসঙ্গে জেলা কমিটির আরও 11 জন সদস্য তথা জিটিএ সভাসদ এবং প্রথম সারির নেতা দলত্যাগ করেছেন । তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন সভাসদ গোপাল রুচেল । একসঙ্গে এতজনের দলত্যাগে অস্বস্তিতে বিমলপন্থী মোর্চা ।

গোর্খা জনমুক্তি মোর্চার বিমল শিবিরের কালিম্পঙে অন্যতম মুখ শুভ প্রধান । তিনি কালিম্পং পৌরসভার চেয়ারম্যানও ছিলেন । বিমল লুকিয়ে থাকাকালীনও বিনয় তামাং শিবিরের কাছে নতি স্বীকার করেননি শুভ প্রধান । বরং পৌরসভা দখল নিয়ে বিনয়রা চাপ সৃষ্টি করায় তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ।

তৃণমূলকে সমর্থনের কারণেই কি দল ছাড়লেন গুরুংপন্থী মোর্চা নেতারা ?

আরও পড়ুন : "আমাদের সঙ্গেই আছেন গুরুং", দাবি বারলা-র

বিমল গুরুংয়ের পাহাড়ে প্রত্যাবর্তনের পর থেকেই সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি । এনডিএ জোট থেকে বেরিয়ে এসে নির্বাচনে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন গুরুং । বিধানসভা নির্বাচনে কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং বিধানসভা কেন্দ্রে নিজস্ব দলীয় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেও তরাই এবং ডুয়ার্সের 18 টি আসনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি । সূত্রের খবর, তাঁর সমর্থনের কথাটি প্রকাশ্যে আসতেই দল ছেড়ে বেরিয়ে আসেন বিক্ষুব্ধরা । তিলক চাঁদ রোকা, সহ-সভাপতি বিশাল ছেত্রী, শঙ্কর অধিকারীর মতো একাধিক নেতা দল ছেড়ে দিয়েছেন এবং বিজেপিতে যোগ দেন । এবার কালিম্পঙের দাপুটে নেতা দল ত্যাগ করায় তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত আরো বেশি প্রকট হয়ে উঠছে ।

কালিম্পং, 15 মার্চ : নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দল ভাঙার খেলা । সেটা পাহাড় হোক কিংবা সমতল... তৃণমূল হোক কিংবা বিজেপি... গোষ্ঠী কোন্দল হোক কিংবা টিকিট না পাওয়া... সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি । এবার পাহাড়ে ফের বড়সড় ধাক্কা খেলেন বিমল গুরুং । দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন কালিম্পঙের বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা ওই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী শুভ প্রধান । একইসঙ্গে জেলা কমিটির আরও 11 জন সদস্য তথা জিটিএ সভাসদ এবং প্রথম সারির নেতা দলত্যাগ করেছেন । তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন সভাসদ গোপাল রুচেল । একসঙ্গে এতজনের দলত্যাগে অস্বস্তিতে বিমলপন্থী মোর্চা ।

গোর্খা জনমুক্তি মোর্চার বিমল শিবিরের কালিম্পঙে অন্যতম মুখ শুভ প্রধান । তিনি কালিম্পং পৌরসভার চেয়ারম্যানও ছিলেন । বিমল লুকিয়ে থাকাকালীনও বিনয় তামাং শিবিরের কাছে নতি স্বীকার করেননি শুভ প্রধান । বরং পৌরসভা দখল নিয়ে বিনয়রা চাপ সৃষ্টি করায় তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ।

তৃণমূলকে সমর্থনের কারণেই কি দল ছাড়লেন গুরুংপন্থী মোর্চা নেতারা ?

আরও পড়ুন : "আমাদের সঙ্গেই আছেন গুরুং", দাবি বারলা-র

বিমল গুরুংয়ের পাহাড়ে প্রত্যাবর্তনের পর থেকেই সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি । এনডিএ জোট থেকে বেরিয়ে এসে নির্বাচনে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন গুরুং । বিধানসভা নির্বাচনে কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং বিধানসভা কেন্দ্রে নিজস্ব দলীয় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেও তরাই এবং ডুয়ার্সের 18 টি আসনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি । সূত্রের খবর, তাঁর সমর্থনের কথাটি প্রকাশ্যে আসতেই দল ছেড়ে বেরিয়ে আসেন বিক্ষুব্ধরা । তিলক চাঁদ রোকা, সহ-সভাপতি বিশাল ছেত্রী, শঙ্কর অধিকারীর মতো একাধিক নেতা দল ছেড়ে দিয়েছেন এবং বিজেপিতে যোগ দেন । এবার কালিম্পঙের দাপুটে নেতা দল ত্যাগ করায় তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত আরো বেশি প্রকট হয়ে উঠছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.