ETV Bharat / state

Vande Bharat Express Train: 6 ঘণ্টাতেই এবার শিলিগুড়ি টু কলকাতা, সামনের শীতের আগেই মিলবে পরিষেবা - বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

আগামী শীতের আগেই চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) । মিরিক, কালিম্পং-সহ নেপাল ও ভুটান সীমান্ত পর্যন্ত ট্রেন চালানোর উদ্যোগ রেলের । ডিসেম্বরের আগেই শেষ হবে সেবক-রংপো প্রকল্পর কাজ ।

Vande Bharat Express Train
আগামী শীতের আগেই চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন
author img

By

Published : Dec 6, 2022, 2:27 PM IST

শিলিগুড়ি, 6 ডিসেম্বর: মাত্র 6 ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে কলকাতা । বিদ্যুতের বেগে ছুটবে ট্রেন । সামনের শীতের আগেই মিলবে সেই পরিষেবা । এমনটাই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রের রেল মন্ত্রক । উত্তরবঙ্গবাসীদের জন্য বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ ।

2023-এর শেষে ওই ট্রেন পরিষেবা চালু করার কথা রয়েছে রেলের । প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে হাওড়া পর্যন্ত ওই ট্রেন চলবে । তার জন্য যাবতীয় প্রক্রিয়াও শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পর কালিম্পং, মিরিক পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে এনএফ রেল । এছাড়াও শিলিগুড়ি 'চিকেন নেক' (Chicken Neck) হওয়ার কারণে শিল্প, বাণিজ্য ও সামরিক উন্নয়নে জন্য যোগাযোগ ব্যবস্থা যাতে সুগম হয় সেজন্য নেপাল ও ভুটান সীমান্ত পর্যন্ত রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । এদিকে, সব ঠিক থাকলে আগামী বছর থেকেই সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষ করে বাংলা সিকিম ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

আগামী শীতের আগেই চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

আরও পড়ুন: বড়দিনের আগে বাতিল জোড়া টয়ট্রেন, রেলের সিদ্ধান্তে চিন্তায় পর্যটন মহল
এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা বলেন, "আগামী বছরের শেষদিকে বন্দে ভারত রেল পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । সেজন্য রেলের লাইন আপগ্রেডেশনের কাজ চলছে । এনএফ রেল মোট পাঁচটি বন্দে ভারত ট্রেন পাবে । প্রথমে শিলিগুড়ির এনজেপি থেকে হাওড়া পর্যন্ত চালু করা হবে । আরেকটি গুয়াহাটি থেকে দিল্লি পর্যন্ত । পাহাড়ের মিরিক, কালিম্পং-সহ নেপাল ও ভুটান সীমান্ত পর্যন্ত যাতে রেল চালানো যায় তার প্রক্রিয়া চলছে । সেবক রেল স্টেশনের কাজ দ্রুত শেষ করা হবে । আগামী বছরের মধ্যে সেবক থেকে রংপো রেল পরিষেবাও চালু হবে ।"

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) বলেন, "বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) কেন্দ্রীয় সরকারের উপহার । উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । পাহাড়েও বেশ কিছু রেল পরিষেবা চালুর দ্রুত ঘোষণা হবে ।"

আরও পড়ুন: ট্রায়ালেই বাজিমাত বন্দে ভারতের, 180 কিলোমিটার গতিতে ছুটল এক্সপ্রেস

জানা গিয়েছে, ইন্দো-চীন সীমান্তের (Indo-China Border) কথা মাথায় রেখেই উত্তরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার । সেজন্য 2023 সালের মার্চের মধ্যে রংপো পর্যন্ত রেল লাইনের কাজ শেষ করে নভেম্বর-ডিসেম্বর থেকে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রেখেছে রেল । অন্যদিকে, সেবক থেকে কালিম্পং ও নকশালবাড়ি থেকে মিরিক পর্যন্ত ট্রেন চালু করার কথাও চিন্তা করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express Train) জন্য এনজেপি থেকে মালদহ পর্যন্ত লাইন আপগ্রেডেশনের কাজ বাকি রয়েছে । বর্তমানে ওই লাইনে যে বিদ্যুতের মাত্রা রয়েছে তাতে 80 কিলোমিটার বেগে ট্রেনে ছুটতে পারে । বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য সেটি বাড়িয়ে অন্তত 130 কিলোমিটার বেগের জন্য তৈরি করা হবে । মার্চের মধ্যে ওই কাজ শেষ করতে বলা হয়েছে ।

শিলিগুড়ি, 6 ডিসেম্বর: মাত্র 6 ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে কলকাতা । বিদ্যুতের বেগে ছুটবে ট্রেন । সামনের শীতের আগেই মিলবে সেই পরিষেবা । এমনটাই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রের রেল মন্ত্রক । উত্তরবঙ্গবাসীদের জন্য বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ ।

2023-এর শেষে ওই ট্রেন পরিষেবা চালু করার কথা রয়েছে রেলের । প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে হাওড়া পর্যন্ত ওই ট্রেন চলবে । তার জন্য যাবতীয় প্রক্রিয়াও শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পর কালিম্পং, মিরিক পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে এনএফ রেল । এছাড়াও শিলিগুড়ি 'চিকেন নেক' (Chicken Neck) হওয়ার কারণে শিল্প, বাণিজ্য ও সামরিক উন্নয়নে জন্য যোগাযোগ ব্যবস্থা যাতে সুগম হয় সেজন্য নেপাল ও ভুটান সীমান্ত পর্যন্ত রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । এদিকে, সব ঠিক থাকলে আগামী বছর থেকেই সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষ করে বাংলা সিকিম ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

আগামী শীতের আগেই চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

আরও পড়ুন: বড়দিনের আগে বাতিল জোড়া টয়ট্রেন, রেলের সিদ্ধান্তে চিন্তায় পর্যটন মহল
এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা বলেন, "আগামী বছরের শেষদিকে বন্দে ভারত রেল পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । সেজন্য রেলের লাইন আপগ্রেডেশনের কাজ চলছে । এনএফ রেল মোট পাঁচটি বন্দে ভারত ট্রেন পাবে । প্রথমে শিলিগুড়ির এনজেপি থেকে হাওড়া পর্যন্ত চালু করা হবে । আরেকটি গুয়াহাটি থেকে দিল্লি পর্যন্ত । পাহাড়ের মিরিক, কালিম্পং-সহ নেপাল ও ভুটান সীমান্ত পর্যন্ত যাতে রেল চালানো যায় তার প্রক্রিয়া চলছে । সেবক রেল স্টেশনের কাজ দ্রুত শেষ করা হবে । আগামী বছরের মধ্যে সেবক থেকে রংপো রেল পরিষেবাও চালু হবে ।"

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) বলেন, "বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) কেন্দ্রীয় সরকারের উপহার । উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । পাহাড়েও বেশ কিছু রেল পরিষেবা চালুর দ্রুত ঘোষণা হবে ।"

আরও পড়ুন: ট্রায়ালেই বাজিমাত বন্দে ভারতের, 180 কিলোমিটার গতিতে ছুটল এক্সপ্রেস

জানা গিয়েছে, ইন্দো-চীন সীমান্তের (Indo-China Border) কথা মাথায় রেখেই উত্তরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার । সেজন্য 2023 সালের মার্চের মধ্যে রংপো পর্যন্ত রেল লাইনের কাজ শেষ করে নভেম্বর-ডিসেম্বর থেকে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রেখেছে রেল । অন্যদিকে, সেবক থেকে কালিম্পং ও নকশালবাড়ি থেকে মিরিক পর্যন্ত ট্রেন চালু করার কথাও চিন্তা করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express Train) জন্য এনজেপি থেকে মালদহ পর্যন্ত লাইন আপগ্রেডেশনের কাজ বাকি রয়েছে । বর্তমানে ওই লাইনে যে বিদ্যুতের মাত্রা রয়েছে তাতে 80 কিলোমিটার বেগে ট্রেনে ছুটতে পারে । বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য সেটি বাড়িয়ে অন্তত 130 কিলোমিটার বেগের জন্য তৈরি করা হবে । মার্চের মধ্যে ওই কাজ শেষ করতে বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.