ETV Bharat / state

Shatrughan Sinha: 2024 সালে গেম চেঞ্জার হবেন অপ্রতিরোধ্য মমতা, লোকসভা নির্বাচন নিয়ে মত শত্রুঘ্নর

author img

By

Published : Jul 1, 2023, 12:03 PM IST

2024 সালে লোকসভা নির্বাচনে গেম চেঞ্জার হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শিলিগুড়িতে নেমে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে এসেছেন তিনি ৷

Shatrughan Sinha on Lok Sabha Elections
শত্রুঘ্ন সিনহা
লোকসভা নির্বাচন নিয়ে মত তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার

শিলিগুড়ি, 1 জুলাই: পঞ্চায়েত ভোটের আগে লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা । তিনি বলেন, "আগামী লোকসভা নির্বাচনে ভেল্কি দেখাবে বিরোধী জোট । গেম চেঞ্জার-অপ্রতিরোধ্য মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতির চাণক্য শরদ পাওয়ার, ইয়ুথ আইকন রাহুল গান্ধি । সঙ্গে রয়েছে লালুপ্রসাদ যাদব ও নিতীশ কুমার । এই জোটের দারুন ফল হবে ।" পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে দলের হয়ে প্রচারে এসে এমনটাই বলতে শোনা গেল বিহারীবাবুকে ।

শুক্রবার রাতে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব । শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারবেন তিনি । প্রচার করার কথা রয়েছে চা বাগানেও । তবে এ দিন বিরোধী জোটের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা ও রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিজেপিকে একহাত নেন এই তারকা সাংসদ ।

শত্রুঘ্ন সিনহা বলেন, "মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা দারুন উন্নয়ন করছে । এবারও নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে ।" এরপরই যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ইডির তলবের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি । সাংসদ বলেন, "ডেকেছে ঠিক আছে । কিন্তু এজেন্সিরা ঠিক কাজ করছে না । মানুষকে বিভ্রান্ত করতে এসব করা হচ্ছে । বিপক্ষদের হয়রানি করার জন্য এসব করা হচ্ছে । এখন বিরোধীদের মধ্যে শক্তি, ঐক্য ও ক্ষমতা রয়েছে । 2024 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার হবেন । প্রতিহিংসা চরিতার্থ করতেই এসব করা হচ্ছে । এটা হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগে জ্বলে ওঠে, বিজেপির পরিস্থিতি এখন ঠিক সেরকম ।"

আরও পড়ুন: বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার বিজেপির, অভিযোগ তৃণমূলের শত্রুঘ্নর

এছাড়াও তিনি জানান, রাজ্যে প্রতিটি নির্বাচনই শান্তিপূর্ণভাবে হয়েছে । কোথাও কোন সংঘর্ষ হয়নি । কিন্তু এই এনডিএ সরকার ও বিজেপি বিভাজনের রাজনীতি করছে ৷ জেলায় জেলায় বিভেদ সৃষ্টি করছে । এসব করা উচিৎ নয় । মহিলা সুরক্ষা বিল পাশ করায়নি, নয় বছরে মনে পরেনি । এখন নির্বাচনের আগে ইউনিফর্ম সিভিল কোর্টর (ইউসিসি) কথা বলছে । মানুষ জানতে পারছে যে এসব ভাওতা, নির্বাচনী কৌশল । আসলে মূল্যবৃদ্ধি, বেকারত্ব থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে বিজেপি এসব করছে বলে তিনি দাবি করেন ।

লোকসভা নির্বাচন নিয়ে মত তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার

শিলিগুড়ি, 1 জুলাই: পঞ্চায়েত ভোটের আগে লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা । তিনি বলেন, "আগামী লোকসভা নির্বাচনে ভেল্কি দেখাবে বিরোধী জোট । গেম চেঞ্জার-অপ্রতিরোধ্য মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতির চাণক্য শরদ পাওয়ার, ইয়ুথ আইকন রাহুল গান্ধি । সঙ্গে রয়েছে লালুপ্রসাদ যাদব ও নিতীশ কুমার । এই জোটের দারুন ফল হবে ।" পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে দলের হয়ে প্রচারে এসে এমনটাই বলতে শোনা গেল বিহারীবাবুকে ।

শুক্রবার রাতে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব । শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারবেন তিনি । প্রচার করার কথা রয়েছে চা বাগানেও । তবে এ দিন বিরোধী জোটের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা ও রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিজেপিকে একহাত নেন এই তারকা সাংসদ ।

শত্রুঘ্ন সিনহা বলেন, "মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা দারুন উন্নয়ন করছে । এবারও নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে ।" এরপরই যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ইডির তলবের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি । সাংসদ বলেন, "ডেকেছে ঠিক আছে । কিন্তু এজেন্সিরা ঠিক কাজ করছে না । মানুষকে বিভ্রান্ত করতে এসব করা হচ্ছে । বিপক্ষদের হয়রানি করার জন্য এসব করা হচ্ছে । এখন বিরোধীদের মধ্যে শক্তি, ঐক্য ও ক্ষমতা রয়েছে । 2024 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার হবেন । প্রতিহিংসা চরিতার্থ করতেই এসব করা হচ্ছে । এটা হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগে জ্বলে ওঠে, বিজেপির পরিস্থিতি এখন ঠিক সেরকম ।"

আরও পড়ুন: বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার বিজেপির, অভিযোগ তৃণমূলের শত্রুঘ্নর

এছাড়াও তিনি জানান, রাজ্যে প্রতিটি নির্বাচনই শান্তিপূর্ণভাবে হয়েছে । কোথাও কোন সংঘর্ষ হয়নি । কিন্তু এই এনডিএ সরকার ও বিজেপি বিভাজনের রাজনীতি করছে ৷ জেলায় জেলায় বিভেদ সৃষ্টি করছে । এসব করা উচিৎ নয় । মহিলা সুরক্ষা বিল পাশ করায়নি, নয় বছরে মনে পরেনি । এখন নির্বাচনের আগে ইউনিফর্ম সিভিল কোর্টর (ইউসিসি) কথা বলছে । মানুষ জানতে পারছে যে এসব ভাওতা, নির্বাচনী কৌশল । আসলে মূল্যবৃদ্ধি, বেকারত্ব থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে বিজেপি এসব করছে বলে তিনি দাবি করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.