ETV Bharat / state

North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, বন্ধ কাজকর্ম, আন্দোলনে অধ্যাপক-কর্মীরা - আন্দোলনে জেরবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

আবাসিকদের পর এবার আন্দোলনের পথ বেছে নিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে কর্মী- সবাই ৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার ৷ এতে কাজকর্ম বন্ধ হওয়ার মুখে বলে অভিযোগ করে কর্মী সংগঠন (North Bengal University agitation) ৷

North Bengal University
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Mar 17, 2023, 7:37 PM IST

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অধ্যাপক থেকে কর্মীরা

শিলিগুড়ি, 17 মার্চ: লাগাতার আন্দোলনে জেরবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ উপাচার্য, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের দাবিতে এবার আন্দোলনে সামিল হল বিশ্ববিদ্যালয়ের শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলের আধিকারিক ও কর্মীরা ৷ হস্টেলের আবাসিকদের পর এবার বিক্ষোভে নামল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতি ও বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ৷ এর ফলে যেটুকু প্রশাসনিক কাজ চলছিল, শুক্রবার তাও বন্ধ হয়ে যায় ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ প্রসঙ্গত, গত বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ৷

এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিতর থেকে গেট বন্ধ করে আন্দোলন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠন ৷ আর তাতে যোগ দিয়েছেন সব বিভাগের অধ্যাপক, আধিকারিক থেকে স্থায়ী কর্মীরা ৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য থেকে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংগঠনের সদস্যরা ৷

বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির সভাপতি তথা কন্ট্রোলার অফ এগজামিনেশন ডঃ দেবাশিস দত্ত বলেন, "আমরা এখনও পর্যন্ত সরকারের উপর আস্থা রাখছি ৷ কিন্তু দ্রুত উপাচার্য, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ না-হলে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ৷ বিদ্যুৎ থাকবে না, বেতন হবে না, পরীক্ষার ফল প্রকাশ হবে না ৷" শিক্ষা কর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত কুমার বলেন, "আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ৷ রাজভবন ও সরকার- কেউ কোনও কাজ করছে না ৷ এই বিশ্ববিদ্যালয়কে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ এরপর আমরা সব বিভাগে তালা মেরে যুগ্ম রেজিস্ট্রার ও অন্য আধিকারিককে আর দফতরে ঢুকতে দেবো না ৷ তাঁদের নিয়ে আন্দোলনে নামব ৷ আর তা না হলে কলকাতায় যাব ৷ সোমবার থেকে বন্ধ হবে বিশ্ববিদ্যালয় ৷"

প্রসঙ্গত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 49 টি কলেজ রয়েছে ৷ সামনেই রয়েছে প্রথম, দ্বিতীয় বর্ষের পরীক্ষা ৷ এক মাস ধরে নেই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার ৷ দু'মাসেরও বেশি সময় ধরে নেই উপাচার্য ৷ ফলে ওই তিন মূল আধিকারিকের পদ শূন্য থাকায় একের পর এক সমস্যা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে ৷ জমা পড়েনি বিদ্যুতের বিল ৷ তেলের টাকা না মেটানোয় বন্ধ হয়েছে বাস ও কর্মীদের গাড়ির পরিষেবা ৷ আগেই বন্ধ হয়েছিল মেসের রান্না ৷ দু'মাস ধরে বিশ্ববিদ্যালয়ের কোনও স্ট্যাটুটারি বডি ও কোনও শাখা কমিটির বৈঠক হয়নি ৷ এই অবস্থায় দু-এক দিনের মধ্যে উপাচার্য নিয়োগ না-হলে সোমবার থেকে স্তব্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়, হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক থেকে কর্মীদের ৷

আরও পড়ুন: সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অধ্যাপক থেকে কর্মীরা

শিলিগুড়ি, 17 মার্চ: লাগাতার আন্দোলনে জেরবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ উপাচার্য, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের দাবিতে এবার আন্দোলনে সামিল হল বিশ্ববিদ্যালয়ের শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলের আধিকারিক ও কর্মীরা ৷ হস্টেলের আবাসিকদের পর এবার বিক্ষোভে নামল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতি ও বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ৷ এর ফলে যেটুকু প্রশাসনিক কাজ চলছিল, শুক্রবার তাও বন্ধ হয়ে যায় ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ প্রসঙ্গত, গত বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ৷

এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিতর থেকে গেট বন্ধ করে আন্দোলন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠন ৷ আর তাতে যোগ দিয়েছেন সব বিভাগের অধ্যাপক, আধিকারিক থেকে স্থায়ী কর্মীরা ৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য থেকে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংগঠনের সদস্যরা ৷

বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির সভাপতি তথা কন্ট্রোলার অফ এগজামিনেশন ডঃ দেবাশিস দত্ত বলেন, "আমরা এখনও পর্যন্ত সরকারের উপর আস্থা রাখছি ৷ কিন্তু দ্রুত উপাচার্য, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ না-হলে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ৷ বিদ্যুৎ থাকবে না, বেতন হবে না, পরীক্ষার ফল প্রকাশ হবে না ৷" শিক্ষা কর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত কুমার বলেন, "আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ৷ রাজভবন ও সরকার- কেউ কোনও কাজ করছে না ৷ এই বিশ্ববিদ্যালয়কে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ এরপর আমরা সব বিভাগে তালা মেরে যুগ্ম রেজিস্ট্রার ও অন্য আধিকারিককে আর দফতরে ঢুকতে দেবো না ৷ তাঁদের নিয়ে আন্দোলনে নামব ৷ আর তা না হলে কলকাতায় যাব ৷ সোমবার থেকে বন্ধ হবে বিশ্ববিদ্যালয় ৷"

প্রসঙ্গত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 49 টি কলেজ রয়েছে ৷ সামনেই রয়েছে প্রথম, দ্বিতীয় বর্ষের পরীক্ষা ৷ এক মাস ধরে নেই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার ৷ দু'মাসেরও বেশি সময় ধরে নেই উপাচার্য ৷ ফলে ওই তিন মূল আধিকারিকের পদ শূন্য থাকায় একের পর এক সমস্যা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে ৷ জমা পড়েনি বিদ্যুতের বিল ৷ তেলের টাকা না মেটানোয় বন্ধ হয়েছে বাস ও কর্মীদের গাড়ির পরিষেবা ৷ আগেই বন্ধ হয়েছিল মেসের রান্না ৷ দু'মাস ধরে বিশ্ববিদ্যালয়ের কোনও স্ট্যাটুটারি বডি ও কোনও শাখা কমিটির বৈঠক হয়নি ৷ এই অবস্থায় দু-এক দিনের মধ্যে উপাচার্য নিয়োগ না-হলে সোমবার থেকে স্তব্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়, হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক থেকে কর্মীদের ৷

আরও পড়ুন: সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.