শিলিগুড়ি, 31 মে: রাজ্যে কোনওভাবেই বাস ভাড়া কোনওভাবেই বৃদ্ধি করা যাবে না। এই মুহুর্তে সরকার বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনওরকম চিন্তাভাবনা করছে না। এখন সরকার জোর দিয়েছে পরিবেশবান্ধব যাত্রী পরিষেবার দিকে। তাই রাজ্য পরিবহণ দফতর সিএনজি ও ই-ভেহিক্যাল কেনার দিকে জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা সাফ জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন উত্তরবঙ্গের আট জেলার পরিবহণ আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক, এসজেডিএ, শিলিগুড়ি পৌরনিগম, পরিবহণ উন্নয়ন নিগম ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক সারেন তিনি।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "বাস মালিকদের নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু তাঁরা নিজেরা ভাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে না-পারায় ভাড়া বাড়েনি। ফলে মুখ্যমন্ত্রী ভাড়া নির্ধারণ করে দেন। আর এখন আর নতুন করে ভাড়া বাড়ানো যাবে না। কেউ অযথা দ্বিগুণ বাড়িয়ে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা আইনি ব্যবস্থা নেওয়া হবে।" এদিন শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের(এনবিএসটিসি) চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও পরে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: অল্প খরচে শৈলরানি পৌঁছে দিতে চার্টার্ড বাস পরিষেবা চালু এনবিএসটিসি'র
বৈঠক সূত্রে জানা গিয়েছে, যানজট সমস্যার সমাধানে শহরে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করা থেকে শুরু করে পাহাড়ের জন্য ছোট ও নতুন বাস চালানো যায় কি না, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বর্ধমান রোডে বাসস্ট্যান্ডকে তিনবাত্তি মোড়ের নতুন বাস টার্মিনালে স্থানান্তরিত করা হবে বলেও ঠিক হয়েছে।
এছাড়া পরিবহণ নগরে ট্রাক টার্মিনাল সরিয়ে নিয়ে গিয়ে সেখানেও বাস রাখা হবে। মন্ত্রী আরও বলেন, "শিলিগুড়ি থেকে প্রচুর বাস কলকাতা-সহ বিভিন্ন জায়গায় যায়। তাই আমাদের প্রথম লক্ষ্য কীভাবে যানজট নিয়ন্ত্রণ করা যায় সেটা দেখা। সেইসঙ্গে এখানকার বাস টার্মিনালগুলোর পরিকাঠামো যাতে উন্নয়ন করা । তবে রাজ্য সরকার এখন পরিবেশবান্ধব বাসের দিকে ঝুঁকে। তাই নতুন করে বাস কেনা হচ্ছে না। এবার আমরা পরিবেশবান্ধব বাস কিনব। ইতিমধ্যে 1 হাজার 180টি পরিবেশবান্ধব বাস কেনার জন্য টাটার সঙ্গে চুক্তি হয়েছে।"