দার্জিলিং, 5 মে: সদ্য বিবাহিত দম্পতি আর যৌতুকে পাওয়া নতুন টিসি নম্বরের গাড়ি । একজন আবার আইনজীবীর বেশে । একদম যেন কোনও ফিল্মের দৃশ্য । কিন্তু এ সবের পিছনে ছিল এক অন্য পরিকল্পনা । উদ্দেশ্য ছিল প্রায় দেড় কোটি টাকার মাদক পাচারের । পরিপাটি ছক কষলেও তা কোনও কাজে এল না ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে ভেস্তে গেল সেই পরিকল্পনা । গ্রেফতার করা হল চার জনকে ।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে । বৃহস্পতিবার মাঝরাতে অভিযান চালিয়ে এক মহিলা-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে প্রায় এক কেজি ব্রাউন সুগার । যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন ওই ছোট চার চাকার গাড়িতে করে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল ব্রাউন সুগার । গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকাতে ফাঁদ পাতে পুলিশ ।
সেই সময় সন্দেহভাজন গাড়িটি ভুট্টাবাড়িতে পৌঁছলে গাড়িটিকে আটক করে । নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানান, "গাড়ির ভিতরে একজনকে আইনজীবী ভেবে প্রথমে আমরা গাড়ি আটকে তল্লাশি চালাতেই ভয় পাচ্ছিলাম । পরে এসিপি স্যার এলে আমরা তল্লাশি শুরু করি ।"
গাড়িটিতে পুলিশ তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় দেড় কোটি টাকার ব্রাউন সুগার । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত চার জন হলেন উত্তরা বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, বিক্রম বাগচী ও অরুণ মণ্ডল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরা বিশ্বাস ও সঞ্জয় বিশ্বাস সম্পর্কে স্বামী-স্ত্রী । তাঁদের বাড়ি শিলিগুড়ির সমরনগরে এবং বিক্রম ও অরুণ ফাঁসিদেওয়ার টামবাড়ির বাসিন্দা । ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয় । এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ ৷ এ কথা জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ।