ETV Bharat / state

ভোটের ফল প্রকাশ পর্যন্ত তৃণমূল সরকারের স্থায়ীত্ব, দাবি দিলীপের - election

নিজের দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন আর কোনও নিয়ন্ত্রণ নেই । তাই ভোটের ফল প্রকাশের পরেই রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙে পড়বে । বলছেন দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
author img

By

Published : May 20, 2019, 6:05 AM IST

Updated : May 20, 2019, 8:15 AM IST

শিলিগুড়ি, 20 মে : নিজের দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন আর কোনও নিয়ন্ত্রণ নেই । তাই ভোটের ফল প্রকাশের পরেই রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙে পড়বে । গতকাল শিলিগুড়িতে বসে এমন দাবি করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

গতকাল লোকসভা ভোটের সপ্তম দফা শেষ হওয়ার পর দিলীপবাবু শিলিগুড়ি ছেড়ে কলকাতা রওনা দেন । কলকাতা যাওয়ার আগে তিনি সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "ভোটের ফল প্রকাশের পরেই রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙ্গে পড়বে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই দলের ওপর । আর সরকার ভেঙ্গে পড়তেই তৃণমূল ছেড়ে অনেকে BJP-তে যোগ দেবেন । ফলে রাজ্যে আরও শক্তিশালী হব আমরা ।"

শুনুন বক্তব্য

এগজ়িট পোল নিয়ে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এগজ়িট পোলে যা দেখানো হচ্ছে সেটা ধ্রুব সত্য নয় । মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এগজ়িট পোলকে গুরুত্ব দিচ্ছেন না, আমিও তেমন এগজ়িট পোলে বিশ্বাসী নই । কারণ এগজ়িট পোলে বলা হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস ২৪টি ও BJP ১৬টি আসন পাবে । যদিও ফল ঘোষণা হলে তা উলটো হবে । আমরা ২৪টি আসন পাব। তৃণমূল ১৬টি পাবে।"

নির্বাচনে সন্ত্রাস নিয়ে দিলীপবাবু বলেন, "আমি শুরুতেই বলেছিলাম রাজ্যে অশান্তি ক্রমেই বাড়বে । সেটাই হল । মারপিট, গুলি, বোমা কিছুই বাদ গেল না । আসলে তৃণমূল হারবে বুঝতে পেরেছে । তাই এই সন্ত্রাস । এই সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। যা আরও আগেই নেওয়া উচিৎ ছিল । তবে কেন্দ্রীয় বাহিনীর এই বিষয়টি এখন ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) খারাপ লাগছে । কারণ কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসের মোকাবিলা করছে । তাই উনি এখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ।"

শিলিগুড়ি, 20 মে : নিজের দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন আর কোনও নিয়ন্ত্রণ নেই । তাই ভোটের ফল প্রকাশের পরেই রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙে পড়বে । গতকাল শিলিগুড়িতে বসে এমন দাবি করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

গতকাল লোকসভা ভোটের সপ্তম দফা শেষ হওয়ার পর দিলীপবাবু শিলিগুড়ি ছেড়ে কলকাতা রওনা দেন । কলকাতা যাওয়ার আগে তিনি সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "ভোটের ফল প্রকাশের পরেই রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙ্গে পড়বে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই দলের ওপর । আর সরকার ভেঙ্গে পড়তেই তৃণমূল ছেড়ে অনেকে BJP-তে যোগ দেবেন । ফলে রাজ্যে আরও শক্তিশালী হব আমরা ।"

শুনুন বক্তব্য

এগজ়িট পোল নিয়ে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এগজ়িট পোলে যা দেখানো হচ্ছে সেটা ধ্রুব সত্য নয় । মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এগজ়িট পোলকে গুরুত্ব দিচ্ছেন না, আমিও তেমন এগজ়িট পোলে বিশ্বাসী নই । কারণ এগজ়িট পোলে বলা হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস ২৪টি ও BJP ১৬টি আসন পাবে । যদিও ফল ঘোষণা হলে তা উলটো হবে । আমরা ২৪টি আসন পাব। তৃণমূল ১৬টি পাবে।"

নির্বাচনে সন্ত্রাস নিয়ে দিলীপবাবু বলেন, "আমি শুরুতেই বলেছিলাম রাজ্যে অশান্তি ক্রমেই বাড়বে । সেটাই হল । মারপিট, গুলি, বোমা কিছুই বাদ গেল না । আসলে তৃণমূল হারবে বুঝতে পেরেছে । তাই এই সন্ত্রাস । এই সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। যা আরও আগেই নেওয়া উচিৎ ছিল । তবে কেন্দ্রীয় বাহিনীর এই বিষয়টি এখন ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) খারাপ লাগছে । কারণ কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসের মোকাবিলা করছে । তাই উনি এখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ।"

Intro:ভোটের ফল বেরতেই ভেঙ্গে পড়বে তৃণমূলের সরকার, রাজ্যে সর্বোচ্চ ক্ষমতাসীন দল হবে বিজেপি!

শিলিগুড়ি, ১৯ মেঃ ২৩ মে ভোটের ফল প্রকাশের পর এরাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার ভেঙ্গে পড়বে। সর্বোচ্চক্ষমতাসীন দল হয়ে উঠবে বিজেপি৷ সপ্তম দফার ভোট শেষ হতেই গনতন্ত্রে বিশ্বাসী হয়ে অটুট আত্মনির্ভরশীল হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ভোট পর্ব শেষ হতেই আজ শিলিগুড়ি ছেড়ে কলকাতা পারি দেওয়ার আগে সাংবাদিক সন্মেলনে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন, ভোটের ফল বেরতেই সরকার ভেঙ্গে পড়বে কারণ মুখ্যমন্ত্রীর কোন নিয়ন্ত্রন নেই দলের ওপর। সরকার ভেঙ্গে পড়তেই অনেকেই বিজেপিতে যোগ দেবেন তৃনমুল ছেড়ে। আরও শক্তিশালী হব আমরা। অন্যদিকে, এক্সিট পোলে যা দেখানো হচ্ছে সেটা যে ঠিক নয় তা ধ্রুব সত্য। মমতা ব্যানার্জী যেমন এক্সিট পোলকে গুরুত্ব দিচ্ছেন না আমিও তেমনই এক্সিট পোলে বিশ্বাসী নই। কারন এক্সিট পোলে বলা হচ্ছে তৃণমূল ২৪ ও বিজেপি ১৬ টি আসন পাবে যদিও ফল ঘোষনা হলে তা উলটো হবে। আমরা ২৪ ট আসন পাব। তৃণমূল ১৬ টি পাবে।
এদিন সাংবাদিক সন্মেলনে দিলীপ ঘোষ বলেন, আমি শুরুতেই বলেছিলাম অশান্তি উর্ধমুখী হবে। সেটাই হল। মারপিট, গুলি, বোমা কিছুই বাদ গেল না। আসলে তৃণমূল হারবে বুঝতে পেরেছে। তাই এই সন্ত্রাস৷ এই সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। যা আরও আগেই নেওয়া উচিৎ ছিল। তবে কেন্দ্রীয় বাহিনীর এই বিষয়টি এখন উনার খারাপ লাগছে। কারন কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসের মোকাবিলা করছে। তাই উনি এখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।Body:.Conclusion:.
Last Updated : May 20, 2019, 8:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.