ETV Bharat / state

কার্শিয়াংয়ে খাদে গাড়ি পড়ে জখম তিন যুবক - আহত 3

দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে খাদে গাড়ি পড়ে দুর্ঘটনা ৷ জখম তিন যুবক ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ বাকি দু’জন কার্শিয়াং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

three youth injured in kurseong road accident
কার্শিয়াংয়ে খাদে গাড়ি পড়ে জখম তিন যুবক
author img

By

Published : Jun 7, 2021, 4:31 PM IST

কার্শিয়াং, 7 জুন : কার্শিয়াংয়ের খাদে গাড়ি পড়ে ভয়াবহ দুর্ঘটনা ৷ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়েই পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন যুবক ৷ তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে ৷ বাকি দু’জন কার্শিয়াং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার শিকার ওই তিন যুবক দার্জিলিংয়ের সোনাদার বাসিন্দা ৷ দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার গৌরীশংকর চা বাগানের কাছে ৷ রাজ্য়জুড়ে লকডাউন পরিস্থিতির জেরে জ্বালানি পেতে সমস্য়া হচ্ছিল ৷ তাই চারচাকা গাড়িতে পেট্রল ভরতে কার্শিয়াং থেকে শিলিগুড়ির দিকে আসছিলেন ওই তিন যুবক।

দুর্ঘটনায় আহত তিন যুবকই হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : জামুড়িয়ায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ঢুকল বাড়িতে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্শিয়াং থেকে শিলিগুড়ির দিকে আসার সময়েই রোহিনী রোডে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক ৷ যার জেরে পাহাড়ি রাস্তার পাশে প্রায় 300 ফুট গভীরে পড়ে যায় গাড়িটি ৷ এরপর স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ওই তিন যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷

কার্শিয়াং, 7 জুন : কার্শিয়াংয়ের খাদে গাড়ি পড়ে ভয়াবহ দুর্ঘটনা ৷ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়েই পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন যুবক ৷ তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে ৷ বাকি দু’জন কার্শিয়াং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার শিকার ওই তিন যুবক দার্জিলিংয়ের সোনাদার বাসিন্দা ৷ দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার গৌরীশংকর চা বাগানের কাছে ৷ রাজ্য়জুড়ে লকডাউন পরিস্থিতির জেরে জ্বালানি পেতে সমস্য়া হচ্ছিল ৷ তাই চারচাকা গাড়িতে পেট্রল ভরতে কার্শিয়াং থেকে শিলিগুড়ির দিকে আসছিলেন ওই তিন যুবক।

দুর্ঘটনায় আহত তিন যুবকই হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : জামুড়িয়ায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ঢুকল বাড়িতে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্শিয়াং থেকে শিলিগুড়ির দিকে আসার সময়েই রোহিনী রোডে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক ৷ যার জেরে পাহাড়ি রাস্তার পাশে প্রায় 300 ফুট গভীরে পড়ে যায় গাড়িটি ৷ এরপর স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ওই তিন যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.