ETV Bharat / state

Drugs Recovered : তিন কোটির মাদক উদ্ধার, আটক দুই - Drugs Recovered

তিন কোটির মাদক-সহ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের হাতে আটক দুই । বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের অভিযানে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ মাদক (Drugs Recovered)। ধৃতদের নাম মহম্মদ রিয়াজউদ্দিন ও আব্দুল রশিদ ৷

Drugs Recovered news
তিন কোটির মাদক উদ্ধার
author img

By

Published : Jun 2, 2022, 5:55 PM IST

শিলিগুড়ি, 2 জুন : মাদক পাচারকারীদের কাছে মিলল বিশ্বের মানচিত্র এবং জাহাজের ছবি । পাচারকারীদের কাছ থেকে উদ্ধার তিন কোটির মাদক (Drugs Recovered)। ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন গোয়েন্দা সংস্থা । বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের অভিযানে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ মাদক । জানা যায়, ধৃতরা হল মহম্মদ রিয়াজউদ্দিন ও আব্দুল রশিদ । রিয়াজউদ্দিন মণিপুরের বাসিন্দা এবং আবদুল রশিদ অসমের বাসিন্দা ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে তারা দু'জনে শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিল । সেই সময় দুইজনকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ডিআরআই । পরে তাদের দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । উত্তরে অসঙ্গতি মিললে ডিআরআই তাদের দু'জনকে হেফাজতে নিয়ে তল্লাশির জন্য তাদের অফিসে নিয়ে যায় । সেখানে তল্লাশির সময় ডিআরআই রিয়াজউদ্দিন ও রশিদের ব্যাগ থেকে প্রথম দুটি প্যাকেট উদ্ধার করে । ওই দুটি প্যাকেট থেকে 550 গ্রাম হেরোইন ও 50টি ছোট প্যাকেটে 10 হাজার নেশার ট্যাবলেট উদ্ধার করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় ওই মাদক ও নেশার ট্যাবলেট মায়ানমার থেকে তাদের কাছে পৌঁছেছিল । এরপর ওই মাদক নিয়ে অসম থেকে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাসে শিলিগুড়িতে পৌঁছয় তারা । শিলিগুড়ি থেকে দু'জনেই মালদার কালিয়াচকে যাওয়ার পরিকল্পনা করছিল । তল্লাশির সময় দু'জনের ব্যাগ থেকে কিছু প্রতীকী চিহ্ন সমেত একটি বিশ্ব মানচিত্র উদ্ধার হয়েছে । সেই সঙ্গে একটি জাহাজের ছবিও পাওয়া গিয়েছে । আর সেই কারণে ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্র জড়িত রয়েছে বলে অনুমান ডিআরআই আধিকারিকদের ।

তিন কোটির মাদক উদ্ধার

আরও পড়ুন : কালিয়াচকে মাদক পাচারকারীদের গুলিতে মৃত্যু পুলিশের সোর্সের

ধৃত দু'জনকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । এ বিষয়ে ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "একটি আন্তর্জাতিক চোরা কারবার বন্ধে বড় সাফল্য । 550 গ্রাম হেরোইন ও 10 হাজার নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে । যার বাজারমূল্য আনুমানিক 3 কোটি 26 হাজার 500 টাকা । অভিযুক্ত দু'জনই আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত । মাদক পাচার মামলায় বিশ্বের মানচিত্রের সন্ধান খুবই সন্দেহজনক । ডিআরআই তার তদন্ত শুরু করেছে ।"

শিলিগুড়ি, 2 জুন : মাদক পাচারকারীদের কাছে মিলল বিশ্বের মানচিত্র এবং জাহাজের ছবি । পাচারকারীদের কাছ থেকে উদ্ধার তিন কোটির মাদক (Drugs Recovered)। ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন গোয়েন্দা সংস্থা । বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের অভিযানে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ মাদক । জানা যায়, ধৃতরা হল মহম্মদ রিয়াজউদ্দিন ও আব্দুল রশিদ । রিয়াজউদ্দিন মণিপুরের বাসিন্দা এবং আবদুল রশিদ অসমের বাসিন্দা ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে তারা দু'জনে শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিল । সেই সময় দুইজনকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ডিআরআই । পরে তাদের দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । উত্তরে অসঙ্গতি মিললে ডিআরআই তাদের দু'জনকে হেফাজতে নিয়ে তল্লাশির জন্য তাদের অফিসে নিয়ে যায় । সেখানে তল্লাশির সময় ডিআরআই রিয়াজউদ্দিন ও রশিদের ব্যাগ থেকে প্রথম দুটি প্যাকেট উদ্ধার করে । ওই দুটি প্যাকেট থেকে 550 গ্রাম হেরোইন ও 50টি ছোট প্যাকেটে 10 হাজার নেশার ট্যাবলেট উদ্ধার করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় ওই মাদক ও নেশার ট্যাবলেট মায়ানমার থেকে তাদের কাছে পৌঁছেছিল । এরপর ওই মাদক নিয়ে অসম থেকে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাসে শিলিগুড়িতে পৌঁছয় তারা । শিলিগুড়ি থেকে দু'জনেই মালদার কালিয়াচকে যাওয়ার পরিকল্পনা করছিল । তল্লাশির সময় দু'জনের ব্যাগ থেকে কিছু প্রতীকী চিহ্ন সমেত একটি বিশ্ব মানচিত্র উদ্ধার হয়েছে । সেই সঙ্গে একটি জাহাজের ছবিও পাওয়া গিয়েছে । আর সেই কারণে ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্র জড়িত রয়েছে বলে অনুমান ডিআরআই আধিকারিকদের ।

তিন কোটির মাদক উদ্ধার

আরও পড়ুন : কালিয়াচকে মাদক পাচারকারীদের গুলিতে মৃত্যু পুলিশের সোর্সের

ধৃত দু'জনকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । এ বিষয়ে ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "একটি আন্তর্জাতিক চোরা কারবার বন্ধে বড় সাফল্য । 550 গ্রাম হেরোইন ও 10 হাজার নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে । যার বাজারমূল্য আনুমানিক 3 কোটি 26 হাজার 500 টাকা । অভিযুক্ত দু'জনই আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত । মাদক পাচার মামলায় বিশ্বের মানচিত্রের সন্ধান খুবই সন্দেহজনক । ডিআরআই তার তদন্ত শুরু করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.