ETV Bharat / state

Cattle Smuggling: গরুপাচারের অভিযোগে ফাঁসিদেওয়ায় গ্রেফতার তিন বাংলাদেশি-সহ 5

author img

By

Published : Jul 19, 2022, 10:22 PM IST

গরু কিনে পাচারের(Cattle Smuggling)অভিযোগে ফাঁসিদেওয়া থেকে গ্রেফতার তিন বাংলাদেশি-সহ মোট পাঁচজন যুবক । ধৃতরা হল, মহম্মদ বিপ্লব হোসেন(19), মহম্মদ আবু বকর সিদ্দিকী(18), মহম্মদ সিয়াম (18)। তারা বাংলাদেশের তেঁতুলিয়ার বাসিন্দা । অপর দুইজন মহম্মদ মুসলিম (33) ও মহম্মদ নহিম (38) ফাঁসিদেওয়া ব্লকের চটহাট নিরখীনগছ এলাকার বাসিন্দা ।

Cattle Smuggling
five arrested

দার্জিলিং, 19 জুলাই: ভারত থেকে বাংলাদেশে গরু কিনে পাচারের সন্দেহে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার তিন বাংলাদেশি-সহ মোট পাঁচজন । গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ(Three Bangladeshi arrested in allegation of Cattle Smuggling in Siliguri) ।

সোমবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ার ঘটনা । এদিন রাতে ফাঁসিদেওয়া থানার পুলিশ টহলদারির সময় একটি চারচাকার গাড়িকে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে । এরপরই ওই গাড়িকে পিছু ধাওয়া করে আটক করে । গাড়ি থেকে তিন বাংলাদেশি ও দুইজন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়ার ব্লকের চটহাট অঞ্চলের পেঁয়াজি মোর এলাকায় সন্দেহজনক ওই চারচাকা গাড়িতে আটক করা হয় । সেইসময় গাড়িটিতে ছয়জন বাংলাদেশিকে সীমান্ত পার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িটি পাকড়াও করার সময় তিনজন বাংলাদেশি পালিয়ে যায় । বাকিদের গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ধৃতরা দুদিন আগে ফাঁসিদেওয়া দিয়েই কাঁটাতারের বেড়া পার করে ভারতে প্রবেশ করেছিল । ভারত থেকে গরু বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এসেছিল ওই যুবকরা । ভারতে প্রবেশ করার পরে চটাহাট অঞ্চলের একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা । একদিন পার হয়ে যাওয়ার ফলে সেখানে তারা একটি চারচাকা ভাড়া করে সীমান্তের দিকে যাচ্ছিল । ঠিক সেই সময় পুলিশের হাতে ধরা পরে তাঁরা ।

ধৃতরা হল, মহম্মদ বিপ্লব হোসেন(19), মহম্মদ আবু বকর সিদ্দিকী(18), মহম্মদ সিয়াম (18)। তারা বাংলাদেশের তেঁতুলিয়ার বাসিন্দা । তাদের কাছ থেকে দুটি বাংলাদেশের মোবাইল, দুটি সিম কার্ড, বাংলাদেশি 90 হাজার টাকা উদ্ধার হয়েছে । অপর দুইজন মহম্মদ মুসলিম (33) ও মহম্মদ নহিম (38) ফাঁসিদেওয়া ব্লকের চটহাট নিরখীনগছ এলাকার বাসিন্দা ।

ধৃতদের এদিন শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । বাকি পলাতক তিন বাংলাদেশির উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ ।

দার্জিলিং, 19 জুলাই: ভারত থেকে বাংলাদেশে গরু কিনে পাচারের সন্দেহে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার তিন বাংলাদেশি-সহ মোট পাঁচজন । গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ(Three Bangladeshi arrested in allegation of Cattle Smuggling in Siliguri) ।

সোমবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ার ঘটনা । এদিন রাতে ফাঁসিদেওয়া থানার পুলিশ টহলদারির সময় একটি চারচাকার গাড়িকে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে । এরপরই ওই গাড়িকে পিছু ধাওয়া করে আটক করে । গাড়ি থেকে তিন বাংলাদেশি ও দুইজন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়ার ব্লকের চটহাট অঞ্চলের পেঁয়াজি মোর এলাকায় সন্দেহজনক ওই চারচাকা গাড়িতে আটক করা হয় । সেইসময় গাড়িটিতে ছয়জন বাংলাদেশিকে সীমান্ত পার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িটি পাকড়াও করার সময় তিনজন বাংলাদেশি পালিয়ে যায় । বাকিদের গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ধৃতরা দুদিন আগে ফাঁসিদেওয়া দিয়েই কাঁটাতারের বেড়া পার করে ভারতে প্রবেশ করেছিল । ভারত থেকে গরু বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এসেছিল ওই যুবকরা । ভারতে প্রবেশ করার পরে চটাহাট অঞ্চলের একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা । একদিন পার হয়ে যাওয়ার ফলে সেখানে তারা একটি চারচাকা ভাড়া করে সীমান্তের দিকে যাচ্ছিল । ঠিক সেই সময় পুলিশের হাতে ধরা পরে তাঁরা ।

ধৃতরা হল, মহম্মদ বিপ্লব হোসেন(19), মহম্মদ আবু বকর সিদ্দিকী(18), মহম্মদ সিয়াম (18)। তারা বাংলাদেশের তেঁতুলিয়ার বাসিন্দা । তাদের কাছ থেকে দুটি বাংলাদেশের মোবাইল, দুটি সিম কার্ড, বাংলাদেশি 90 হাজার টাকা উদ্ধার হয়েছে । অপর দুইজন মহম্মদ মুসলিম (33) ও মহম্মদ নহিম (38) ফাঁসিদেওয়া ব্লকের চটহাট নিরখীনগছ এলাকার বাসিন্দা ।

ধৃতদের এদিন শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । বাকি পলাতক তিন বাংলাদেশির উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.