ETV Bharat / state

Siliguri Theft : নেশাড়ু তস্কর ! চুরি করতে এসে গৃহস্থের মদ খেয়ে পালাল চোর

author img

By

Published : Apr 23, 2022, 9:34 PM IST

চোর আসে কীসের জন্য ? তার উত্তর অবশ্যই চুরি (Siliguri Theft) ৷ কিন্তু শিলিগুড়িতে এক চোরের কাণ্ড শুনে অবাক হয়ে যাবেন ! কী করেছে চোর ? জেনে নিন তাহলে...

Theft in House at Siliguri
সর্বস্ব চুরির পর নিয়ে গেল বাকি থাকা মদও

শিলিগুড়ি, 22 এপ্রিল : চুরি করতে গিয়ে চোর গৃহস্থের বাড়িতে মদ পেয়ে জমিয়ে আসর বসাল। সর্বস্ব চুরির পর নিয়ে গেল বাকি থাকা মদও । এমনই অবাক করা ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরে (Siliguri Theft) ৷ মদ খাওয়ার পর নগদ টাকা, সোনার গয়না-সহ বাড়ির সর্বস্ব তো লুট করেইছে ৷ পড়ে থাকা অবশিষ্ট থাকা মদের বোতলগুলিও নিয়ে চম্পট দিয়েছে চোর । চুরির লিষ্ট থেকে বাদ পড়েনি গাড়ির নথিপত্র ও অতিথিদের নিয়ে আসা বেডিং ।

জানা গিয়েছে, শুক্রবারই ঋণ শোধ করার জন্য একটি ব্যাঙ্ক থেকে নগদ এক লক্ষ টাকা ঋণ হিসেবে নিয়ে এসেছিলেন বাড়ির মালিক সঞ্জীব লামা । তিনি মাঝেমধ্যেই বাড়িতে মদ্যপান করে থাকেন । এদিন রাতেও বাড়িতে মদ্য পানের পর পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন । এই সুযোগে রাতে বাড়িতে সিঁদ কাটে চোর । বাড়িতে ঢুকেই চোরের চোখ যায় খাটের পাশে থাকা মদের বোতলে, লোভ সংবরণ করতে না পেরে সুযোগ বুঝে সেখানে বসেই আগে নিজের পর্যাপ্তমতো মদ্যপান করে । তারপর শুরু হয় চুরির পালা । টাকা, গয়না-সহ হাতের কাছে যা যা মেলে সবটাই ব্যাগে ঢোকায়। এবার চোরের ফেরার পালা ৷ সেইসময় ফের চোখ যায় অবশিষ্ট থাকা মদের বোতলে । সেগুলিও বগল দাবা করে নিয়ে পালায় সে ।

আরও পড়ুন : দিনেদুপুরে ঝাড়গ্রামে যুবককে গুলি, অধরা দুষ্কৃতীরা

সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ বাড়ির লোকেদের। দেখে সর্বস্ব চুরি গিয়েছে। এমনকি বাদ পরেনি মদের বোতলটিও। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার খালপাড়া ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ । বাড়ির মালিক সঞ্জীব লামা বলেন, "ঋণ শোধের জন্য ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে এনেছিলাম ৷ সেটা-সহ সব নিয়ে পালিয়েছে। বাড়িতে নিজের জন্য মদ এনেছিলাম। সেটা খেয়েছে আবার নিয়েও গিয়েছে।"

আরও পড়ুন : গরুপাচার কাণ্ডে এবার ইডি’র হেফাজতে বিসিএফ কম্যান্ডান্ট সতীশ কুমার

শিলিগুড়ি, 22 এপ্রিল : চুরি করতে গিয়ে চোর গৃহস্থের বাড়িতে মদ পেয়ে জমিয়ে আসর বসাল। সর্বস্ব চুরির পর নিয়ে গেল বাকি থাকা মদও । এমনই অবাক করা ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরে (Siliguri Theft) ৷ মদ খাওয়ার পর নগদ টাকা, সোনার গয়না-সহ বাড়ির সর্বস্ব তো লুট করেইছে ৷ পড়ে থাকা অবশিষ্ট থাকা মদের বোতলগুলিও নিয়ে চম্পট দিয়েছে চোর । চুরির লিষ্ট থেকে বাদ পড়েনি গাড়ির নথিপত্র ও অতিথিদের নিয়ে আসা বেডিং ।

জানা গিয়েছে, শুক্রবারই ঋণ শোধ করার জন্য একটি ব্যাঙ্ক থেকে নগদ এক লক্ষ টাকা ঋণ হিসেবে নিয়ে এসেছিলেন বাড়ির মালিক সঞ্জীব লামা । তিনি মাঝেমধ্যেই বাড়িতে মদ্যপান করে থাকেন । এদিন রাতেও বাড়িতে মদ্য পানের পর পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন । এই সুযোগে রাতে বাড়িতে সিঁদ কাটে চোর । বাড়িতে ঢুকেই চোরের চোখ যায় খাটের পাশে থাকা মদের বোতলে, লোভ সংবরণ করতে না পেরে সুযোগ বুঝে সেখানে বসেই আগে নিজের পর্যাপ্তমতো মদ্যপান করে । তারপর শুরু হয় চুরির পালা । টাকা, গয়না-সহ হাতের কাছে যা যা মেলে সবটাই ব্যাগে ঢোকায়। এবার চোরের ফেরার পালা ৷ সেইসময় ফের চোখ যায় অবশিষ্ট থাকা মদের বোতলে । সেগুলিও বগল দাবা করে নিয়ে পালায় সে ।

আরও পড়ুন : দিনেদুপুরে ঝাড়গ্রামে যুবককে গুলি, অধরা দুষ্কৃতীরা

সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ বাড়ির লোকেদের। দেখে সর্বস্ব চুরি গিয়েছে। এমনকি বাদ পরেনি মদের বোতলটিও। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার খালপাড়া ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ । বাড়ির মালিক সঞ্জীব লামা বলেন, "ঋণ শোধের জন্য ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে এনেছিলাম ৷ সেটা-সহ সব নিয়ে পালিয়েছে। বাড়িতে নিজের জন্য মদ এনেছিলাম। সেটা খেয়েছে আবার নিয়েও গিয়েছে।"

আরও পড়ুন : গরুপাচার কাণ্ডে এবার ইডি’র হেফাজতে বিসিএফ কম্যান্ডান্ট সতীশ কুমার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.