ETV Bharat / state

বোনাসের দাবি মেটার পরও আশঙ্কা কাটছে না শ্রমিকদের - জয়েন্ট ফোরাম

20 শতাংশ বোনাসের দাবি মিটেছে ৷ কিন্তু এখনও আশঙ্কায় শ্রমিকরা ৷ পুরো বোনাস 2019 সালের মধ্যে দেওয়ার দাবি জয়েন্ট ফোরামের ৷

দার্জিলিং
author img

By

Published : Oct 13, 2019, 9:30 AM IST

Updated : Oct 13, 2019, 10:26 AM IST

দার্জিলিং, 13 অক্টোবর : 20 শতাংশ বোনাসের দ্বিতীয় কিস্তির 8 শতাংশ বোনাস নিয়ে রাজনীতির আশঙ্কা করছে চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম । শনিবার দার্জিলিং প্রেস গিল্ডে জয়েন্ট ফোরামের তরফে সমন পাঠক বলেন, চা বাগান মালিকরা 20 শতাংশ বোনাস দিতে রাজি হয়েছেন ৷ এটা চা শ্রমিকদের আন্দোলন ও এই আন্দোলন সমর্থনকারীদের জয় । তবে বোনাসের শেষ কিস্তি নিয়ে যাতে কোনও রাজনীতি না হয় চাইছে ফোরামের একটা বড় অংশ ৷

আরও পড়ুন মালিক পক্ষকে আল্টিমেটাম, বোনাস ইশুতে কালই ত্রিপাক্ষিক বৈঠক

আরও পড়ুন চা শ্রমিকদের বোনাস না দিলে পাহাড় স্তব্ধের হুশিঁয়ারি বিনয় শিবিরের

11 অক্টোবর কলকাতায় ম্যারাথন ত্রিপাক্ষিক বৈঠকে চা শ্রমিকদের 20 শতাংশ পুজোর বোনাস দিতে রাজি হয় মালিকপক্ষ । তবে জয়েন্ট ফোরাম চেয়েছিল একবারে বোনাসের পুরো টাকা দিন বাগান মালিকরা । এরজন্য এক মাস সময় দিতেও রাজি হয়েছিল তারা । কিন্তু বোনাস নিয়ে সর্বশেষ পাহাড় পরিস্থিতি ও মোর্চা সভাপতি বিনয় তামাঙের আমরণ অনশনের জেরে শেষ পর্যন্ত রাজ্য সরকারের হস্তক্ষেপে দুই কিস্তিতে শ্রমিকদের বোনাসের টাকা দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করেন জয়েন্ট ফোরামের প্রতিনিধিরা । সিদ্ধান্ত হয় প্রথমে 12 শতাংশ ও পরে 8 শতাংশ বোনাস দেওয়া হবে৷

ভিডিয়োয় শুনুন..

আরও পড়ুন 20 শতাংশ পুজো বোনাসের দাবি, আন্দোলনে সরগরম পাহাড়

আরও পড়ুন সপ্তমীতে অমিল বোনাস, টায়ার জ্বালিয়ে অবরোধ চা শ্রমিকদের

এদিকে এখন ফোরামের সিংহভাগ নেতৃত্ব চায়, 2019 সালের মধ্যেই বোনাসের বাকি 8 শতাংশও চুকিয়ে দিক মালিকপক্ষ ৷ শুক্রবারের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 11 অক্টোবর থেকে আগামী দশ দিনের মধ্যেই 20 শতাংশ বোনাসের সিংহভাগ অর্থাৎ 12 শতাংশ মিটিয়ে দেবেন বাগান মালিকরা । কিন্তু বাকি বোনাস কবে দেওয়া হবে তা নিয়ে নভেম্বরে ফের ত্রিপাক্ষিক বৈঠক করা হবে বলে ঠিক হয় । আর এটা নিয়েই জয়েন্ট ফোরামের আশঙ্কা, বাকি বোনাস নিয়ে রাজনীতি শুরু হতে পারে ৷ রাজনীতি শুরু হলে তা হবে শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ।

আরও পড়ুন চা শ্রমিকদের ডাকা বনধে স্তব্ধ পাহাড়

আরও পড়ুন বোনাস নেই, প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের

দার্জিলিং, 13 অক্টোবর : 20 শতাংশ বোনাসের দ্বিতীয় কিস্তির 8 শতাংশ বোনাস নিয়ে রাজনীতির আশঙ্কা করছে চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম । শনিবার দার্জিলিং প্রেস গিল্ডে জয়েন্ট ফোরামের তরফে সমন পাঠক বলেন, চা বাগান মালিকরা 20 শতাংশ বোনাস দিতে রাজি হয়েছেন ৷ এটা চা শ্রমিকদের আন্দোলন ও এই আন্দোলন সমর্থনকারীদের জয় । তবে বোনাসের শেষ কিস্তি নিয়ে যাতে কোনও রাজনীতি না হয় চাইছে ফোরামের একটা বড় অংশ ৷

আরও পড়ুন মালিক পক্ষকে আল্টিমেটাম, বোনাস ইশুতে কালই ত্রিপাক্ষিক বৈঠক

আরও পড়ুন চা শ্রমিকদের বোনাস না দিলে পাহাড় স্তব্ধের হুশিঁয়ারি বিনয় শিবিরের

11 অক্টোবর কলকাতায় ম্যারাথন ত্রিপাক্ষিক বৈঠকে চা শ্রমিকদের 20 শতাংশ পুজোর বোনাস দিতে রাজি হয় মালিকপক্ষ । তবে জয়েন্ট ফোরাম চেয়েছিল একবারে বোনাসের পুরো টাকা দিন বাগান মালিকরা । এরজন্য এক মাস সময় দিতেও রাজি হয়েছিল তারা । কিন্তু বোনাস নিয়ে সর্বশেষ পাহাড় পরিস্থিতি ও মোর্চা সভাপতি বিনয় তামাঙের আমরণ অনশনের জেরে শেষ পর্যন্ত রাজ্য সরকারের হস্তক্ষেপে দুই কিস্তিতে শ্রমিকদের বোনাসের টাকা দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করেন জয়েন্ট ফোরামের প্রতিনিধিরা । সিদ্ধান্ত হয় প্রথমে 12 শতাংশ ও পরে 8 শতাংশ বোনাস দেওয়া হবে৷

ভিডিয়োয় শুনুন..

আরও পড়ুন 20 শতাংশ পুজো বোনাসের দাবি, আন্দোলনে সরগরম পাহাড়

আরও পড়ুন সপ্তমীতে অমিল বোনাস, টায়ার জ্বালিয়ে অবরোধ চা শ্রমিকদের

এদিকে এখন ফোরামের সিংহভাগ নেতৃত্ব চায়, 2019 সালের মধ্যেই বোনাসের বাকি 8 শতাংশও চুকিয়ে দিক মালিকপক্ষ ৷ শুক্রবারের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 11 অক্টোবর থেকে আগামী দশ দিনের মধ্যেই 20 শতাংশ বোনাসের সিংহভাগ অর্থাৎ 12 শতাংশ মিটিয়ে দেবেন বাগান মালিকরা । কিন্তু বাকি বোনাস কবে দেওয়া হবে তা নিয়ে নভেম্বরে ফের ত্রিপাক্ষিক বৈঠক করা হবে বলে ঠিক হয় । আর এটা নিয়েই জয়েন্ট ফোরামের আশঙ্কা, বাকি বোনাস নিয়ে রাজনীতি শুরু হতে পারে ৷ রাজনীতি শুরু হলে তা হবে শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ।

আরও পড়ুন চা শ্রমিকদের ডাকা বনধে স্তব্ধ পাহাড়

আরও পড়ুন বোনাস নেই, প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের

Intro:20 শতাংশ বোনাস চুক্তি আন্দোলনের জয়, পুরো বোনাস চলতি বছরেই দেওয়ার দাবি ফোরামের

দার্জিলিং, ১২ অক্টোবর : 20 শতাংশ বোনাসের দ্বিতীয় কিস্তির 8 শতাংশ বোনাস নিয়ে রাজনীতির আশংকা করছেন চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম । শনিবার দার্জিলিং প্রেস গিল্ডে জয়েন্ট ফোরামের তরফে সমন পাঠক বলেন, চা শ্রমিকদের 20 শতাংশ বোনাস দিতে বাগান মালিকদের রাজি হওয়া চা শ্রমিকদের আন্দোলন ও এই আন্দোলন সমর্থন কারীদের জয় । তবে বোনাসের শেষ কিস্তি নিয়ে যাতে কোনো রাজনীতি না হয় চাইছে ফোরাম নেতৃত্বের একটা বড় অংশ Body:১১ অক্টোবর কলকাতায় ম্যারাথন ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্যের হস্তক্ষেপে চা শ্রমিকদের 20 শতাংশ পুজোর বোনাস দিতে রাজি হয় মালিক পক্ষ। তবে জয়েন্ট ফোরাম চেয়েছিল একবারে বোনাসের পুরো টাকা দিক বাগান মালিকরা । এজন্য এক মাস সময় দিতেও রাজি হয়েছিলেন তাঁরা । কিন্তু বোনাস নিয়ে সর্বশেষ পাহাড় পরিস্থিতি ও মোর্চা সভাপতি বিনয় তামাঙয়ের আমরণ অনশনের জেরে শেষমেশ রাজ্যের হস্তক্ষেপে দুই কিস্তিতে শ্রমিকদের বোনাসের টাকা দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান জয়েন্ট ফোরামের প্রতিনিধিরা । কিন্তু এখন ফোরামের সিংহভাগ নেতৃত্ব চান 2019 এর মধ্যেই বোনাসের বাকি 8 শতাংশও চুকিয়ে দিক মালিকপক্ষ । Conclusion:কেননা, শুক্রবারের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 11 অক্টোবর থেকে আগামী দশ দিনের মধ্যেই 20 শতাংশ বোনাসের সিংহভাগ অর্থাৎ 12 শতাংশ মিটিয়ে দেবেন বাগান মালিকরা । কিন্তু বাকি বোনাস কবে দেওয়া হবে তা নিয়ে নভেম্বরে ফের ত্রিপাক্ষিক বৈঠক করা হবে বলে ঠিক হয় । আর এটা নিয়েই জয়েন্ট ফোরামের আশঙ্কা, বাকি বোনাস নিয়ে কোনও পক্ষ যাতে রাজনীতি শুরু না করে দেয় । আর এটা হলে তা হবে শ্রমিকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা ।
Last Updated : Oct 13, 2019, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.