ETV Bharat / state

জল সরতে শুরু করেছে জলপাইগুড়ি শহরের - জলপাইগুড়ি শহর জলমগ্ন

সারারাত জলমগ্ন জলপাইগুড়ি শহরের একাধিক স্থান ৷ সকালের পর থেকে জল নামতে শুরু করলেও এখনও কয়েকটি জায়গা জলমগ্ন ৷

The water has started flowing down from Jalpaiguri town
জল সরতে শুরু করেছে জলপাইগুড়ি শহরের
author img

By

Published : Sep 24, 2020, 4:25 PM IST

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর : ভারী বৃষ্টিপাতের প্রভাবে গতকাল জলপাইগুড়ি শহর ছিল জলমগ্ন ৷ তার উপর শহরের অভ্যন্তরীণ নদী করলার জল ঢুকে প্লাবিত হয় একাধিক জায়গা ৷ নাকাল শহরবাসী ৷ সারারাতের পর আজ সকালে থেকে জল কমতে শুরু করে ৷ যদিও শহরের 35 নং ওয়ার্ডের পরেশমিত্র কলোনির মানুষ এখনও জলবন্দী হয়ে আছে ।

গতরাতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক ভবন চত্বর জলমগ্ন ছিল ৷ স্বরূপ মণ্ডলের নেতৃত্বে রাতেই রেসকিউ টিম উদ্ধারে নামেন ৷ যদিও সকালে সেই জল নেমে যায় । করলা নদীর জল দিনবাজার এলাকা দিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে ঢুকতে শুরু করে । প্রশাসনিক ভবন সহ ব্লাড ব্যাঙ্কের সামনে জল জমে যায় ৷ বিপাকে পড়েন রোগী ও পরিজনরা ।

জলপাইগুড়িতে গতকাল বৃষ্টিপাত হয়েছে 139.40 মিলিমিটার । আলিপুরদুয়ারে 110.20 মিলিমিটার, কোচবিহারে - 116.60 মিলিমিটার, শিলিগুড়িতে - 53.30 মিলিমিটার, মালবাজারে - 76.80 মিলিমিটার, হাসিমারাতে - 62.80 মিলিমিটার, বানারহাটে - 105.00 মিলিমিটার, মাথাভাঙাতে - 50.40 মিলিমিটার, তুফানগঞ্জে - 94.80 মিলিমিটার, ময়নাগুড়িতে - 120.00 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে সেচ বিভাগ সূত্রে ।

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর : ভারী বৃষ্টিপাতের প্রভাবে গতকাল জলপাইগুড়ি শহর ছিল জলমগ্ন ৷ তার উপর শহরের অভ্যন্তরীণ নদী করলার জল ঢুকে প্লাবিত হয় একাধিক জায়গা ৷ নাকাল শহরবাসী ৷ সারারাতের পর আজ সকালে থেকে জল কমতে শুরু করে ৷ যদিও শহরের 35 নং ওয়ার্ডের পরেশমিত্র কলোনির মানুষ এখনও জলবন্দী হয়ে আছে ।

গতরাতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক ভবন চত্বর জলমগ্ন ছিল ৷ স্বরূপ মণ্ডলের নেতৃত্বে রাতেই রেসকিউ টিম উদ্ধারে নামেন ৷ যদিও সকালে সেই জল নেমে যায় । করলা নদীর জল দিনবাজার এলাকা দিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে ঢুকতে শুরু করে । প্রশাসনিক ভবন সহ ব্লাড ব্যাঙ্কের সামনে জল জমে যায় ৷ বিপাকে পড়েন রোগী ও পরিজনরা ।

জলপাইগুড়িতে গতকাল বৃষ্টিপাত হয়েছে 139.40 মিলিমিটার । আলিপুরদুয়ারে 110.20 মিলিমিটার, কোচবিহারে - 116.60 মিলিমিটার, শিলিগুড়িতে - 53.30 মিলিমিটার, মালবাজারে - 76.80 মিলিমিটার, হাসিমারাতে - 62.80 মিলিমিটার, বানারহাটে - 105.00 মিলিমিটার, মাথাভাঙাতে - 50.40 মিলিমিটার, তুফানগঞ্জে - 94.80 মিলিমিটার, ময়নাগুড়িতে - 120.00 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে সেচ বিভাগ সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.