শিলিগুড়ি, ১ এপ্রিল : ৩ এপ্রিল শিলিগুড়ির কাওয়াখালিতে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সফরসূচি অনুযায়ী বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে সভাস্থলে আসবেন নরেন্দ্র মোদি। যদিও BJP শিবির মোদিকে সড়কপথের বদলে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সভাস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এবিষয়ে BJP নেতাদের মধ্যে আলোচনা চলছে।
প্রোটোকল মেনে সভাস্থানের পাশেই প্রধানমন্ত্রীর অস্থায়ী দপ্তর এবং গ্রিন রুম তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্য গ্রিন টয়লেট আসছে। BJP কর্মকর্তারা জানান, মোদি শিলিগুড়িতে প্রাতঃরাশ করতে পারেন। সেক্ষেত্রে তাঁর জন্য দিল্লির নির্দেশিকা মেনে পছন্দের খাদ্যসামগ্রী প্রস্তুত থাকছে। নির্দেশিকা মেনে মেনুতে টক ছাড়া নিরামিষ খাবার থাকছে। মেনুতে থাকছে পনীরও।
সভাস্থলে অন্তত ১০০-র বেশি CCTV লাগানো হচ্ছে। মূল মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদি ছাড়াও BJP এবং জোট সঙ্গী দলগুলির প্রথমসারির নেতারা। তার বাইরে থাকবে ডি-জ়োন। এই ডি-জ়োনের বাইরে VIP এনক্লোজ়ারে থাকবেন সভায় উপস্থিত দলের নেতা-কর্মীরা। পাহাড় থেকে আসা মোর্চা এবং GNLF নেতারাও সভায় আসবেন। গরমে কর্মীদের তেষ্টা মেটাতে দেড় লাখ জলের পাউচ আনা হবে। সভাস্থলে শ্রমিকরা ব্যারিকেড তৈরির কাজ করছেন। সভাস্থান ও রাস্তার সংযোগের কাজ করা হচ্ছে।
BJP জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "প্রস্তুতি চলছে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে SPG-র সঙ্গে আলোচনা হচ্ছে। সভাস্থানের দখল নিয়েছেন নিরাপত্তাকর্মীরা। আগামীকালের মধ্যেই সভাস্থানের কাজ শেষ হয়ে যাবে।"