ETV Bharat / state

টিম PK-র ফোনে 'তটস্থ' তৃণমূল নেতারা, জোর প্রচারে

মন্ত্রী ও বিধায়কদের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে "দিদিকে বলো"-র প্রচার কর্মসূচি শেষ হয়েছে ৷ এবার টিম PK-র তরফে ব্লকস্তরের নেতাদেরও নিজ এলাকায় এই কর্মসূচি পালনের নির্দেশ এসেছে । তবে টিম PK-র ফোনে ঘুম ছুটেছে তৃণমূলের অনেক নেতার ৷

author img

By

Published : Aug 7, 2019, 9:21 PM IST

Updated : Aug 7, 2019, 9:35 PM IST

শিলিগুড়িতে জনসংযোগে ব্যস্ত তৃণমূল নেতা বেদব্রত দত্ত

শিলিগুড়ি, 7 অগাস্ট : উত্তরবঙ্গের এক জেলার তৃণমূল জেলা সভাপতির কাছে টিম PK-র ফোন ৷ ফোন তুলতেই অপরপ্রান্ত থেকে বলা হয় টিম PK-র দপ্তর থেকে বলছি ৷ স্বাভাবিকভাবেই বুঝতে পারেননি ওই তৃণমূল নেতা ৷ তিনিও পালটা প্রশ্ন করেন কোন টিম PK ? ধমকের সুরে উত্তর এল টিম প্রশান্ত কিশোর কন্ট্রোল রুম ৷ এরপর দ্বিতীয় একটি বাক্য বিনিময় না করে জেলার ওই তৃণমূল নেতা অপরপ্রান্তের সমস্ত নির্দেশ মানার সম্মতি দিয়েছেন ৷ ফোন কেটে যাওয়ার পর ছুটেছেন টিম PK-র নির্দেশ অনুযায়ী কর্মসূচি পালনে ৷ সংশ্লিষ্ট দপ্তের পাঠাতে হবে ভিডিয়ো ৷ তাই "দিদিকে বলো" কর্মসূচির সময়ে ওই তৃণমূল নেতা সঙ্গে নিয়ে যান বিশ্বস্ত ভিডিয়োগ্রাফারকে ৷

একইভাবে জেলার এক ব্লক সভাপতির কাছে ফোন আসে ৷ ফোন রিসিভ করার পরই অপর প্রান্ত থেকে ভেসে এল বেশকিছু প্রশ্নবাণ ৷ আপনি ব্লক সভাপতি বলছেন ? আজ "দিদিকে বলো" কর্মসূচি রয়েছে আপনার? নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে আমাদের ঠিক করা পদ্ধতিতে প্রোগ্রাম করুন ৷ সেই প্রোগ্রামের ভিডিয়ো পাঠাবেন ৷ বাক্যবাণে জর্জরিত ব্লক সভাপতি কিছুক্ষণ আমতা আমতা করে পালটা প্রশ্ন করতে যাচ্ছিলেন ! কিন্তু তার আগেই ও প্রান্ত থেকে জানানো হয়, যা বলা হচ্ছে, সেটুকু করুন ৷ বেশি ভাববেন না ৷ স্বাভাবিকভাবেই ধমক খেয়ে চুপ ব্লক সভাপতি ৷

আরও পড়ুন : তৃণমূলের কেউ কাটমানি নেয়নি, উলটে চাপমানি নিচ্ছে BJP : রবীন্দ্রনাথ

মন্ত্রী ও বিধায়কদের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে "দিদিকে বলো"-র প্রচার কর্মসূচি শেষ হয়েছে ৷ এবার টিম PK-র তরফে ব্লকস্তরের নেতাদেরও নিজ এলাকায় এই কর্মসূচি পালনের নির্দেশ এসেছে । কোন এলাকায় যাবেন ? কী করবেন ? কত লোকের কাছে "দিদিকে বলো"-র কার্ড দেবেন? সমস্তটাই বলে দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে ৷ যে এলাকায় যেতে হবে, সেই এলাকার GPS-ম্যাপও নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ কর্মসূচি শেষ হওয়ার পর বেশকিছু ক্ষেত্রে ফের ফোন করা হচ্ছে ৷ কেমন প্রোগ্রাম হল? সাধারণের থেকে কী কী অভিযোগ পেলেন? দপ্তরকে জানাতে হচ্ছে সবটাই ৷ আজ শিলিগুড়ির বিধান রোডে পালিত হয় "দিদিকে বলো" কর্মসূচি ৷ তবে ফোনে টিম PK দপ্তরের থেকে কোনও নির্দেশ আসেনি বলেই জানান শিলিগুড়ি টাউন- 2 এর ব্লক সভাপতি বেদব্রত দত্ত ৷ তিনি বলেন, "দলের সর্বোচ্চ নেত্রী ও শীর্ষনেতৃত্ব আমাদের যে নির্দেশ দিয়েছেন, সেটাই পালন করছি ৷ এর বাইরে কিছু জানি না ৷ আমার কাছে এমন কোনও ফোন আসেনি ৷"

ভিডিয়োয় শুনুন তৃণমূল নেতার বক্তব্য

শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, "এই কর্মসূচির ক্ষেত্রে আমাদের নিজস্ব স্বাধীনতা নেই ৷ যা নির্দেশ দেওয়া হচ্ছে, তা অক্ষরে অক্ষরে পালন করছি ৷" তবে টিম PK-র ফোনে ঘুম ছুটেছে তৃণমূলের অনেক নেতার ৷

শিলিগুড়ি, 7 অগাস্ট : উত্তরবঙ্গের এক জেলার তৃণমূল জেলা সভাপতির কাছে টিম PK-র ফোন ৷ ফোন তুলতেই অপরপ্রান্ত থেকে বলা হয় টিম PK-র দপ্তর থেকে বলছি ৷ স্বাভাবিকভাবেই বুঝতে পারেননি ওই তৃণমূল নেতা ৷ তিনিও পালটা প্রশ্ন করেন কোন টিম PK ? ধমকের সুরে উত্তর এল টিম প্রশান্ত কিশোর কন্ট্রোল রুম ৷ এরপর দ্বিতীয় একটি বাক্য বিনিময় না করে জেলার ওই তৃণমূল নেতা অপরপ্রান্তের সমস্ত নির্দেশ মানার সম্মতি দিয়েছেন ৷ ফোন কেটে যাওয়ার পর ছুটেছেন টিম PK-র নির্দেশ অনুযায়ী কর্মসূচি পালনে ৷ সংশ্লিষ্ট দপ্তের পাঠাতে হবে ভিডিয়ো ৷ তাই "দিদিকে বলো" কর্মসূচির সময়ে ওই তৃণমূল নেতা সঙ্গে নিয়ে যান বিশ্বস্ত ভিডিয়োগ্রাফারকে ৷

একইভাবে জেলার এক ব্লক সভাপতির কাছে ফোন আসে ৷ ফোন রিসিভ করার পরই অপর প্রান্ত থেকে ভেসে এল বেশকিছু প্রশ্নবাণ ৷ আপনি ব্লক সভাপতি বলছেন ? আজ "দিদিকে বলো" কর্মসূচি রয়েছে আপনার? নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে আমাদের ঠিক করা পদ্ধতিতে প্রোগ্রাম করুন ৷ সেই প্রোগ্রামের ভিডিয়ো পাঠাবেন ৷ বাক্যবাণে জর্জরিত ব্লক সভাপতি কিছুক্ষণ আমতা আমতা করে পালটা প্রশ্ন করতে যাচ্ছিলেন ! কিন্তু তার আগেই ও প্রান্ত থেকে জানানো হয়, যা বলা হচ্ছে, সেটুকু করুন ৷ বেশি ভাববেন না ৷ স্বাভাবিকভাবেই ধমক খেয়ে চুপ ব্লক সভাপতি ৷

আরও পড়ুন : তৃণমূলের কেউ কাটমানি নেয়নি, উলটে চাপমানি নিচ্ছে BJP : রবীন্দ্রনাথ

মন্ত্রী ও বিধায়কদের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে "দিদিকে বলো"-র প্রচার কর্মসূচি শেষ হয়েছে ৷ এবার টিম PK-র তরফে ব্লকস্তরের নেতাদেরও নিজ এলাকায় এই কর্মসূচি পালনের নির্দেশ এসেছে । কোন এলাকায় যাবেন ? কী করবেন ? কত লোকের কাছে "দিদিকে বলো"-র কার্ড দেবেন? সমস্তটাই বলে দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে ৷ যে এলাকায় যেতে হবে, সেই এলাকার GPS-ম্যাপও নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ কর্মসূচি শেষ হওয়ার পর বেশকিছু ক্ষেত্রে ফের ফোন করা হচ্ছে ৷ কেমন প্রোগ্রাম হল? সাধারণের থেকে কী কী অভিযোগ পেলেন? দপ্তরকে জানাতে হচ্ছে সবটাই ৷ আজ শিলিগুড়ির বিধান রোডে পালিত হয় "দিদিকে বলো" কর্মসূচি ৷ তবে ফোনে টিম PK দপ্তরের থেকে কোনও নির্দেশ আসেনি বলেই জানান শিলিগুড়ি টাউন- 2 এর ব্লক সভাপতি বেদব্রত দত্ত ৷ তিনি বলেন, "দলের সর্বোচ্চ নেত্রী ও শীর্ষনেতৃত্ব আমাদের যে নির্দেশ দিয়েছেন, সেটাই পালন করছি ৷ এর বাইরে কিছু জানি না ৷ আমার কাছে এমন কোনও ফোন আসেনি ৷"

ভিডিয়োয় শুনুন তৃণমূল নেতার বক্তব্য

শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, "এই কর্মসূচির ক্ষেত্রে আমাদের নিজস্ব স্বাধীনতা নেই ৷ যা নির্দেশ দেওয়া হচ্ছে, তা অক্ষরে অক্ষরে পালন করছি ৷" তবে টিম PK-র ফোনে ঘুম ছুটেছে তৃণমূলের অনেক নেতার ৷

Intro:ক্রিং ক্রিং ক্রিং। মোবাইলের এ প্রান্তে ফোন ধরলেন এক ব্লক সভাপতি। হ্যালো। ও প্রান্তের থেকে উত্তর এল, আপনি ব্লক সভাপতি বলছেন ? আজ দিদিকে বলো কর্মসূচী রয়েছে আপনার? নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে আমাদের ঠিক করা পদ্ধতিতে প্রোগ্রাম করুন। ভিডিও পাঠাবেন আমাদের কাছেও। কিছুক্ষন শুনে আমতা আমতা করছিলেন ওই ব্লক সভাপতি। ওপার থেকে ফের জানিয়ে দেওয়া হয়, দেখুন যা বলা হচ্ছে সেটুকু করুন। বেশি ভাববেন না। ধমক খেয়ে চুপ করেছেন ব্লক সভাপতি। ফোন এসেছিল এক জেলা নেতার কাছেও। ওপ্রান্তের কণ্ঠস্বর জানিয়েছে টিম পিকের দপ্তর থেকে বলছি। প্রথমে বুঝতে পারেন নি এ প্রান্তের তৃণমূল নেতা। পাল্টা বললেন কোন টিম পিকে? ও প্রান্তের কণ্ঠস্বর ধমকের সুরে জানালো টিম প্রশান্ত কিশোর কন্ট্রোল রুম। এরপর আর কথা বাড়ান নি ওই জেলা নেতা। যা বলা হয়েছে তাতে সম্মতি জানিয়ে গিয়েছেন। ফোন কাটার পর যেন হাফ ছেড়ে ছুটেছেন অক্ষরে অক্ষরে বলে দেওয়া কর্মসূচি পালনে। ভিডিও পাঠাতে হবে জেনে সঙ্গে নিয়েছেন বিশ্বস্ত ভিডিওগ্রাফারকে। ছবি তুলিয়ে দ্রুত পাঠিয়েছেন টিম পিকের কন্ট্রোল রুমে।


Body:বস্তুত, টিম পিকের ফোনে ঘুম ছুটেছে বহু নেতার। মন্ত্রী ও বিধায়কদের তরফে গ্রামে গিয়ে দিদিকে বলার প্রচার ও রাত কাটানোর কর্মসূচি শেষ হতেই ব্লক স্তরে নেতাদেরও নিজ নিজ এলাকায় ওই কর্মসূচি করতে নির্দেশ এসেছে টিম পিকের তরফে। কোন এলাকায় যাবেন, কি করবেন, কত লোকের কাছে ডিসিকে বলোর কার্ড দেবেন তার সবই বলে দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে। যে এলাকায় যেতে হবে সেই এলাকার জিপিএস ম্যাপও পাঠিয়ে দেওয়া হচ্ছে নেতাদের কাছে। প্রোগ্রাম হতেই ফের ফোন আসছে কিছু ক্ষেত্রে। কেমন প্রোগ্রাম হলো? কি কি অভিযোগ পেলেন? জানাতে হচ্ছে সবই।


Conclusion: শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন দিদিকে বলো কর্মসূচি র ক্ষেত্রে আমাদের নিজস্ব স্বাধীনতা নেই। যা বলা হচ্ছে তা অক্ষরে অক্ষরে পালন করছি। এটাই দলের নির্দেশ। আজ টাউন তৃণমূলের তরফেও নেতারা একই কর্মসূচি নিয়ে পথে নামেন। বিধান রোডে পালিত হয় দিদিকে বলোর প্রচার। টাউন 2 তৃণমূল সভাপতি বেদব্রত দত্ত বলেন আমি এখনো ফোন পাই নি। যারা পেয়েছেন তারা তাদের নির্দেশ পালন করছেন। আমাদের এই অনুষ্ঠানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ নেতাদের নির্দেশ পেয়েছি। তাই পথে নেমে মানুষের কাছে যাচ্ছি। কিন্তু যদি টিম পিকের ফোন আসে? নিশ্চিন্ত হতে নিজেদের কর্মসূচির ভিডিও তুলে রেখেছেন তিনিও।
Last Updated : Aug 7, 2019, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.