দার্জিলিং, 1 জুন: ফের হাতির হানায় মৃত্যু ৷ এবার হাতির আক্রমণে প্রাণ হারালেন এক চা-শ্রমিক ৷ বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি চা বাগানে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চা-বাগান শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে (Tea Worker Killed By Elephant Attack) ৷
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে চা বাগানে জল সরবরাহের নিকাশি নালা থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার করেন স্থানীয়রা । খবর দেওয়া হয় পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নকশালবাড়ি থানার পুলিশ ও টুকুরিয়াঝার রেঞ্জের বন কর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান । যদিও ওই শ্রমিকের নাম ও পরিচয় জানা যায়নি । তবে মৃত শ্রমিকের দেহে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে । সারা শরীরে কাদা-মাটি লেগে রয়েছে । তা দেখেই বন আধিকারিকদের প্রাথমিকভাবে অনুমান হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বন দফতর ।
আরও পড়ুন : খাবারের খোঁজে শিলিগুড়ির চা বাগানে হাতি, আতঙ্কে স্থানীয়রা
এটাই প্রথম নয় ৷ এই নিয়ে চলতি বছরে মোট 9 জনের হাতির হানায় মৃত্যু হয়েছে । এলাকায় হাতি এবং বাঘের হানা ইদানিংকালে বেশ বৃদ্ধি পেয়েছে ৷ কয়েকদিন আগেই জলপাইগুড়ির একটি চা বাগান চিতাবাঘের হানায় জখম হয়ে ছিলেন এক মহিলা চা শ্রমিক ৷ বনকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে চিতাবাঘটি ধরতে সক্ষম হন তাঁরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চা বাগানে হাতির হানায় চা-শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷