শিলিগুড়ি, 28 অগস্ট : গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ ৷ উদ্ধার হল 2 কোটি টাকার হেরোইন এবং নগদ 19 লক্ষ টাকা ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷ ধৃতদের মধ্যে দু’জন ভিনরাজ্যের বাসিন্দা ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়া থানা এলাকায় ৷
আরও পড়ুন : বোরখার আড়ালে মহিলাদের ব্যবহার করে মাদক পাচার, গ্রেফতার 2 পাচারকারী
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের গোপন তথ্য পেয়ে কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছন এসটিএফ-এর প্রতিনিধিরা ৷ শুক্রবার রাতে ফাঁসিদেওয়ায় একটি অভিযান চালান তাঁরা ৷ সেই অভিযানে চারজনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতরা হল প্রভাস মণ্ডল, স্বপন মন্ডল, রাজু গুরুং এবং সঞ্জীব গুরুং ৷ এদের মধ্যে প্রথম দু’জন মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ বাকি দু’জনের বাড়ি নাগাল্যান্ডের ডিমাপুরে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 2 কেজি হেরোইন ৷ যার বাজারদর অন্তত 2 কোটি টাকা ৷ এছাড়া, ঘটনাস্থল থেকে 19 লক্ষ টাকা নগদও উদ্ধার করেছে এসটিএফ ৷
আরও পড়ুন : বাংলাদেশ সীমান্তে 50 লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার 2
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইদানীংকালে উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে মাদকের চোরাচালান বেড়েছে ৷ এর আগে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে প্রায় 19 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল এসটিএফ ৷ সেই সময়েও মণিপুরের বাসিন্দা দুই মহিলাকে গ্রেফতার করা হয় ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের পুলিশ প্রশাসন ৷ শুধুমাত্র মাদকের চোরাচালান নয় ৷ অনেক সময়েই এই ধরনের ঘটনায় উঠে আসে জঙ্গি যোগ ৷ এক্ষেত্রেও তেমন কিছু রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে ৷ উত্তরবঙ্গজুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা ৷ অন্যদিকে, ধৃতদের ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ৷ তাদের জেরা করে মাদকপাচারের মাথাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করা হবে ৷