শিলিগুড়ি, 13 জুন : এবার সরকারি প্রকল্পের নামকরণ নিয়ে তরজা তুঙ্গে শাসক-বিরোধী শিবিরে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে রাজ্য সরকারের প্রকল্প বলে চালানোর অভিযোগ গেরুয়া শিবিরের (State govt change name of the central govt scheme says Raju Bista)। পালটা গেরুয়া শিবিরকে একহাত নিল রাজ্যের শাসকদল তৃণমূল-কংগ্রেস। আর দুই রাজনৈতিক দলের বাদানুবাদকে ঘিরে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের আগে সরগরম রাজনীতি।
সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপি। জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, জেলা বিজেপি সভাপতি আনন্দময় বর্মন ও ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দূর্গা মুর্মু। ইস্তেহারে শিলিগুড়ি মহকুমা এলাকায় পানীয় জল, স্বাস্থ্য, আবাস যোজনা, অন্ন যোজনা, বিদ্যুৎ যোজনা, সড়ক যোজনা-সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পকে বাস্তবায়িত করাই মূল লক্ষ্য হবে বলে উল্লেখ রয়েছে।
পাশাপাশি দূর্নীতি মুক্ত প্রশাসন এবং কাটমানি, তোলাবাজি বন্ধ করার পাশাপাশি বাতারিয়া, বুড়িগঙ্গা, ডামুরিয়া, চেঙা, মহানন্দা, বালাসন, জোড়াপানি, ফুলেশ্বরী নদী সংস্কার ছাড়াও আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। কিন্তু ইস্তেহার প্রকাশের সময় কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে বলে অভিযোগ তোলেন সাংসদ রাজু বিস্তা। শুধু তাই নয়। এই বিষয়ে তদন্তর দাবি করেছেন তিনি।
আরও পড়ুন : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী, 32 জনকে বহিষ্কার করল তৃণমূল
সাংসদ রাজু বিস্তা বলেন, "কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সড়ক যোজনাকে বাংলার সড়ক যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও যোজনাকে কন্যাশ্রী, প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে সবার জন্য ঘর, কেন্দ্রীয় পানীয় জল প্রকল্পকে জল স্বপ্ন। এমন অনেক কেন্দ্রীয় সরকারের যোজনাকে নিজের নামে চালাচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও অপরাধ। মানুষের মধ্যে মিথ্যা প্রচার করছে তৃণমূল-কংগ্রেস। পাশাপাশি তৃণমূল-কংগ্রেস ক্ষমতায় থেকে একের পর এক দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির সরকার চালাচ্ছে। আমরা ক্ষমতায় আসলে সেসব বন্ধ করে দেব।" পালটা রাজু বিস্তার বিরুদ্ধে সরব হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, "রাজ্য সরকারের এত প্রকল্প রয়েছে যে কেন্দ্রীয় সরকারের নামের প্রয়োজন পড়ে না। বিজেপির এখন লোক নেই বলে এসব বলছে। তাঁরা সব আসনে প্রার্থী দিতে পারেননি। তাঁদের তো আমরা লোক ধার দিতে পারি না। আর মানুষ জানে কে মানুষের জন্য কাজ করেছে।"