ETV Bharat / state

পরিবেশ সচেতনতার বার্তা শিলিগুড়ির চক্রবর্তী বাড়ির পুজোয় - environmental awareness

পরিবেশ সচেতনতার বার্তা দিতে শিলিগুড়ির চক্রবর্তী পরিবারের উদ্যোগে পুজোর ক'দিন ভোগ খাওয়ানোর পাশাপাশি বিলি করা হবে চারাগাছ ।

sili
author img

By

Published : Oct 2, 2019, 12:03 AM IST

শিলিগুড়ি : দেশান্তরী পুজোই বটে । বাংলাদেশের ঢাকা থেকে হুগলির ভদ্রেশ্বর হয়ে শিলিগুড়িতে আপাতত থিতু চক্রবর্তী পরিবারের শতাব্দী প্রাচীন পারিবারিক পুজো । এবার পরিবেশ সচেতনতার বার্তা দিতে চক্রবর্তী পরিবারের উদ্যোগে পুজোর ক'দিন ভোগ খাওয়ানোর পাশাপাশি বিলি করা হবে চারাগাছ ।

শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় থাকেন দীপজ্যোতি চক্রবর্তীরা । শিলিগুড়িতে 2015 থেকে পূজা হচ্ছে । চক্রবর্তীদের আদি পুজো হত ঢাকার বিক্রমপুরের বাঘরা এলাকায় । ঠিক কবে থেকে পুজোর শুরু তা লেখা নেই কোথাও । তবে দীপজ্যোতির ঠাকুরদা ভৈরব চক্রবর্তীর ডায়েরি থেকে পূজার রীতিনীতি জানা যায় । দেশভাগের পর গোটা পরিবার চলে আসে হুগলির ভদ্রেশ্বরে । সামায়িক ছেদ পড়ে পুজোয় । কয়েকবছর পর ফের শুরু হয় পূজা । বছর পঞ্চাশ আগে দীপজ্যোতির বাবা ক্ষিতিশ চক্রবর্তী চলে আসেন শিলিগুড়ি । সেখানেই ফের শুরু হয় পুজো ৷

দীপজ্যোতি চক্রবর্তী বলেন, " শিলিগুড়িতে পুজো শুরুর পর বহু আত্মীয়দের সঙ্গে নতুন করে যোগাযোগ হয়েছে । অনেককে চিনতামই না । এই পুজোর টেনে তারা শিলিগুড়িতে আসেন৷ এটাই আমাদের প্রাপ্তি ৷ সারা বছর সামাজিক সচেতনতায় নানা কাজে করি । তাই এবার ভাবলাম পূজার সময় যারা ঠাকুর দেখতে আসবেন তাদের হাতে গাছের চারা তুলে দেব । অনুরোধ করব বাড়িতে গিয়ে গাছটি লাগাতে ।"

ইতিমধ্যেই ফুলবাড়ি এলাকার বাসিন্দাদের সচেতন করার কাজ করছেন দীপজ্যোতি চক্রবর্তী । এই সচেতনতার কর্মসূচিতে সঙ্গে পেয়েছেন বিশিষ্ট অভিনেতা ও পশুপ্রেমী সব্যসাচী চক্রবর্তীকে । তিনিও সময় পেলে চক্রবর্তী বাড়ির পুজোয় আসেন ।

শিলিগুড়ি : দেশান্তরী পুজোই বটে । বাংলাদেশের ঢাকা থেকে হুগলির ভদ্রেশ্বর হয়ে শিলিগুড়িতে আপাতত থিতু চক্রবর্তী পরিবারের শতাব্দী প্রাচীন পারিবারিক পুজো । এবার পরিবেশ সচেতনতার বার্তা দিতে চক্রবর্তী পরিবারের উদ্যোগে পুজোর ক'দিন ভোগ খাওয়ানোর পাশাপাশি বিলি করা হবে চারাগাছ ।

শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় থাকেন দীপজ্যোতি চক্রবর্তীরা । শিলিগুড়িতে 2015 থেকে পূজা হচ্ছে । চক্রবর্তীদের আদি পুজো হত ঢাকার বিক্রমপুরের বাঘরা এলাকায় । ঠিক কবে থেকে পুজোর শুরু তা লেখা নেই কোথাও । তবে দীপজ্যোতির ঠাকুরদা ভৈরব চক্রবর্তীর ডায়েরি থেকে পূজার রীতিনীতি জানা যায় । দেশভাগের পর গোটা পরিবার চলে আসে হুগলির ভদ্রেশ্বরে । সামায়িক ছেদ পড়ে পুজোয় । কয়েকবছর পর ফের শুরু হয় পূজা । বছর পঞ্চাশ আগে দীপজ্যোতির বাবা ক্ষিতিশ চক্রবর্তী চলে আসেন শিলিগুড়ি । সেখানেই ফের শুরু হয় পুজো ৷

দীপজ্যোতি চক্রবর্তী বলেন, " শিলিগুড়িতে পুজো শুরুর পর বহু আত্মীয়দের সঙ্গে নতুন করে যোগাযোগ হয়েছে । অনেককে চিনতামই না । এই পুজোর টেনে তারা শিলিগুড়িতে আসেন৷ এটাই আমাদের প্রাপ্তি ৷ সারা বছর সামাজিক সচেতনতায় নানা কাজে করি । তাই এবার ভাবলাম পূজার সময় যারা ঠাকুর দেখতে আসবেন তাদের হাতে গাছের চারা তুলে দেব । অনুরোধ করব বাড়িতে গিয়ে গাছটি লাগাতে ।"

ইতিমধ্যেই ফুলবাড়ি এলাকার বাসিন্দাদের সচেতন করার কাজ করছেন দীপজ্যোতি চক্রবর্তী । এই সচেতনতার কর্মসূচিতে সঙ্গে পেয়েছেন বিশিষ্ট অভিনেতা ও পশুপ্রেমী সব্যসাচী চক্রবর্তীকে । তিনিও সময় পেলে চক্রবর্তী বাড়ির পুজোয় আসেন ।

Intro:দেশান্তরী পূজাই বটে। বাংলাদেশের ঢাকা থেকে হুগলির ভদ্রেশ্বর হয়ে শিলিগুড়িতে আপাতত থিতু চক্রবর্তী পরিবারের শতাব্দী প্রাচীন পারিবারিক পূজা। পূজার কদিন মায়ের ভোগ খেতে আসেন বহু মানুষ। সামাজিক সচেতনতার বার্তা দিতে এবার চক্রবর্তি পরিবারের উদ্যোগে পূজার কদিন ভোগ খাওয়ানোর পাশাপাশি বিলি করা হবে চারাগাছ।


Body:শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় থাকেন দীপজ্যোতি চক্রবতীরা। শিলিগুড়িতে 2015 থেকে পূজা হচ্ছে। তার কথায়, মূল পূজা হত ঢাকার বিক্রমপুরের বাঘরা এলাকায়। ঠিক কবে থেকে পূজা শুরু তা লেখা নেই কোথাও। তবে দীপজ্যোতির ঠাকুরদা ভৈরব চক্রবর্তীর ডায়েরি থেকে পূজার রীতিনীতি জানা যায়। দেশভাগের পর গোটা পরিবার চলে আসে হুগলির ভদ্রেশ্বরে। সামাযিক ছেদ পরে পূজায়। ফের শুরু হয় পূজা। বছর পঞ্চাশ আগে দীপজ্যোতির বাবা ক্ষিতিশ চক্রবর্তী চলে আসেন শিলিগুড়ি। ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় পরিবার। ফের ছেদ পরে পূজায়। দীপজ্যোতি বলেন, ফের পূজা শুরুর পর বহু আত্মীয়দের সঙ্গে নতুন করে যোগাযোগ হয়েছে। অনেককে চিনতামই না। এই পূজা আর শিকড়ের টানে তারা কেউ কেউ পূজার কদিন আমাদের কাছে এসে থেকেছেন। এটাই প্রাপ্তি। দীপজ্যোতি জানান,সারা বছর সামাজিক সচেতনতায় নানা কাজে করি। তাই ভাবলাম পূজার সময় যারা ঠাকুর দেখতে ও ভোগ খেতে আসবেন তাদের হাতে গাছের চারা তুলে দেব। অনুরোধ করব বাড়িতে গিয়ে গাছটি লাগাতে। ইতিমধ্যেই আমরা ফুলবাড়ীতে যে এলাকায় পরিযায়ী পাখিরা আসে সেখানে বাসিন্দাদের সচেতন করেছি। আমাদের সাথেই রয়েছেন বিশিষ্ট অভিনেতা ও পশুপ্রেমী সব্যসাচী চক্রবর্তী। তিনিও সময় পেলে পূজায় আসেন। এবারেও আসবেন। সকলে মিলেই তাই আনন্দের পাশাপাশি সামাজিকতার বার্তা দেব।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.