ETV Bharat / state

Mohun Bagan Avenue: ইস্টবেঙ্গলের গড় শিলিগুড়িতে মোহনবাগানের নাম রাস্তা, উদ্বোধন রবিবার - উদ্বোধন আগামী রবিবার

শিলিগুড়িতে 'মোহনবাগান অ্যাভিনিউ' ৷ যার উদ্বোধন আগামী রবিবার ৷ আবারও উচ্ছ্বসিত সবুজ মেরুন সমর্থকরা ৷ তবে শিলিগুড়ির মেয়র জানিয়েছেন খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে শহরে ৷

Mohun Bagan Avenue
Mohun Bagan Avenue
author img

By

Published : Mar 30, 2023, 9:00 PM IST

ইস্টবেঙ্গলের গড় শিলিগুড়িতে মোহনবাগানের নাম রাস্তা

শিলিগুড়ি, 30 মার্চ: ইস্টবেঙ্গলের গড় নামে পরিচিত শিলিগুড়ি শহর। সেই শহরেই মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন হচ্ছে আগামী রবিবার ৷ কলকাতার বাইরে এই প্রথম অন্য কোনও শহরে জাতীয় ক্লাব মোহনবাগানের নামে রাস্তা হচ্ছে । এই খবরে যারপরনাই উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা । শিলিগুড়িতে মহানন্দার প্রতিমা নিরঞ্জন ঘাটের রাস্তাটির নাম মোহমবাগানের নামে 'মোহনবাগান অ্যাভিনিউ' রাখা হচ্ছে । 2 এপ্রিল ওই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে । উপস্থিত থাকবে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত-সহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা । বৃহস্পতিবার এমনটাই জানলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

পুরো অনুষ্ঠানের আয়োজনে শিলিগুড়ি পৌরনিগম। সহযোগিতায় রয়েছে মোহনবাগান ক্লাব । ইতিমধ্যে ক্লাবের দু'জন প্রতিনিধি এসে বৈঠকও করে গিয়েছেন । মেয়র গৌতম দেব বলেন, "এটা শহরের জন্যও গর্বের । শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তা উদ্বোধন হচ্ছে। ওই অনুষ্ঠানে আমরা ক্রীড়াপ্রেমী মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি । প্রাক্তন খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হবে । এছাড়া আমরা সকলে থাকব এবং মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্য-সহ দলের ফুটবলাররাও থাকবেন ।"

বাঙালির ফুটবল মানেই ঘটি-বাঙালের লড়াই । কেউ মোহনবাগান, তো কেউ ইস্টবেঙ্গল । এই দুই ক্লাব ছাড়া অসম্পূর্ণ ভারতীয় ফুটবল। যদি বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছিল শহরের এক সবুজ-মেরুন ফ্যান ক্লাব ৷ নিজেদের ক্লাবের নামে রাস্তার জন্য শিলিগুড়ি পৌরনিগমকে প্রথম আবেদন করেছিল শিলিগুড়ি মেরিনার্স । তারা এই বিষয়ে একটি চিঠি দেয় মেয়র গৌতম দেবকে । অবশেষে শিলিগুড়ি মেরিনার্সের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । ওই অনুষ্ঠানের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে মেরিনার্স।

প্রথমে আইএসএল চ্যাম্পিয়ন, তারপর মোহনবাগানের নামের আগে থেকে এটিকে প্রত্যাহার। এখন আবার ইস্টবেঙ্গলের আগে শিলিগুড়িতে রাস্তার উদ্বোধন। স্বভাবতই খুশি শিলিগুড়ি মেরিনার্সের সদস্যরা ৷ ফ্যান ক্লাবের পক্ষে সৌরভ বাবুজি দাস বলেন, "আমরাই আবেদন করেছিলাম রাস্তার নামকরণের জন্য । আমাদের দাবি ছিল বাঘাযতীন পার্কের পাশের রাস্তা মোহনবাগানের নামে নামাঙ্কিত করার । তবে পৌরনিগম পরিবর্তে এই রাস্তার নাম প্রস্তাব করলে তা মেনেও নেয় ক্লাব । আমরা কেউ ক্লাবের ঊর্ধ্বে নই । তাই ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি ।’’

এ বিষয়ে তিনি চিরশত্রু লাল-হলুদ শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷ তাঁর কথায়, ‘‘ইস্টবেঙ্গলের আগে আমাদের ক্লাবের রাস্তা উদ্বোধন হচ্ছে মানে এই ডার্বিতেও তাদের হারালাম আমরা। 2 এপ্রিল আমাদের কাছে গর্বের দিন। আমাদের আবেদনে সাড়া দিয়ে রাস্তার নামকরণ করার জন্য পৌরনিগমকে শিলিগুড়ি মেরিনার্সের পক্ষ থেকে ধন্যবাদ ।" যদিও মোহনবাগানের জন্য খুশির খবর দেওয়ার পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিনই বলেছেন, "শিলিগুড়িতে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে ।" ফলে লাল-হলুদ সমর্থকদের স্বপ্ন পূরণও সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন: ভাঙল তিলোত্তমার আবেগের বাঁধ, ভারতসেরা হয়ে শহরে ফিরল বাগান

ইস্টবেঙ্গলের গড় শিলিগুড়িতে মোহনবাগানের নাম রাস্তা

শিলিগুড়ি, 30 মার্চ: ইস্টবেঙ্গলের গড় নামে পরিচিত শিলিগুড়ি শহর। সেই শহরেই মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন হচ্ছে আগামী রবিবার ৷ কলকাতার বাইরে এই প্রথম অন্য কোনও শহরে জাতীয় ক্লাব মোহনবাগানের নামে রাস্তা হচ্ছে । এই খবরে যারপরনাই উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা । শিলিগুড়িতে মহানন্দার প্রতিমা নিরঞ্জন ঘাটের রাস্তাটির নাম মোহমবাগানের নামে 'মোহনবাগান অ্যাভিনিউ' রাখা হচ্ছে । 2 এপ্রিল ওই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে । উপস্থিত থাকবে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত-সহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা । বৃহস্পতিবার এমনটাই জানলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

পুরো অনুষ্ঠানের আয়োজনে শিলিগুড়ি পৌরনিগম। সহযোগিতায় রয়েছে মোহনবাগান ক্লাব । ইতিমধ্যে ক্লাবের দু'জন প্রতিনিধি এসে বৈঠকও করে গিয়েছেন । মেয়র গৌতম দেব বলেন, "এটা শহরের জন্যও গর্বের । শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তা উদ্বোধন হচ্ছে। ওই অনুষ্ঠানে আমরা ক্রীড়াপ্রেমী মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি । প্রাক্তন খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হবে । এছাড়া আমরা সকলে থাকব এবং মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্য-সহ দলের ফুটবলাররাও থাকবেন ।"

বাঙালির ফুটবল মানেই ঘটি-বাঙালের লড়াই । কেউ মোহনবাগান, তো কেউ ইস্টবেঙ্গল । এই দুই ক্লাব ছাড়া অসম্পূর্ণ ভারতীয় ফুটবল। যদি বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছিল শহরের এক সবুজ-মেরুন ফ্যান ক্লাব ৷ নিজেদের ক্লাবের নামে রাস্তার জন্য শিলিগুড়ি পৌরনিগমকে প্রথম আবেদন করেছিল শিলিগুড়ি মেরিনার্স । তারা এই বিষয়ে একটি চিঠি দেয় মেয়র গৌতম দেবকে । অবশেষে শিলিগুড়ি মেরিনার্সের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । ওই অনুষ্ঠানের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে মেরিনার্স।

প্রথমে আইএসএল চ্যাম্পিয়ন, তারপর মোহনবাগানের নামের আগে থেকে এটিকে প্রত্যাহার। এখন আবার ইস্টবেঙ্গলের আগে শিলিগুড়িতে রাস্তার উদ্বোধন। স্বভাবতই খুশি শিলিগুড়ি মেরিনার্সের সদস্যরা ৷ ফ্যান ক্লাবের পক্ষে সৌরভ বাবুজি দাস বলেন, "আমরাই আবেদন করেছিলাম রাস্তার নামকরণের জন্য । আমাদের দাবি ছিল বাঘাযতীন পার্কের পাশের রাস্তা মোহনবাগানের নামে নামাঙ্কিত করার । তবে পৌরনিগম পরিবর্তে এই রাস্তার নাম প্রস্তাব করলে তা মেনেও নেয় ক্লাব । আমরা কেউ ক্লাবের ঊর্ধ্বে নই । তাই ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি ।’’

এ বিষয়ে তিনি চিরশত্রু লাল-হলুদ শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷ তাঁর কথায়, ‘‘ইস্টবেঙ্গলের আগে আমাদের ক্লাবের রাস্তা উদ্বোধন হচ্ছে মানে এই ডার্বিতেও তাদের হারালাম আমরা। 2 এপ্রিল আমাদের কাছে গর্বের দিন। আমাদের আবেদনে সাড়া দিয়ে রাস্তার নামকরণ করার জন্য পৌরনিগমকে শিলিগুড়ি মেরিনার্সের পক্ষ থেকে ধন্যবাদ ।" যদিও মোহনবাগানের জন্য খুশির খবর দেওয়ার পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিনই বলেছেন, "শিলিগুড়িতে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে ।" ফলে লাল-হলুদ সমর্থকদের স্বপ্ন পূরণও সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন: ভাঙল তিলোত্তমার আবেগের বাঁধ, ভারতসেরা হয়ে শহরে ফিরল বাগান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.