ETV Bharat / state

Siliguri Dengue Situation: শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ন্ত্রণে কড়া পৌরনিগম, বাড়িতে মশার লার্ভা মিললেই জরিমানা - strict step to control dengue situation

শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation is taking strict step to control dengue situation) ৷ বাড়িতে জমা জল ও মশার লার্ভা মিললে হবে জরিমানা ৷

ETV Bharat
Siliguri Dengue Situation
author img

By

Published : Nov 1, 2022, 10:54 PM IST

শিলিগুড়ি, 1 নভেম্বর: ডেঙ্গি নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপের পথে শিলিগুড়ি পৌরনিগম । মঙ্গলবার এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । এদিন জেলা স্বাস্থ্য বিভাগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পৌর আধিকারিকরা (Siliguri Dengue Situation) ।

এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে যেসব বাড়িতে জমা জল ও মশার লার্ভা মিলবে সেইসব বাড়িতে নোটিশ পাঠানোর পাশাপাশি জরিমানাও করা হবে । এছাড়াও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকায় স্পর্শকাতর ওয়ার্ডের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন মেয়র গৌতম দেব (Siliguri Municipal Corporation is taking strict step to control dengue situation) ।

আরও পড়ুন: বিনা অস্ত্রোপচারে বালিকার খাদ্যনালী থেকে 5 টাকার কয়েন বের করলেন চিকিৎসকরা

মঙ্গলবার গৌতম দেব বলেন,"ডেঙ্গি রোধে এবার থেকে আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করছি । স্প্রেয়িংয়ের থেকে ফগিং দ্বিগুণ করা হয়েছে । দ্বিগুণ মশার তেল দেওয়া হয়েছে । আরও 14টি ফগিং মেশিন চার-পাঁচ দিনের মধ্যে কেনা হচ্ছে । জরিমানা ও নোটিশ করা হবে । ফাঁকা জমি বা কোথাও জল জমা থাকলে পৌরনিগম পরিষ্কার করবে কিন্তু তার ভর্তুকি সংশ্লিষ্ট মালিককে দিতে হবে ।" শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এর আগে শিলিগুড়ি পৌরনিগমে স্পর্শকাতর ওয়ার্ডের সংখ্যা ছিল পাঁচটি ৷ এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে দশটি । এই ওয়ার্ডগুলি হল 2, 4, 5, 7, 9, 14, 15, 39, 41, 44 (Dengue Situation in Siliguri)।

এছাড়াও জানা গিয়েছে, 1 নম্বর বরোর অধীনে 10টি বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে । কাউন্সিলরের নেতৃত্বে পৃথক একটি কমিটি গঠন করেছে পৌরনিগম । সেই কমিটিতে স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবের সদস্য, বিশিষ্ট নাগরিকদের রাখা হবে । ওই কমিটি গোটা ওয়ার্ড তদারকি করবে ।

শিলিগুড়ি, 1 নভেম্বর: ডেঙ্গি নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপের পথে শিলিগুড়ি পৌরনিগম । মঙ্গলবার এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । এদিন জেলা স্বাস্থ্য বিভাগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পৌর আধিকারিকরা (Siliguri Dengue Situation) ।

এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে যেসব বাড়িতে জমা জল ও মশার লার্ভা মিলবে সেইসব বাড়িতে নোটিশ পাঠানোর পাশাপাশি জরিমানাও করা হবে । এছাড়াও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকায় স্পর্শকাতর ওয়ার্ডের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন মেয়র গৌতম দেব (Siliguri Municipal Corporation is taking strict step to control dengue situation) ।

আরও পড়ুন: বিনা অস্ত্রোপচারে বালিকার খাদ্যনালী থেকে 5 টাকার কয়েন বের করলেন চিকিৎসকরা

মঙ্গলবার গৌতম দেব বলেন,"ডেঙ্গি রোধে এবার থেকে আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করছি । স্প্রেয়িংয়ের থেকে ফগিং দ্বিগুণ করা হয়েছে । দ্বিগুণ মশার তেল দেওয়া হয়েছে । আরও 14টি ফগিং মেশিন চার-পাঁচ দিনের মধ্যে কেনা হচ্ছে । জরিমানা ও নোটিশ করা হবে । ফাঁকা জমি বা কোথাও জল জমা থাকলে পৌরনিগম পরিষ্কার করবে কিন্তু তার ভর্তুকি সংশ্লিষ্ট মালিককে দিতে হবে ।" শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এর আগে শিলিগুড়ি পৌরনিগমে স্পর্শকাতর ওয়ার্ডের সংখ্যা ছিল পাঁচটি ৷ এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে দশটি । এই ওয়ার্ডগুলি হল 2, 4, 5, 7, 9, 14, 15, 39, 41, 44 (Dengue Situation in Siliguri)।

এছাড়াও জানা গিয়েছে, 1 নম্বর বরোর অধীনে 10টি বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে । কাউন্সিলরের নেতৃত্বে পৃথক একটি কমিটি গঠন করেছে পৌরনিগম । সেই কমিটিতে স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবের সদস্য, বিশিষ্ট নাগরিকদের রাখা হবে । ওই কমিটি গোটা ওয়ার্ড তদারকি করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.