শিলিগুড়ি, ১৮ এপ্রিল : বঙ্গ বিজেপির অন্দরে যে বিদ্রোহ এবং নেতাদের দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও পদ ছাড়ার হিড়িক পড়েছে সেই তালিকায় এবার নাম উঠল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh Leaves WhatsApp Group) ৷ বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক পদে রয়েছেন শঙ্কর ঘোষ ৷ সেই হিসেবে তিনি বিজেপির পর্যবেক্ষকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন ৷ সোমবার তাঁর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার খবরে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ শঙ্কর ঘোষ তাঁর এই দলীয় গ্রুপ ত্যাগের খবর স্বীকার করেছেন ৷ বলেছেন, "অবাঞ্ছিত ও নিষ্ক্রিয় গ্রুপে থেকে কোনও লাভ নেই ৷ সমস্যার কারণেই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছি । এর সঙ্গে রাজনৈতিক মতানৈক্যের কোনও সম্পর্ক নেই ।"
বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক এবং নেতা এই মুহূর্তে কলকাতায় রয়েছেন । আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির খারাপ ফলের পর সৌমিত্র খাঁ, অনুপম হাজরা-সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন । কেউ কেউ প্রশ্ন তুলেছেন দলীয় নেতৃত্বের সংগঠন পরিচালনার দক্ষতা নিয়েও ৷ সম্প্রতি বিজেপি রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ । তাঁর অভিযোগ, তিনি বিধায়ক হয়েও দলের নানা বিষয়ে অন্ধকারে রয়েছেন । তাঁকে দলের নেতাদের একাংশ গুরুত্ব দিচ্ছেন না ।
আরও পড়ুন : এবার দ্বন্দ্ব মুর্শিদাবাদে, রাজ্য বিজেপির সম্পাদক পদ থেকে ইস্তফা বিধায়কের
এর আগেও দক্ষিণবঙ্গের একাধিক বিজেপি নেতা, বিধায়ক রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন ৷ কয়েক মাস আগে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ সম্প্রতি দেখা যাচ্ছে ফের সেই হিড়িক পড়েছে ৷ দক্ষিণবঙ্গ ছাড়িয়ে এবার সেই 'হোয়াটসঅ্যাপ বিদ্রোহ' পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে ৷ দুই উপনির্বাচনে গেরুয়া শিবির পর্যুদস্ত হওয়ার পর বঙ্গ বিজেপির অন্দরে ফের সংঘাত দেখা দিয়েছে ৷ শঙ্কর ঘোষের এদিন দলীয় গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া সেই আবহেই নয়া মাত্রা যোগ করল বলে মত রাজনৈতিক মহলের ৷