ETV Bharat / state

Prem Singh Tamang: অমরনাথ যাত্রায় মৃতদের শান্তি কামনায় যজ্ঞ সিকিমের মুখ্যমন্ত্রীর - অমরনাথ যাত্রায় মৃতদের শান্তিকামনায় যজ্ঞ মুখ্যমন্ত্রীর

অমরনাথ যাত্রায় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতদের শান্তি কামনায় যজ্ঞ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাকড়ির পাহাড়ি মাতা মন্দিরে পুজোয় বসেন তিনি (Sikkim CM Prem Singh Tamang Yajna in Siliguri for Amarnath Cloud Burst Incident) । প্রতি বছর ওই মন্দিরে নিজের রাজ্য ও রাজ্যবাসীর উন্নতির স্বার্থে পুজো করেন তিনি। এদিনও মায়ের মন্দিরে পুজোয় বসেন তিনি ৷

Sikkim CM Prem Singh Tamang
পাহাড়ি মাতা মন্দিরে পুজোয় বসেন সিকিমের মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jul 9, 2022, 9:26 PM IST

শিলিগুড়ি, 9 জুলাই: অমরনাথ যাত্রায় মৃতদের শান্তি কামনায় যজ্ঞ মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং। (Sikkim CM Prem Singh Tamang Yajna in Siliguri for Amarnath Cloud Burst Incident)।

অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16 জন। এদিন মৃতদের আত্মার শান্তি কামনা করে যজ্ঞ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সম্পূর্ণ সমর্থনের কথা জানান প্রেমসিং তামাং। শুধু তাই নয় রাষ্ট্রপতি নির্বাচনের আগে দ্রৌপদী মুর্মুকে সিকিমে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবারই দ্রৌপদী মুর্মুর সিকিম যাত্রায় যাওয়ার কথা ছিল। কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তাঁর ওই সফর পিছনো হয়েছে। আগামী 11 জুলাই সিকিম সফরে যাবেন দ্রৌপদী মুর্মু।

মৃতদের শান্তি কামনায় যজ্ঞ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং

আরও পড়ুন : অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা

এ বিষয়ে প্রেমসিং তামাং বলেন, "অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করি। তাঁদের আত্মার শান্তির জন্য এদিন যজ্ঞ করেছি। পাশাপাশি আমরা এনডিএ জোটসঙ্গী। সেজন্য দ্রৌপদী মুর্মুকে পূর্ণ সমর্থন করব।" অন্যদিকে, ফের দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সিকিমেও বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেজন্য সিকিমে অল্প কিছু বিধিনিষেধ জারি করেছে সিকিম সরকার। মুখ্যমন্ত্রী বলেন, "অন্যান্য রাজ্যে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, আমাদের রাজ্যে অনেক কম। সেজন্য আপাতত আমরা ফের মাস্ক ও সামাজিক দুরত্ব বিধি লাগু করেছি। যেহেতু এখন ভরা পর্যটনের মরশুম সেজন্য খুব বেশি বিধি নিষেধ লাগু করা হয়নি।"

শিলিগুড়ি, 9 জুলাই: অমরনাথ যাত্রায় মৃতদের শান্তি কামনায় যজ্ঞ মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং। (Sikkim CM Prem Singh Tamang Yajna in Siliguri for Amarnath Cloud Burst Incident)।

অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16 জন। এদিন মৃতদের আত্মার শান্তি কামনা করে যজ্ঞ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সম্পূর্ণ সমর্থনের কথা জানান প্রেমসিং তামাং। শুধু তাই নয় রাষ্ট্রপতি নির্বাচনের আগে দ্রৌপদী মুর্মুকে সিকিমে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবারই দ্রৌপদী মুর্মুর সিকিম যাত্রায় যাওয়ার কথা ছিল। কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তাঁর ওই সফর পিছনো হয়েছে। আগামী 11 জুলাই সিকিম সফরে যাবেন দ্রৌপদী মুর্মু।

মৃতদের শান্তি কামনায় যজ্ঞ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং

আরও পড়ুন : অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা

এ বিষয়ে প্রেমসিং তামাং বলেন, "অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করি। তাঁদের আত্মার শান্তির জন্য এদিন যজ্ঞ করেছি। পাশাপাশি আমরা এনডিএ জোটসঙ্গী। সেজন্য দ্রৌপদী মুর্মুকে পূর্ণ সমর্থন করব।" অন্যদিকে, ফের দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সিকিমেও বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেজন্য সিকিমে অল্প কিছু বিধিনিষেধ জারি করেছে সিকিম সরকার। মুখ্যমন্ত্রী বলেন, "অন্যান্য রাজ্যে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, আমাদের রাজ্যে অনেক কম। সেজন্য আপাতত আমরা ফের মাস্ক ও সামাজিক দুরত্ব বিধি লাগু করেছি। যেহেতু এখন ভরা পর্যটনের মরশুম সেজন্য খুব বেশি বিধি নিষেধ লাগু করা হয়নি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.