শিলিগুড়ি , 2 জুন : শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত হলেন আরও সাতজন । গতকাল তাঁদের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁদের প্রত্যেককেই কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
সাতজন কোরোনা আক্রান্তের মধ্যে একজন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া , দুইজন নকশালবাড়ি এলাকা এবং দুইজন বাতাসির বাসিন্দা । বাকি দুইজন শিলিগুড়ি পৌরনিগমের জলপাইগুড়ি জেলার অন্তর্গত পরেশ নগর ও ভানু নগর এলাকার বাসিন্দা । তাঁদের প্রত্যেককেই কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাঁরা কী কারণে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে জানা যায়নি ।
এদিকে , এই পরিস্থিতিতে নকশালবাড়ি ও বাগডোগরায় কনটেইনমেন্ট জ়োন চালু করেছে প্রশাসন । দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান , পরিস্থিতির দিকে নজর রাখছি ।
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পশ্চিমবঙ্গে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 5772 জন । মৃত্যু হয়েছে 253 জনের ।