ETV Bharat / state

দার্জিলিঙে নেতাজির জন্মজয়ন্তী পালন করবেন মমতা - mamata in darjeeling

লোকসভা ভোটে পরাজয়ের পর একবার কার্শিয়াঙে এসেছিলেন মমতা । সেই দিক থেকে দেখলে লোকসভা ভোটের পর গতকালই প্রথম দার্জিলিঙে আসেন মমতা । গতকালের মিছিলের পর আজ দার্জিলিঙের চৌরাস্তায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন করতে উপস্থিত থাকবেন তিনি ৷

mamata
চলছে মুখ্যমন্ত্রীর অনুুষ্ঠানের প্রস্তুতি
author img

By

Published : Jan 23, 2020, 11:53 AM IST

দার্জিলিং, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তী পালনে আজ দার্জিলিঙের চৌরাস্তায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই দার্জিলিঙে CAA ও NRC-র প্রতিবাদে মিছিল করেন তিনি ৷ গতকালের মিছিল থেকে কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ আজ নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে তিনি কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

শিলিগুড়িতে আগেই CAA-র প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল দার্জিলিঙে মিছিল করেন ৷ এদিকে গতকালই সুপ্রিম কোর্টে CAA বিরোধী 144 টি পিটিশনের শুনানি হয় ৷ শুনানিতে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তাদের মতামত জানাতে বলা হয় ৷

আরও পড়ুন : NRC, CAA নিয়ে দার্জিলিঙে মিছিল মমতার

লোকসভা ভোটে পরাজয়ের পর একবার কার্শিয়াঙে এসেছিলেন মমতা । সেই দিক থেকে দেখলে লোকসভা ভোটের পর গতকালই প্রথম দার্জিলিঙে আসেন মমতা । গতকালের মিছিলের পর আজ দার্জিলিঙের চৌরাস্তায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন করতে উপস্থিত থাকবেন তিনি ৷

আরও পড়ুন : চোখ দেখালে বাংলার মানুষ তার জবাব দিতে জানে : সিদ্দিকুল্লা

রাজ্যের 342 টি ব্লক, 118 টি পৌরসভা, সাতটি পৌরনিগম ও কলকাতা পৌরনিগমের 144 টি ওয়ার্ডসহ প্রতিটি জেলার সদর শহরে রাজ্য সরকারের উদ্যোগে পালন করা হচ্ছে সুভাষ উৎসব ৷ আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ফের কোনওভাবে কেন্দ্রকে আক্রমণ করবেন কি না সেইদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আজ সকাল থেকেই দার্জিলিঙে কনকনে ঠান্ডা ৷ পারদ 1.6 ডিগ্রি সেলসিয়াস ৷ শীতকে উপেক্ষা করেই চলছে চূড়ান্ত প্রস্তুতি ৷

দার্জিলিং, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তী পালনে আজ দার্জিলিঙের চৌরাস্তায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই দার্জিলিঙে CAA ও NRC-র প্রতিবাদে মিছিল করেন তিনি ৷ গতকালের মিছিল থেকে কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ আজ নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে তিনি কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

শিলিগুড়িতে আগেই CAA-র প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল দার্জিলিঙে মিছিল করেন ৷ এদিকে গতকালই সুপ্রিম কোর্টে CAA বিরোধী 144 টি পিটিশনের শুনানি হয় ৷ শুনানিতে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তাদের মতামত জানাতে বলা হয় ৷

আরও পড়ুন : NRC, CAA নিয়ে দার্জিলিঙে মিছিল মমতার

লোকসভা ভোটে পরাজয়ের পর একবার কার্শিয়াঙে এসেছিলেন মমতা । সেই দিক থেকে দেখলে লোকসভা ভোটের পর গতকালই প্রথম দার্জিলিঙে আসেন মমতা । গতকালের মিছিলের পর আজ দার্জিলিঙের চৌরাস্তায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন করতে উপস্থিত থাকবেন তিনি ৷

আরও পড়ুন : চোখ দেখালে বাংলার মানুষ তার জবাব দিতে জানে : সিদ্দিকুল্লা

রাজ্যের 342 টি ব্লক, 118 টি পৌরসভা, সাতটি পৌরনিগম ও কলকাতা পৌরনিগমের 144 টি ওয়ার্ডসহ প্রতিটি জেলার সদর শহরে রাজ্য সরকারের উদ্যোগে পালন করা হচ্ছে সুভাষ উৎসব ৷ আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ফের কোনওভাবে কেন্দ্রকে আক্রমণ করবেন কি না সেইদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আজ সকাল থেকেই দার্জিলিঙে কনকনে ঠান্ডা ৷ পারদ 1.6 ডিগ্রি সেলসিয়াস ৷ শীতকে উপেক্ষা করেই চলছে চূড়ান্ত প্রস্তুতি ৷

Intro:কনকনে শীতে নেতাজির জন্মজয়ন্তী দার্জিলিঙে, থাকছেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং, 23 জানুয়ারি : বৃহস্পতিবার দার্জিলিংয়ের পারদ 1.6 ডিগ্রি সেলসিয়াস । ককনে এই শীতের মধ্যেই শৈলশহর সেজে উঠেছে নেতাজী সুভাষচন্দ্র বসুর 123তম জন্মজয়ন্তী পালনে । কিছুক্ষণ বাদেই দুপুর একটা নাগাদ নেতাজির জন্মজয়ন্তী সমারোহ পালন হবে দার্জিলিংয়ের চৌরাস্তায় । এদিন সকালে তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে । সরকারি উদ্যোগে এই সমরোহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত থাকবেন । শৈলশহর জুড়ে এখন তারই প্রস্তুতি চলছে ।
Body:বুধবারই মুখ্যমন্ত্রী শৈলশহরে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে হাঁটেন । ওইদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । আজ, বৃহস্পতিবার নেতাজির জন্মজয়ন্তী সমারোহ থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি । Conclusion:এদিন সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি । বেলা বাড়তেই রোদ উধাও । মেঘলা আকাশে ঠান্ডার দাপট বাড়তে থাকে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.