ETV Bharat / state

Siliguri Dengue Death: ডেঙ্গিতে ফের মৃত্যু শিলিগুড়িতে, এবার বলি পৌরনিগমের অস্থায়ী সাফাইকর্মী

দু'দিন যেতে না যেতেই ডেঙ্গিতে ফের মৃত্যু শিলিগুড়ি পৌরনিগম এলাকায়(Siliguri Dengue Death)৷ সোমবার দু'জনের মৃত্যুর পর বৃহস্পতিবার ফের মৃত্যু হল এক ব্যক্তির ৷

Etv Bharat
শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু
author img

By

Published : Nov 3, 2022, 4:07 PM IST

শিলিগুড়ি, 3 নভেম্বর: 48 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের ডেঙ্গিতে মৃত্যু শিলিগুড়িতে ৷ তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতির পর এবার মৃত্যু হল শিলিগুড়ি পৌরনিগমের এক অস্থায়ী সাফাই কর্মীর । স্বাভাবিকভাবেই ডেঙ্গি নিয়ন্ত্রণে এবার পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এই নিয়ে শুধুমাত্র শিলিগুড়ি পৌরনিগম এলাকাতেই ডেঙ্গিতে মৃত্যু হল 21 জনের (Dengue Situation in Siliguri Municipal Corporation)। পাশাপাশি বর্তমানে শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 386 জন । গত চারমাসে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 3 হাজার 800 পার করে গিয়েছে ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দিলীপ রাউত (35) নামে ওই অস্থায়ী সাফাই কর্মীর (Sanitation Worker Died of Dengue)৷ শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর বরোর অধীনে 25 নম্বর ওয়ার্ডের অস্থায়ী সাফাই কর্মী ছিলেন তিনি । বাড়ি ওই ওয়ার্ডেরই আম্বেদকর কলোনিতে । 31 অক্টোবর তাঁর জ্বর এলে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে পরিবার । সেখানে তার ম্যাক এলাইজা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । এরপর আচমকা প্লেটলেট কমে গেলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু প্লেটলেট কমে যাওয়ায় একে একে তার অঙ্গ নিষ্ক্রিয় হতে শুরু করে । এরপর বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় ।

ডেঙ্গিতে মৃত্যু নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের 28 নং ওয়ার্ডের কাউন্সিলর সম্পৃতা দাসের বক্তব্য

আরও পড়ুন : শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ন্ত্রণে কড়া পৌরনিগম, বাড়িতে মশার লার্ভা মিললেই জরিমানা

এই ঘটনায় 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সম্পৃতা দাস বলেন, "মেডিক্যালে প্লেটলেট কমে যাওয়ায় 15 বোতল রক্ত দেওয়া হয়েছিল । আমি নিজে চার বোতল রক্ত জোগাড় করে দিয়েছিলাম । ওই এলাকায় শুধুমাত্র তিনিই জ্বরে আক্রান্ত হয়েছিলেন । পরিবার বা আশেপাশে আর কেউ জ্বরে আক্রান্ত ছিল না । আমি নিজে ওয়ার্ডের প্রতিটি বাড়ি পরিদর্শন করছি । ভেক্টর কন্ট্রোল টিমের সঙ্গে নিজে থাকছি ।"

প্রসঙ্গত, 28 নম্বর ওয়ার্ড ডেঙ্গির জন্য স্পর্শকাতর ওয়ার্ড হিসেবে চিহ্নিত করেছে শিলিগুড়ি পৌরনিগম ও জেলা স্বাস্থ্য বিভাগ । এই নিয়ে ওই ওয়ার্ডের মোট দু'জনের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ।

আরও পড়ুন : শিলিগুড়িতে ফের ডেঙ্গির থাবা, তৃণমূল নেতা-সহ মৃত 2

শিলিগুড়ি, 3 নভেম্বর: 48 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের ডেঙ্গিতে মৃত্যু শিলিগুড়িতে ৷ তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতির পর এবার মৃত্যু হল শিলিগুড়ি পৌরনিগমের এক অস্থায়ী সাফাই কর্মীর । স্বাভাবিকভাবেই ডেঙ্গি নিয়ন্ত্রণে এবার পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এই নিয়ে শুধুমাত্র শিলিগুড়ি পৌরনিগম এলাকাতেই ডেঙ্গিতে মৃত্যু হল 21 জনের (Dengue Situation in Siliguri Municipal Corporation)। পাশাপাশি বর্তমানে শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 386 জন । গত চারমাসে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 3 হাজার 800 পার করে গিয়েছে ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দিলীপ রাউত (35) নামে ওই অস্থায়ী সাফাই কর্মীর (Sanitation Worker Died of Dengue)৷ শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর বরোর অধীনে 25 নম্বর ওয়ার্ডের অস্থায়ী সাফাই কর্মী ছিলেন তিনি । বাড়ি ওই ওয়ার্ডেরই আম্বেদকর কলোনিতে । 31 অক্টোবর তাঁর জ্বর এলে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে পরিবার । সেখানে তার ম্যাক এলাইজা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । এরপর আচমকা প্লেটলেট কমে গেলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু প্লেটলেট কমে যাওয়ায় একে একে তার অঙ্গ নিষ্ক্রিয় হতে শুরু করে । এরপর বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় ।

ডেঙ্গিতে মৃত্যু নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের 28 নং ওয়ার্ডের কাউন্সিলর সম্পৃতা দাসের বক্তব্য

আরও পড়ুন : শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ন্ত্রণে কড়া পৌরনিগম, বাড়িতে মশার লার্ভা মিললেই জরিমানা

এই ঘটনায় 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সম্পৃতা দাস বলেন, "মেডিক্যালে প্লেটলেট কমে যাওয়ায় 15 বোতল রক্ত দেওয়া হয়েছিল । আমি নিজে চার বোতল রক্ত জোগাড় করে দিয়েছিলাম । ওই এলাকায় শুধুমাত্র তিনিই জ্বরে আক্রান্ত হয়েছিলেন । পরিবার বা আশেপাশে আর কেউ জ্বরে আক্রান্ত ছিল না । আমি নিজে ওয়ার্ডের প্রতিটি বাড়ি পরিদর্শন করছি । ভেক্টর কন্ট্রোল টিমের সঙ্গে নিজে থাকছি ।"

প্রসঙ্গত, 28 নম্বর ওয়ার্ড ডেঙ্গির জন্য স্পর্শকাতর ওয়ার্ড হিসেবে চিহ্নিত করেছে শিলিগুড়ি পৌরনিগম ও জেলা স্বাস্থ্য বিভাগ । এই নিয়ে ওই ওয়ার্ডের মোট দু'জনের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ।

আরও পড়ুন : শিলিগুড়িতে ফের ডেঙ্গির থাবা, তৃণমূল নেতা-সহ মৃত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.