শিলিগুড়ি, 29 মার্চ : অবসর জীবনের সঞ্চিত পুঁজি থেকে তিন লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র রাউত ৷ 2014 সালে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন ফাঁসিদেওয়ার নজরুল শতবার্ষিকী বিদ্যালয় থেকে ৷ আজ প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা ভেঙে তিন লাখ টাকা দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৷ দানের টাকার চেক মন্ত্রী গৌতম দেবের বাড়ি গিয়ে দিয়ে আসেন তিনি ৷
সুভাষবাবু বলেন, "আমার খুব বেশি পুঁজি নেই ৷ প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকা পেয়েছিলাম, তা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট করা ছিল ৷ সেটাই ভেঙে তিন লাখ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি ৷ এই নিয়ে এত হইচই করার কিছু নেই ৷ কয়েকদিন ধরেই মনটা টানছিল ৷ কিছু একটা করতে চাইছিলাম ৷ স্ত্রীকে ইচ্ছার কথা জানাই ৷ তিনিও রাজি হয়ে যান ৷ তাই আর দেরি করিনি ৷"
মন্ত্রী গৌতম দেব বলেন, "অবসরপ্রাপ্ত এই শিক্ষকের দান গ্রহণ করেছি ৷ সত্যিই তাঁকে সাধুবাদ জানাতে হয় ৷ আজ সকালে তিনি আমার বাড়িতে এসে চেক দিয়ে গেলেন ৷ স্যালুট জানাই তাঁকে ৷"