ETV Bharat / state

Baby Elephant Died: চব্বিশ ঘণ্টাও কাটল না, মৃত্যু হল কলাবাড়ি থেকে উদ্ধার হস্তিশাবকের

author img

By

Published : May 6, 2023, 6:51 AM IST

Updated : May 6, 2023, 8:55 AM IST

মৃত্যু হল 15 দিনের হস্তিশাবকের ৷ অতিরিক্ত দুর্বলতা এবং পেটে আলসার, তা থেকে সংক্রমণ হয়েই মৃত্যু হয়েছে শাবকটির । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ।

Etv Bharat
মৃত্যু হল কলাবাড়ি থেকে উদ্ধার হাতির শাবকের

দার্জিলিং, 6 মে: চব্বিশ ঘণ্টা ও পার হল না! মায়ের কাছে ফেরার আগেই মৃত্যু হস্তিশাবকের । বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের কলাবাড়ি সংলগ্ন বামনডাঙ্গার মেচী নদীর চর থেকে উদ্ধার হয়েছিল 15 দিনের একটি হস্তিশাবক । শুক্রবার রাতেই মৃত্যু হয়েছে শাবকটির । দুর্বলতা ও পেটে আলসার জনিত সমক্রণ থেকে মৃত্যু মত পশু চিকিৎসকের ৷
শুক্রবার স্থানীয় বাসিন্দারা শাবকটিকে দেখতে পেয়েছিলেন ৷ তাঁরাই বন দফতরের হাতে তুলে দিয়েছিলেন হস্তিশাবককে । অসুস্থ থাকায় বেঙ্গল সাফরি পার্ক থেকে চিকিৎসক এসে তার চিকিৎসা করেন ৷ কার্শিয়াং বনবিভাগের কলাবাড়ি বিটে চিকিৎসা চলছিল শাবকটির ৷ কিন্তু সবার সব চেষ্টা বিফলে গেল ৷ অতিরিক্ত দূর্বলতা এবং পেটে আলসার থেকে সংক্রমিত হয়ে মৃত্যু হল শাবকের । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। রিপোর্ট পেলেই মৃত্যু সঠিক কারণ জানা যাবে ।

জানা গিয়েছে, শাবকটিকে নদীর চক্রে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসীরা । এরপর কলাবাড়ি বিটের বনকর্মীরা এসে ওই হাতির শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় । কলাবাড়ি বিট অফিসে রেখে শুরু হয়েছিল চিকিৎসা । শাবকটি নিজে থেকে কিছু খেতে পারছিল না । তাই স্যালাইনের পাশাপাশি মুখে পাইপ দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল তাকে । বেঙ্গল সাফারি পার্ক থেকে ডেকে আনা হয়েছিল এক পশু চিকিৎসককে । তিনি গিয়ে ওষুধও দেন । কিন্তু কাজের কাজ হয়নি ৷ আলসারের কারণে পেটের অন্য অঙ্গ কাজ করছিল না বলে জানা গিয়েছে। আর তার জেরেই শেষমেশ শাবকের মৃত্যু হল।

আরও পড়ুন : নকশালবাড়িতে নদীর কাছে অসুস্থ হস্তিশাবক, চিকিৎসা চলছে কলাবাড়ি বিটে

বন আধিকারিকদের অনুমান, শেষের কদিন একদমই খেতে পায়নি শাবকটি ৷ সেই অবস্থায় তাকে ফেলে জঙ্গলে চলে গিয়েছিল মা হাতিটি । এরপর এদিন শাবকটির মৃত্যু হয় । তবে ময়নাতদন্তের পর শাবকটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কার্শিয়াং বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার।

দার্জিলিং, 6 মে: চব্বিশ ঘণ্টা ও পার হল না! মায়ের কাছে ফেরার আগেই মৃত্যু হস্তিশাবকের । বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের কলাবাড়ি সংলগ্ন বামনডাঙ্গার মেচী নদীর চর থেকে উদ্ধার হয়েছিল 15 দিনের একটি হস্তিশাবক । শুক্রবার রাতেই মৃত্যু হয়েছে শাবকটির । দুর্বলতা ও পেটে আলসার জনিত সমক্রণ থেকে মৃত্যু মত পশু চিকিৎসকের ৷
শুক্রবার স্থানীয় বাসিন্দারা শাবকটিকে দেখতে পেয়েছিলেন ৷ তাঁরাই বন দফতরের হাতে তুলে দিয়েছিলেন হস্তিশাবককে । অসুস্থ থাকায় বেঙ্গল সাফরি পার্ক থেকে চিকিৎসক এসে তার চিকিৎসা করেন ৷ কার্শিয়াং বনবিভাগের কলাবাড়ি বিটে চিকিৎসা চলছিল শাবকটির ৷ কিন্তু সবার সব চেষ্টা বিফলে গেল ৷ অতিরিক্ত দূর্বলতা এবং পেটে আলসার থেকে সংক্রমিত হয়ে মৃত্যু হল শাবকের । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। রিপোর্ট পেলেই মৃত্যু সঠিক কারণ জানা যাবে ।

জানা গিয়েছে, শাবকটিকে নদীর চক্রে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসীরা । এরপর কলাবাড়ি বিটের বনকর্মীরা এসে ওই হাতির শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় । কলাবাড়ি বিট অফিসে রেখে শুরু হয়েছিল চিকিৎসা । শাবকটি নিজে থেকে কিছু খেতে পারছিল না । তাই স্যালাইনের পাশাপাশি মুখে পাইপ দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল তাকে । বেঙ্গল সাফারি পার্ক থেকে ডেকে আনা হয়েছিল এক পশু চিকিৎসককে । তিনি গিয়ে ওষুধও দেন । কিন্তু কাজের কাজ হয়নি ৷ আলসারের কারণে পেটের অন্য অঙ্গ কাজ করছিল না বলে জানা গিয়েছে। আর তার জেরেই শেষমেশ শাবকের মৃত্যু হল।

আরও পড়ুন : নকশালবাড়িতে নদীর কাছে অসুস্থ হস্তিশাবক, চিকিৎসা চলছে কলাবাড়ি বিটে

বন আধিকারিকদের অনুমান, শেষের কদিন একদমই খেতে পায়নি শাবকটি ৷ সেই অবস্থায় তাকে ফেলে জঙ্গলে চলে গিয়েছিল মা হাতিটি । এরপর এদিন শাবকটির মৃত্যু হয় । তবে ময়নাতদন্তের পর শাবকটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কার্শিয়াং বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার।

Last Updated : May 6, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.