ETV Bharat / state

Rose Day 2023: ভালোবাসা'র মরশুমে ভ্যারাইটি ! নীল-সবুজ গোলাপেও ভরসা রাখছে প্রেমিককুল

শুরু হল ভালোবাসার সপ্তাহ ৷ আজ অর্থাৎ 7 ফেব্রুয়ারি 'রোজ ডে' দিয়ে যার শুভসূচনা হল ৷ চিরাচরিত প্রথা অনুযায়ী লাল গোলাপ দিয়ে ভালোবাসার মানুষের সামনে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করা হয় ৷ তবেই বছর লাল গোলাপের থেকেও বেশি বিকোচ্ছে নীল ও সবুজ গোলাপ ৷ তবে কি ভালোবাসার রঙে নীলিয়ে যাবে এই প্রজন্ম (Red and Green Rose is the new attraction) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 7, 2023, 1:37 PM IST

Updated : Feb 7, 2023, 3:40 PM IST

প্রেম নিবেদনের নতুন রঙ নীল ও সবুজ গোলাপ

শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি: "আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে/ আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে।
আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া / হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে ৷" কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার এই ছন্দে প্রেম নিবেদনের বিষয়টি হল 'গোলাপ' (Red and Green Rose is the new attraction)।

প্রেম বা ভালোবাসার অনেক রঙ, অনেক রূপ হলেও কিন্তু প্রেম নিবেদনের ফুল শুধুমাত্র গোলাপ । আজ 'রোজ ডে'। ভালোবাসার মানুষদের জন্য একটি বিশেষ দিন । গোলাপ ফুল দিয়ে মনের বিশেষ মানুষটিকে প্রেম নিবেদনের দিন । আর তার আগে থেকেই জমে উঠেছে গোলাপ ফুলের বাজার। বাহারি রঙের গোলাপ নিয়ে হাজির ফুল ব্যবসায়ীরা। কী নেই । লাল, পিচ, সাদা, হলুদ, গোলাপি, হলুদ। পছন্দমতো রঙের গোলাপ দিয়ে হবে প্রেম নিবেদন। কিন্তু এতো সব রঙের মাঝে এবার চমক টেনেছে নীল ও সবুজ গোলাপ । এই বছর প্রথম বাজারে এসেছে নীল ও সবুজ রঙের গোলাপ । ভালোবাসার প্রতীক লাল গোলাপ হলেও এই নতুন দুই রঙের গোলাপের চাহিদাও কিন্তু তুঙ্গে রয়েছে । কারণ একটাই । এই দুই রঙের গোলাপ সচরাচর দেখা না মেলায় এবারে এই বিশেষ রঙের গোলাপের চাহিদা তুঙ্গে ৷

জানা গিয়েছে, অন্যান্য রঙের গোলাপ নির্দিষ্ট গোলাপের গাছ থেকে পাওয়া গেলেও, নীল, আকাশি ও সবুজ রঙের গোলাপ কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। গোলাপের বাজারে বাজিমাত করতেই ফুল ব্যবসায়ীদের এই দারুণ উপায়। তবে কোনও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে নয়। সম্পূর্ণ অর্গানিক বা জৈব উপায়ে সাদা গোলাপকে ওই রঙ দেওয়া হয় । দু‘থেকে আড়াই ঘণ্টা ওই অর্গানিক সলিউশন বা জৈব রসায়নে ডুবিয়ে রাখলে সাদা রঙের গোলাপের রঙ পরিবর্তিত হয়ে নীল এবং সবুজ রঙ হয়ে যায় । তবে দামে অবশ্য খুব একটা হেরফের হয় না । সাধারণ ডাচ গোলাপের মতোই দাম ওই গোলাপের । সেজন্য এবারের রোজ ডে'তে নিজের প্রিয় মানুষের হাতে তুলে দিতে পারবেন নীল এবং সবুজ গোলাপ ।

আরও পড়ুন: গুরুত্ব অনুযায়ী গোলাপে প্রকাশিত হোক ভালোবাসা ও আবেগ

বাজারে বিভিন্ন রঙের গোলাপ পাওয়া গেলেও, দাম কিন্তু কোনও অংশে কম নয় ৷ নীল গোলাপ কিংবা সবুজ গোলাপ প্রতি পিস 45 থেকে 50 টাকা দরে বিকোচ্ছে । পাশাপাশি খোলা বাজারে যে লাল ডাচ গোলাপ অন্যান্য দিন 20 টাকায় পাওয়া যেতো সেটিও বর্তমানে 35 থেকে 40টাকায় বিকোচ্ছে । হলুদ, সাদা, গোলাপি, কমলা, পিচ রঙের গোলাপের দামও একই রয়েছে । অন্যদিকে, লোকাল গোলাপ যেগুলি 7 থেকে 10 টাকায় বিক্রি হতো সেগুলিও পৌঁছে গিয়েছে 15 থেকে 20 টাকায় । ব্যবসায়ীদের কথায়, দাম চড়তে শুরু করেছে । তবে বাজার কতটা ভালো হবে তা এখনই বলা সম্ভব নয় । 300 টাকা থেকে শুরু হয়েছে গোলাপের বুকে।

ফুল ব্যবসায়ী প্রভাস গুপ্ত বলেন, "এবারের বাজারে নীল আর সবুজ গোলাপ এই প্রথম। সাদা গোলাপকে অর্গানিক প্রক্রিয়ায় ওই রঙ দেওয়া হয়।" আরেক ব্যবসায়ী জগন্নাথ সামন্ত বলেন, "এই বছর আশাকরি চাহিদা ভালই রয়েছে।এবছর সাত থেকে আট রকমের গোলাপ রয়েছে। দামও কিছুটা বেড়েছে ।"

প্রেম নিবেদনের নতুন রঙ নীল ও সবুজ গোলাপ

শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি: "আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে/ আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে।
আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া / হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে ৷" কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার এই ছন্দে প্রেম নিবেদনের বিষয়টি হল 'গোলাপ' (Red and Green Rose is the new attraction)।

প্রেম বা ভালোবাসার অনেক রঙ, অনেক রূপ হলেও কিন্তু প্রেম নিবেদনের ফুল শুধুমাত্র গোলাপ । আজ 'রোজ ডে'। ভালোবাসার মানুষদের জন্য একটি বিশেষ দিন । গোলাপ ফুল দিয়ে মনের বিশেষ মানুষটিকে প্রেম নিবেদনের দিন । আর তার আগে থেকেই জমে উঠেছে গোলাপ ফুলের বাজার। বাহারি রঙের গোলাপ নিয়ে হাজির ফুল ব্যবসায়ীরা। কী নেই । লাল, পিচ, সাদা, হলুদ, গোলাপি, হলুদ। পছন্দমতো রঙের গোলাপ দিয়ে হবে প্রেম নিবেদন। কিন্তু এতো সব রঙের মাঝে এবার চমক টেনেছে নীল ও সবুজ গোলাপ । এই বছর প্রথম বাজারে এসেছে নীল ও সবুজ রঙের গোলাপ । ভালোবাসার প্রতীক লাল গোলাপ হলেও এই নতুন দুই রঙের গোলাপের চাহিদাও কিন্তু তুঙ্গে রয়েছে । কারণ একটাই । এই দুই রঙের গোলাপ সচরাচর দেখা না মেলায় এবারে এই বিশেষ রঙের গোলাপের চাহিদা তুঙ্গে ৷

জানা গিয়েছে, অন্যান্য রঙের গোলাপ নির্দিষ্ট গোলাপের গাছ থেকে পাওয়া গেলেও, নীল, আকাশি ও সবুজ রঙের গোলাপ কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। গোলাপের বাজারে বাজিমাত করতেই ফুল ব্যবসায়ীদের এই দারুণ উপায়। তবে কোনও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে নয়। সম্পূর্ণ অর্গানিক বা জৈব উপায়ে সাদা গোলাপকে ওই রঙ দেওয়া হয় । দু‘থেকে আড়াই ঘণ্টা ওই অর্গানিক সলিউশন বা জৈব রসায়নে ডুবিয়ে রাখলে সাদা রঙের গোলাপের রঙ পরিবর্তিত হয়ে নীল এবং সবুজ রঙ হয়ে যায় । তবে দামে অবশ্য খুব একটা হেরফের হয় না । সাধারণ ডাচ গোলাপের মতোই দাম ওই গোলাপের । সেজন্য এবারের রোজ ডে'তে নিজের প্রিয় মানুষের হাতে তুলে দিতে পারবেন নীল এবং সবুজ গোলাপ ।

আরও পড়ুন: গুরুত্ব অনুযায়ী গোলাপে প্রকাশিত হোক ভালোবাসা ও আবেগ

বাজারে বিভিন্ন রঙের গোলাপ পাওয়া গেলেও, দাম কিন্তু কোনও অংশে কম নয় ৷ নীল গোলাপ কিংবা সবুজ গোলাপ প্রতি পিস 45 থেকে 50 টাকা দরে বিকোচ্ছে । পাশাপাশি খোলা বাজারে যে লাল ডাচ গোলাপ অন্যান্য দিন 20 টাকায় পাওয়া যেতো সেটিও বর্তমানে 35 থেকে 40টাকায় বিকোচ্ছে । হলুদ, সাদা, গোলাপি, কমলা, পিচ রঙের গোলাপের দামও একই রয়েছে । অন্যদিকে, লোকাল গোলাপ যেগুলি 7 থেকে 10 টাকায় বিক্রি হতো সেগুলিও পৌঁছে গিয়েছে 15 থেকে 20 টাকায় । ব্যবসায়ীদের কথায়, দাম চড়তে শুরু করেছে । তবে বাজার কতটা ভালো হবে তা এখনই বলা সম্ভব নয় । 300 টাকা থেকে শুরু হয়েছে গোলাপের বুকে।

ফুল ব্যবসায়ী প্রভাস গুপ্ত বলেন, "এবারের বাজারে নীল আর সবুজ গোলাপ এই প্রথম। সাদা গোলাপকে অর্গানিক প্রক্রিয়ায় ওই রঙ দেওয়া হয়।" আরেক ব্যবসায়ী জগন্নাথ সামন্ত বলেন, "এই বছর আশাকরি চাহিদা ভালই রয়েছে।এবছর সাত থেকে আট রকমের গোলাপ রয়েছে। দামও কিছুটা বেড়েছে ।"

Last Updated : Feb 7, 2023, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.